ETV Bharat / state

5 থেকে ভাড়া বেড়ে 30, প্রতিবাদে ফেরিঘাট বন্ধ কালনায়

ভাড়া বাড়ানোর প্রতিবাদে ফেরিঘাট বন্ধ রেখে বিক্ষোভ স্থানীয়দের ।

ফেরিঘাট
author img

By

Published : Jul 8, 2019, 11:54 AM IST

Updated : Jul 8, 2019, 12:32 PM IST

কালনা, 8 জুলাই : বিজ্ঞপ্তি ছাড়াই যাত্রীভাড়া বাড়ানো এবং ফেরিঘাটের পরিষেবা উন্নত করার দাবিতে সকাল থেকে ফেরিঘাট বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা । ঘটনাটি নদিয়ার কালনা ফেরিঘাটের । সকাল 7টা থেকে বন্ধ রাখা হয়েছে ফেরিঘাট । স্থানীয়দের অভিযোগ বেআইনিভাবে ফেরিঘাটে টাকা তোলা হচ্ছে । অবিলম্বে ভাড়া কমাতে হবে । যতক্ষণ না ভাড়া কমানো হবে ততক্ষণ ফেরিঘাট বন্ধ রেখে চলবে বিক্ষোভ ।

স্থানীয় বাসিন্দা রনিশ রায় বলেন, "আমরা শ্রমিক । সাইকেল নিয়ে ঘাট পারাপার করি । 30 টাকা খরচ হয় । দু'মাস আগেও 5 টাকার মধ্যে হয়ে যেত । হঠাৎ ভাড়া বাড়িয়ে দেওয়া হল । এভাবে তো সম্ভব নয় । ভাড়া না কমালে ফেরিঘাট বন্ধ থাকবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

উল্লেখ্য, শান্তিপুর কালনা ফেরিঘাট বর্তমানে কালনা পৌরসভার তত্ত্বাবধানে রয়েছে । টেন্ডারের মাধ্যমে ঘাট মালিক তপন সাহার কাছে ঘাটের দায়িত্ব তুলে দেওয়া হয় । সূত্রের খবর, গত 16 জুন সেই মেয়াদ শেষ হলেও বেআইনিভাবে কালনা পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ- তপন সাহাকে আর তিন মাস ঘাট সামলানোর দায়িত্ব দেন । রাতারাতি কোনও বিজ্ঞপ্তি ছাড়াই যাত্রীভাড়া প্রায় দ্বিগুণ করে দেন তপন । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কালনা পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ । তাঁর দাবি, পরিবহন দপ্তর থেকেই বাড়তি তিন মাস বর্তমান ঘাট মালিককে ঘাটের দায়িত্ব লিখিতভাবে দেওয়া হয়েছে । এর পাশাপাশি তিনি বলেন, "যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা যাত্রী নয়, বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ।"

কালনা, 8 জুলাই : বিজ্ঞপ্তি ছাড়াই যাত্রীভাড়া বাড়ানো এবং ফেরিঘাটের পরিষেবা উন্নত করার দাবিতে সকাল থেকে ফেরিঘাট বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা । ঘটনাটি নদিয়ার কালনা ফেরিঘাটের । সকাল 7টা থেকে বন্ধ রাখা হয়েছে ফেরিঘাট । স্থানীয়দের অভিযোগ বেআইনিভাবে ফেরিঘাটে টাকা তোলা হচ্ছে । অবিলম্বে ভাড়া কমাতে হবে । যতক্ষণ না ভাড়া কমানো হবে ততক্ষণ ফেরিঘাট বন্ধ রেখে চলবে বিক্ষোভ ।

স্থানীয় বাসিন্দা রনিশ রায় বলেন, "আমরা শ্রমিক । সাইকেল নিয়ে ঘাট পারাপার করি । 30 টাকা খরচ হয় । দু'মাস আগেও 5 টাকার মধ্যে হয়ে যেত । হঠাৎ ভাড়া বাড়িয়ে দেওয়া হল । এভাবে তো সম্ভব নয় । ভাড়া না কমালে ফেরিঘাট বন্ধ থাকবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

উল্লেখ্য, শান্তিপুর কালনা ফেরিঘাট বর্তমানে কালনা পৌরসভার তত্ত্বাবধানে রয়েছে । টেন্ডারের মাধ্যমে ঘাট মালিক তপন সাহার কাছে ঘাটের দায়িত্ব তুলে দেওয়া হয় । সূত্রের খবর, গত 16 জুন সেই মেয়াদ শেষ হলেও বেআইনিভাবে কালনা পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ- তপন সাহাকে আর তিন মাস ঘাট সামলানোর দায়িত্ব দেন । রাতারাতি কোনও বিজ্ঞপ্তি ছাড়াই যাত্রীভাড়া প্রায় দ্বিগুণ করে দেন তপন । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কালনা পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ । তাঁর দাবি, পরিবহন দপ্তর থেকেই বাড়তি তিন মাস বর্তমান ঘাট মালিককে ঘাটের দায়িত্ব লিখিতভাবে দেওয়া হয়েছে । এর পাশাপাশি তিনি বলেন, "যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা যাত্রী নয়, বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ।"

Intro:রাতারাতি ভাড়া বাড়ানো এবং ফেরিঘাটের পরিষেবা আরো উন্নত করার দাবি নিয়ে সকাল থেকে ফেরিঘাট বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করলো স্থানীয়রা। নদীয়ার কালনা ফেরিঘাট এর ঘটনা।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই কালনা ফেরিঘাটে ভাড়া বাড়ানো হয়েছে। অভিযোগ, ফেরিঘাটে টাকা বেআইনিভাবে তুলে তছরুপ করা হচ্ছে। এই অভিযোগ তুলে সকাল সাতটা থেকে ব্যস্ততম কালনা ফেরিঘাট বন্ধ রেখেছে স্থানীয়রা। তাদের দাবি অবিলম্বে ভাড়া কমাতে হবে। যতক্ষণ না ভাড়া কমাবেন ততক্ষণ এই বিক্ষোভ চলবে ফেরিঘাট বন্ধ রেখে। উল্লেখ্য, শান্তিপুর কালনা ফেরিঘাট বর্তমানে কালনা পৌরসভার তত্ত্বাবধানে চলে। টেন্ডারের মাধ্যমে কোন এক ঘাট মালিকদের কাছে ঘাটের দায়িত্ব তুলে দেওয়া হয়। সূত্রের খবর গত 16 ই জুন বর্তমান ঘাট মালিক এর মেয়াদ শেষ হলেও বেআইনিভাবে কালনা পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ বর্তমান ঘাট মালিক তপন সাহা কে আরও তিন মাস সময় বাড়িয়ে দেয়।তপন সাহা রাতারাতি কোন বিজ্ঞপ্তি ছাড়াই যাত্রীভাড়া প্রায় ডবল করে দেয়। যদিও চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন কালনা পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ। তার দাবি, রাজ্যের পরিবহন দপ্তর থেকেই বাড়তি তিন মাস বর্তমান ঘাট মালিক কে লিখিতভাবে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তিনি বলেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কোন যাত্রী নয় তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এখনো ফেরিঘাট বন্ধ রেখে বিক্ষোভ চলছে। চরম হয়রানির শিকার হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা।
Body:KALNAGHATConclusion:
Last Updated : Jul 8, 2019, 12:32 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.