ETV Bharat / state

Junior Doctors Protest : চিকিৎসককে মারধরের অভিযোগ, কর্মবিরতিতে কল্যাণী মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা - Kalyani JNM Medical College Junior Doctors Agitation

কল্যাণী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগ ৷ প্রতিবাদে কর্মবিরতিতে গেলেন জুনিয়র চিকিৎসকরা (Kalyani JNM Medical College Junior Doctors Agitation) ৷ পাল্টা চিকিৎসকের বিরুদ্ধে আহত রোগীকে চড় মারার অভিযোগ উঠেছে ৷ তারপরেই নাকি রোগীর পরিজনেরা চিকিৎসকের উপর হামলা চালায় ৷

Junior Doctors Protest for Beating Doctor in Kalyani JNM Medical College
Junior Doctors Protest for Beating Doctor in Kalyani JNM Medical College
author img

By

Published : Feb 4, 2022, 5:27 PM IST

কল্যাণী, 4 ফেব্রুয়ারি : চিকিৎসককে মারধরের প্রতিবাদে কর্মবিরতিতে কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শতাধিক জুনিয়র ডাক্তার এবং ইন্টার্ন (Kalyani JNM Medical College Junior Doctors Agitation) ৷ আজ সকালে দুই ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসার সময় এক রোগী ছটফট করছিলেন ৷ অভিযোগ, তাঁকে শান্ত করতে নাকি চিকিৎসক চড় মারেন ৷ আর তার জেরে চিকিৎসকের উপর চড়াও হন রোগীর সঙ্গে থাকা জনা 15 লোক ৷ চিকিৎসককে তাঁরা মারধর করেন বলে অভিযোগ ৷

আর সেই ঘটনার প্রতিবাদেই আজ কর্মবিরতিতে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest) ৷ হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নেই বলে অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা ৷ তাঁদের অভিযোগ, একজন রোগীর সঙ্গে ইমার্জেন্সিতে কীভাবে 15 জন ঢুকল ? আর হাসপাতালের গেটে 24 ঘণ্টা একজন পুলিশ কর্মীর থাকার কথা ৷ সেই পুলিশ কর্মী কোথায় ছিলেন ? এই প্রশ্ন করেছেন জুনিয়র ডাক্তাররা ৷

আরও পড়ুন : দেখেও দেখল না পুলিশ, ভাইরাল ভিডিয়ো

হাসপাতালে সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা না হলে আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা ৷ যদিও পরিষেবা চালু করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জুনিয়ার ডাক্তাররা ৷ কিন্তু, প্রশ্ন উঠছে, একজন চিকিৎসক রোগীকে চড় কেন মারবেন ? রোগী যদি যন্ত্রণায় ছটফট করেন, তাঁকে সামলানোর আরও অনেক উপায় চিকিৎসকদের জানা থাকা দরকার ৷ সেগুলি প্রয়োগ না করে সরাসরি রোগীকে চড় মারার যুক্তি কী ? এই প্রশ্নের কোনও উত্তর দেননি কেউই ৷

কল্যাণী, 4 ফেব্রুয়ারি : চিকিৎসককে মারধরের প্রতিবাদে কর্মবিরতিতে কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শতাধিক জুনিয়র ডাক্তার এবং ইন্টার্ন (Kalyani JNM Medical College Junior Doctors Agitation) ৷ আজ সকালে দুই ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসার সময় এক রোগী ছটফট করছিলেন ৷ অভিযোগ, তাঁকে শান্ত করতে নাকি চিকিৎসক চড় মারেন ৷ আর তার জেরে চিকিৎসকের উপর চড়াও হন রোগীর সঙ্গে থাকা জনা 15 লোক ৷ চিকিৎসককে তাঁরা মারধর করেন বলে অভিযোগ ৷

আর সেই ঘটনার প্রতিবাদেই আজ কর্মবিরতিতে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest) ৷ হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নেই বলে অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা ৷ তাঁদের অভিযোগ, একজন রোগীর সঙ্গে ইমার্জেন্সিতে কীভাবে 15 জন ঢুকল ? আর হাসপাতালের গেটে 24 ঘণ্টা একজন পুলিশ কর্মীর থাকার কথা ৷ সেই পুলিশ কর্মী কোথায় ছিলেন ? এই প্রশ্ন করেছেন জুনিয়র ডাক্তাররা ৷

আরও পড়ুন : দেখেও দেখল না পুলিশ, ভাইরাল ভিডিয়ো

হাসপাতালে সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা না হলে আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা ৷ যদিও পরিষেবা চালু করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জুনিয়ার ডাক্তাররা ৷ কিন্তু, প্রশ্ন উঠছে, একজন চিকিৎসক রোগীকে চড় কেন মারবেন ? রোগী যদি যন্ত্রণায় ছটফট করেন, তাঁকে সামলানোর আরও অনেক উপায় চিকিৎসকদের জানা থাকা দরকার ৷ সেগুলি প্রয়োগ না করে সরাসরি রোগীকে চড় মারার যুক্তি কী ? এই প্রশ্নের কোনও উত্তর দেননি কেউই ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.