ETV Bharat / state

JP Nadda at ISKCON Mayapur: বেথুয়াডহরির সভার পথে মায়াপুরে নাড্ডা, পুজো দিলেন ইসকনের মন্দিরে - ইসকন

নদিয়ার বেথুয়াডহরিতে জনসভায় (JP Nadda Rally in Bethuadahari) যোগ দিতে যাওয়ার আগে মায়াপুরের ইসকন মন্দিরে পৌঁছলেন জগৎ প্রকাশ নাড্ডা ৷ প্রথা মেনে দিলেন পুজো (JP Nadda Worshipped At ISKCON Mayapur) ৷

JP Nadda Worshipped At ISKCON Mayapur before attend his Rally in Bethuadahari
ইসকনে নাড্ডার পুজো
author img

By

Published : Jan 19, 2023, 1:43 PM IST

Updated : Jan 19, 2023, 2:32 PM IST

ইসকনে জেপি নাড্ডা

মায়াপুর, 19 জানুয়ারি: নদিয়ার মায়াপুরের ইসকন মন্দিরে পুজো দিলেন বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (JP Nadda Worshipped At ISKCON Mayapur) ৷ বৃহস্পতিবার জেলার বেথুয়াডহরিতে একটি জনসভা (JP Nadda Rally in Bethuadahari) রয়েছে তাঁর ৷ সেই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই মায়াপুরের ইসকন মন্দিরে পৌঁছে যান নাড্ডা ৷ যাবতীয় নিয়ম, রীতি মেনে পালন করেন পুজোর বিধি ৷

2024 সালে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন ৷ তার আগে ফের একবার নাড্ডার উপরেই আস্থা রেখেছ গেরুয়াশিবির ৷ বিজেপির জাতীয় সভাপতি হিসাবে তাঁর কার্যকালের মেয়াদ 2024 সালের জুন মাস পর্যন্ত বর্ধিত করা হয়েছে ৷ আর সেই ঘোষণার পরই প্রথম গন্তব্য হিসাবে পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছেন বাংলার জামাই ৷ তাই, তাঁর এদিনের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন: 2024 এর জুন পর্যন্ত বিজেপির সভাপতি জেপি নাড্ডা, জানালেন অমিত শাহ

এদিন সকালে নিউ টাউনের হোটেল থেকে গাড়িতে দমদম বিমানবন্দর পৌঁছন নাড্ডা ৷ সেখান থেকে বিশেষ হেলিকপ্টারে পৌঁছন মায়াপুরের ইসকনে ৷ মন্দির লাগোয়া হেলিপ্যাডে তাঁর সেই সওয়ারি অবতরণ করে ৷ এদিন বেলা 11টা 30 মিনিট নাগাদ ইসকন পৌঁছন নাড্ডা ৷ সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ মালা পরিয়ে তাঁদের স্বাগত জানানো হয় ৷ মন্দিরের প্রতিনিধিরা অতিথিদের সবকিছু ঘুরিয়ে দেখান ৷ তুলে ধরেন ইসকনের ঐতিহ্য ও ইতিহাস ৷ এরপর চন্দ্রদায়ী মন্দিরে পুজো দেন নাড্ডা ৷ পুজো দেন সুকান্তও ৷

এদিন সব মিলিয়ে প্রায় আধঘণ্টা ইসকনের মন্দিরে থাকেন নাড্ডা ৷ কথা বলেন মন্দিরের পুরোহিত ও আধিকারিকদের সঙ্গে ৷ বেলা 12টা নাগাদ সড়কপথে বেথুয়াডহরির উদ্দেশে রওনা দেন তিনি ৷ প্রায় 20 মিনিট পর পৌঁছন গন্তব্যে ৷ এদিনের এই সভায় নাড্ডা কী বার্তা দেন, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের ৷ দলের দায়িত্বভার বর্ধিত হতেই তিনি যেভাবে সবার আগে বাংলায় ছুটে এলেন, তাতে উচ্ছ্বসিত রাজ্যের নিচুতলার বিজেপিকর্মীরা ৷ শীর্ষ নেতৃত্ব যে লোকসভা ভোটের আগে বাংলাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে, তা নাড্ডার এই সফর থেকেই স্পষ্ট ৷ তাই বেথুয়াডহরির সভা থেকে তিনি কী বলেন, তা নিয়ে উৎসাহ তৈরি হয়েছে বিজেপিকর্মীদের মধ্যে ৷

