ETV Bharat / state

'যাঁর খোঁজে এসেছিল, তাঁরই রাত বারোটার মধ্যে ইডি অফিসে যাওয়া উচিত', মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - Sandeshkhali

Justice Abhijit Ganguly: সন্দেশখালিতে আক্রান্ত ইডি আধিকারিকরা ৷ এই ঘটনা প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন, ইডি যাঁর খোঁজে এসেছিল, তাঁরই রাত 12টার মধ্যে ইডি অফিসে গিয়ে হাজির দেওয়া উচিত ৷

ETV Bharat
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 11:03 AM IST

Updated : Jan 6, 2024, 11:30 AM IST

কল্যাণী উৎসবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কল্যাণী, 6 জানুয়ারি: "ইডি গতকাল যাকে ধরতে গেছিল, তারই রাত বারোটার মধ্যে হাজিরা দেওয়া উচিত", সাংবাদিকদের এমনটাই বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ শুক্রবার সকালে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেখানে তদন্তকারী আধিকারকদের উপর হামলা হয় ৷ আর সেই ঘটনার প্রেক্ষিতেই এই মন্তব্য করলেন বিচারপতি ৷

এদিনই সন্ধ্যায় কল্যাণীতে একটি বঙ্গ সংস্কৃতি মেলা এবং কল্যাণী মেলার উদ্বোধন করেন বিচারপতি ৷ সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "আমাদের ভয়ানক ভয়ানক দুর্নীতির সম্মুখীন হতে হয় ৷ দুর্নীতি ঢাকার প্রচেষ্টায় যাঁরা তদন্ত করতে যাচ্ছেন, তাঁদের পর্যন্ত প্রহার করা হয় ৷ তাঁদের হাসপাতালে ভর্তি থাকতে হয় ৷ আজ সকালে যেমনটা হয়েছে ৷"

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "মানুষের পয়সা খরচ করে বিভিন্ন মামলা-মকোদ্দমা করা হচ্ছিল ৷ কোনও দুর্নীতির তদন্তের আদেশ দিলেই সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল ৷ তবে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার সবার আছে ৷ কিন্তু কী করার জন্য যাওয়া হচ্ছে ? আমি তো জানতে চাইব, এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মোট কত কোটি টাকা খরচ করল পশ্চিমবঙ্গ সরকার ?"

সন্দেশখালির ঘটনা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, "সন্দেশখালিতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কতজন জওয়ান ছিল ? কারা সংঘবদ্ধ হয়ে এই হামলা চালিয়েছে, সেই খবরটা আপনারা (সাংবাদিকরা) নিন ৷" এরপরই বিচারপতি শেখ শাহজাহানের নাম না-করেই বলেন, "আমি মনে করি, যাঁর খোঁজে ইডি গিয়েছিল, তাঁর আজ রাত 12টার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত ৷"

অন্যদিকে, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তিনি পালটা প্রশ্ন করেন, "এরাজ্যে আইনশৃঙ্খলা আছে বলে আপনার মনে হয় ? বিগত কয়েক দিনের খবরের কাগজে যা প্রকাশিত হয়েছে এবং আদালতে যেসব মামলা হয়েছে, সেগুলি দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে ৷" রাজ্য সংগীত নিয়ে তিনি জানান, রাজ্য তার নিজের সঙ্গীত তৈরি করতেই পারে ৷ তবে কোনও কথা বিকৃতি করে নয় ৷

আরও পড়ুন:

  1. 'মাস্তানি করলে নিজেদের সুরক্ষিত রাখা উচিত ছিল', সন্দেশখালি নিয়ে বিতর্কিত মন্তব্য পঞ্চায়েতমন্ত্রীর
  2. সন্দেশখালি কাণ্ডে রাজ্যকে কড়া বার্তা রাজ্যপালের, তলব মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-ডিজিকে
  3. সন্দেশখালির ঘটনায় দুটি রিপোর্ট তৈরি ইডি'র, আজই পাঠানো হচ্ছে দিল্লিতে

কল্যাণী উৎসবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কল্যাণী, 6 জানুয়ারি: "ইডি গতকাল যাকে ধরতে গেছিল, তারই রাত বারোটার মধ্যে হাজিরা দেওয়া উচিত", সাংবাদিকদের এমনটাই বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ শুক্রবার সকালে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেখানে তদন্তকারী আধিকারকদের উপর হামলা হয় ৷ আর সেই ঘটনার প্রেক্ষিতেই এই মন্তব্য করলেন বিচারপতি ৷

এদিনই সন্ধ্যায় কল্যাণীতে একটি বঙ্গ সংস্কৃতি মেলা এবং কল্যাণী মেলার উদ্বোধন করেন বিচারপতি ৷ সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "আমাদের ভয়ানক ভয়ানক দুর্নীতির সম্মুখীন হতে হয় ৷ দুর্নীতি ঢাকার প্রচেষ্টায় যাঁরা তদন্ত করতে যাচ্ছেন, তাঁদের পর্যন্ত প্রহার করা হয় ৷ তাঁদের হাসপাতালে ভর্তি থাকতে হয় ৷ আজ সকালে যেমনটা হয়েছে ৷"

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "মানুষের পয়সা খরচ করে বিভিন্ন মামলা-মকোদ্দমা করা হচ্ছিল ৷ কোনও দুর্নীতির তদন্তের আদেশ দিলেই সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল ৷ তবে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার সবার আছে ৷ কিন্তু কী করার জন্য যাওয়া হচ্ছে ? আমি তো জানতে চাইব, এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মোট কত কোটি টাকা খরচ করল পশ্চিমবঙ্গ সরকার ?"

সন্দেশখালির ঘটনা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, "সন্দেশখালিতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কতজন জওয়ান ছিল ? কারা সংঘবদ্ধ হয়ে এই হামলা চালিয়েছে, সেই খবরটা আপনারা (সাংবাদিকরা) নিন ৷" এরপরই বিচারপতি শেখ শাহজাহানের নাম না-করেই বলেন, "আমি মনে করি, যাঁর খোঁজে ইডি গিয়েছিল, তাঁর আজ রাত 12টার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত ৷"

অন্যদিকে, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তিনি পালটা প্রশ্ন করেন, "এরাজ্যে আইনশৃঙ্খলা আছে বলে আপনার মনে হয় ? বিগত কয়েক দিনের খবরের কাগজে যা প্রকাশিত হয়েছে এবং আদালতে যেসব মামলা হয়েছে, সেগুলি দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে ৷" রাজ্য সংগীত নিয়ে তিনি জানান, রাজ্য তার নিজের সঙ্গীত তৈরি করতেই পারে ৷ তবে কোনও কথা বিকৃতি করে নয় ৷

আরও পড়ুন:

  1. 'মাস্তানি করলে নিজেদের সুরক্ষিত রাখা উচিত ছিল', সন্দেশখালি নিয়ে বিতর্কিত মন্তব্য পঞ্চায়েতমন্ত্রীর
  2. সন্দেশখালি কাণ্ডে রাজ্যকে কড়া বার্তা রাজ্যপালের, তলব মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-ডিজিকে
  3. সন্দেশখালির ঘটনায় দুটি রিপোর্ট তৈরি ইডি'র, আজই পাঠানো হচ্ছে দিল্লিতে
Last Updated : Jan 6, 2024, 11:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.