ETV Bharat / state

'সেই 32 নম্বর' বুথে জয়প্রকাশের খাতায় মাত্র 2টি ভোট - ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের 32 ও 33 নম্বর বুথ

করিমপুরের ঘিয়াঘাটের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের 32 ও 33 নম্বর বুথ । এখানেই জয়প্রকাশ মজুমদারকে হেনস্থার অভিযোগ উঠেছিল । সেই 32 নম্বর বুথে মাত্র 2 টি এবং 33 নম্বর বুথে 38 টি ভোট পেলেন জয়প্রকাশ মজুমদার ।

জয়প্রকাশ
ছবি
author img

By

Published : Nov 28, 2019, 12:50 PM IST

Updated : Nov 28, 2019, 2:34 PM IST

করিমপুর, 28 নভেম্বর : ঘিয়াঘাটের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের 32 ও 33 নম্বর বুথ । উপনির্বাচনের পর সবচেয়ে বেশি চর্চায় এই জায়গাটি । এখানেই জয়প্রকাশ মজুমদারকে হেনস্থা করে ঝোপে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । কয়েকদিন ধরে জোর জল্পনা চলছিল । রাজনৈতিক মহলের একাংশ মনে করেছিল, সব সমীকরণ বদলে তৃণমূলের জেতা আসন ছিনিয়ে নিতে পারে BJP । অনেকে লোকসভা নির্বাচনের সময় অর্জুন সিংহের পড়ে যাওয়া এবং নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টেনে এনেছিলেন । কিন্তু সব সমীকরণ বদলে গেল । যেখানে হেনস্থার অভিযোগ উঠেছিল, সেখানেই 32 নম্বর বুথে মাত্র 2 টি এবং 33 নম্বর বুথে 38 টি ভোট পেলেন জয়প্রকাশ মজুমদার ।

25 নভেম্বর । ভোট চলাকালীন ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের 32 ও 33 নম্বর বুথের একটি ঘরের মধ্যে 8-10 জনকে নাকি রান্না করতে দেখা যায় । পাশেই দুই নির্দল প্রার্থী ফোনও ব্যবহার করছিলেন বলে খবর । এ নিয়ে নাকি প্রিজ়াইডিং অফিসারও কিছু জানতেন না । পরে বুথে ঢুকে এই বিষয়েই সরব হন BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার । অভিযোগ, তারপরই এই ঘটনা । জয়প্রকাশকে মারধর করে রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয় । অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে ।

আরও পড়ুন : জয়প্রকাশকে ঘুষি, ধাক্কা মেরে ঝোপে ফেলে দিল দুষ্কৃতীরা

বিষয়টি নিয়ে জেলা নির্বাচন আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর । রিপোর্ট গেছিল নির্বাচন সদনেও । মাত্র তিন দিন । 28 নভেম্বর, বদলে গেল সবকিছু । করিমপুরেও জয়ের পথে তৃণমূল কংগ্রেস । বাজিমাত করতে পারলেন না BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার ।

election
২৫ নভেম্বরের ঘটনা

করিমপুর, 28 নভেম্বর : ঘিয়াঘাটের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের 32 ও 33 নম্বর বুথ । উপনির্বাচনের পর সবচেয়ে বেশি চর্চায় এই জায়গাটি । এখানেই জয়প্রকাশ মজুমদারকে হেনস্থা করে ঝোপে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । কয়েকদিন ধরে জোর জল্পনা চলছিল । রাজনৈতিক মহলের একাংশ মনে করেছিল, সব সমীকরণ বদলে তৃণমূলের জেতা আসন ছিনিয়ে নিতে পারে BJP । অনেকে লোকসভা নির্বাচনের সময় অর্জুন সিংহের পড়ে যাওয়া এবং নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টেনে এনেছিলেন । কিন্তু সব সমীকরণ বদলে গেল । যেখানে হেনস্থার অভিযোগ উঠেছিল, সেখানেই 32 নম্বর বুথে মাত্র 2 টি এবং 33 নম্বর বুথে 38 টি ভোট পেলেন জয়প্রকাশ মজুমদার ।

25 নভেম্বর । ভোট চলাকালীন ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের 32 ও 33 নম্বর বুথের একটি ঘরের মধ্যে 8-10 জনকে নাকি রান্না করতে দেখা যায় । পাশেই দুই নির্দল প্রার্থী ফোনও ব্যবহার করছিলেন বলে খবর । এ নিয়ে নাকি প্রিজ়াইডিং অফিসারও কিছু জানতেন না । পরে বুথে ঢুকে এই বিষয়েই সরব হন BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার । অভিযোগ, তারপরই এই ঘটনা । জয়প্রকাশকে মারধর করে রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয় । অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে ।

আরও পড়ুন : জয়প্রকাশকে ঘুষি, ধাক্কা মেরে ঝোপে ফেলে দিল দুষ্কৃতীরা

বিষয়টি নিয়ে জেলা নির্বাচন আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর । রিপোর্ট গেছিল নির্বাচন সদনেও । মাত্র তিন দিন । 28 নভেম্বর, বদলে গেল সবকিছু । করিমপুরেও জয়ের পথে তৃণমূল কংগ্রেস । বাজিমাত করতে পারলেন না BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার ।

election
২৫ নভেম্বরের ঘটনা
Last Updated : Nov 28, 2019, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.