ইসকনে জেপি নাড্ডা

মায়াপুর, 19 জানুয়ারি: নদিয়ার মায়াপুরের ইসকন মন্দিরে পুজো দিলেন বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (JP Nadda Worshipped At ISKCON Mayapur) ৷ বৃহস্পতিবার জেলার বেথুয়াডহরিতে একটি জনসভা (JP Nadda Rally in Bethuadahari) রয়েছে তাঁর ৷ সেই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই মায়াপুরের ইসকন মন্দিরে পৌঁছে যান নাড্ডা ৷ যাবতীয় নিয়ম, রীতি মেনে পালন করেন পুজোর বিধি ৷

2024 সালে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন ৷ তার আগে ফের একবার নাড্ডার উপরেই আস্থা রেখেছ গেরুয়াশিবির ৷ বিজেপির জাতীয় সভাপতি হিসাবে তাঁর কার্যকালের মেয়াদ 2024 সালের জুন মাস পর্যন্ত বর্ধিত করা হয়েছে ৷ আর সেই ঘোষণার পরই প্রথম গন্তব্য হিসাবে পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছেন বাংলার জামাই ৷ তাই, তাঁর এদিনের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন: 2024 এর জুন পর্যন্ত বিজেপির সভাপতি জেপি নাড্ডা, জানালেন অমিত শাহ

এদিন সকালে নিউ টাউনের হোটেল থেকে গাড়িতে দমদম বিমানবন্দর পৌঁছন নাড্ডা ৷ সেখান থেকে বিশেষ হেলিকপ্টারে পৌঁছন মায়াপুরের ইসকনে ৷ মন্দির লাগোয়া হেলিপ্যাডে তাঁর সেই সওয়ারি অবতরণ করে ৷ এদিন বেলা 11টা 30 মিনিট নাগাদ ইসকন পৌঁছন নাড্ডা ৷ সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ মালা পরিয়ে তাঁদের স্বাগত জানানো হয় ৷ মন্দিরের প্রতিনিধিরা অতিথিদের সবকিছু ঘুরিয়ে দেখান ৷ তুলে ধরেন ইসকনের ঐতিহ্য ও ইতিহাস ৷ এরপর চন্দ্রদায়ী মন্দিরে পুজো দেন নাড্ডা ৷ পুজো দেন সুকান্তও ৷

এদিন সব মিলিয়ে প্রায় আধঘণ্টা ইসকনের মন্দিরে থাকেন নাড্ডা ৷ কথা বলেন মন্দিরের পুরোহিত ও আধিকারিকদের সঙ্গে ৷ বেলা 12টা নাগাদ সড়কপথে বেথুয়াডহরির উদ্দেশে রওনা দেন তিনি ৷ প্রায় 20 মিনিট পর পৌঁছন গন্তব্যে ৷ এদিনের এই সভায় নাড্ডা কী বার্তা দেন, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের ৷ দলের দায়িত্বভার বর্ধিত হতেই তিনি যেভাবে সবার আগে বাংলায় ছুটে এলেন, তাতে উচ্ছ্বসিত রাজ্যের নিচুতলার বিজেপিকর্মীরা ৷ শীর্ষ নেতৃত্ব যে লোকসভা ভোটের আগে বাংলাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে, তা নাড্ডার এই সফর থেকেই স্পষ্ট ৷ তাই বেথুয়াডহরির সভা থেকে তিনি কী বলেন, তা নিয়ে উৎসাহ তৈরি হয়েছে বিজেপিকর্মীদের মধ্যে ৷

Last Updated : Jan 19, 2023, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.