ETV Bharat / state

শান্তিপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব , 17টি পরিবার ঘরছাড়া - inner clash of TMC in shantipur

নদিয়ার শান্তিপুরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল চলছেই ৷ যার জেরে নয় মাস আগে এক কর্মী প্রাণ হারান ৷ এখন সেই গোষ্ঠীরই 17টি পরিবার ঘরছাড়া ৷ যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, কোনওরকম গুন্ডামি বরদাস্ত করা হবে না ৷

শান্তিপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
শান্তিপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
author img

By

Published : May 10, 2021, 2:26 PM IST

শান্তিপুর, 10 মে : তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে তৃণমূল সরকার ৷ তারপরও গোষ্ঠীকোন্দল থামেনি ৷ তৃণমূলের এক গোষ্ঠীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘরছাড়া অন্য গোষ্ঠীর 17টি পরিবার ৷ বাড়ি ফেরার চেষ্টা করেছিল একটি পরিবার ৷ কিন্তু রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয় সেই পরিবারের এক প্রবীণকে ৷ নদীয়ার শান্তিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সারাগর নতুন পাড়া এলাকার ঘটনা ৷

উল্লেখ্য, নয় মাস আগে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে খুন হন গোবিন্দ দাস নামে এক তৃণমূল কর্মী। এরপর থেকে মনোজ সরকারের নেতৃত্বে এক গোষ্ঠী হামলা চালায় অন্য গোষ্ঠীর উপর। ভেঙে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের প্রায় 17টি পরিবারের ঘরবাড়ি। তারপর থেকেই ভয়ে পালিয়ে যায় 17টি পরিবার। অভিযোগ, মনোজ সরকারের তরফ থেকে বারবার হুমকি দেওয়া হয় বাড়ি ফিরলেই মারধর করা হবে। এদিন সকালে বাড়ি ফিরলে আবারও মনোজ সরকারের অনুগামীরা বেধড়ক মারধর করে এক তৃণমূল কর্মীকে। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল কর্মীকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ।

শান্তিপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আহত এক তৃণমূল কর্মী

যদিও বর্তমানে মনোজ সরকার এক তৃণমূল কর্মীকে মারধর করে খুনের চেষ্টার ঘটনায় জেলে রয়েছে। শান্তিপুর তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে বলেন, কোনওরকম গুন্ডামি তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। ঘটনার তদন্ত করে পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তারা।

আরও পড়ুন : কোভিড আবহে একসঙ্গে শপথ 43 মন্ত্রীর, ভার্চুয়াল শপথ অমিত-ব্রাত্য-রথীনের

শান্তিপুর, 10 মে : তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে তৃণমূল সরকার ৷ তারপরও গোষ্ঠীকোন্দল থামেনি ৷ তৃণমূলের এক গোষ্ঠীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘরছাড়া অন্য গোষ্ঠীর 17টি পরিবার ৷ বাড়ি ফেরার চেষ্টা করেছিল একটি পরিবার ৷ কিন্তু রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয় সেই পরিবারের এক প্রবীণকে ৷ নদীয়ার শান্তিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সারাগর নতুন পাড়া এলাকার ঘটনা ৷

উল্লেখ্য, নয় মাস আগে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে খুন হন গোবিন্দ দাস নামে এক তৃণমূল কর্মী। এরপর থেকে মনোজ সরকারের নেতৃত্বে এক গোষ্ঠী হামলা চালায় অন্য গোষ্ঠীর উপর। ভেঙে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের প্রায় 17টি পরিবারের ঘরবাড়ি। তারপর থেকেই ভয়ে পালিয়ে যায় 17টি পরিবার। অভিযোগ, মনোজ সরকারের তরফ থেকে বারবার হুমকি দেওয়া হয় বাড়ি ফিরলেই মারধর করা হবে। এদিন সকালে বাড়ি ফিরলে আবারও মনোজ সরকারের অনুগামীরা বেধড়ক মারধর করে এক তৃণমূল কর্মীকে। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল কর্মীকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ।

শান্তিপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আহত এক তৃণমূল কর্মী

যদিও বর্তমানে মনোজ সরকার এক তৃণমূল কর্মীকে মারধর করে খুনের চেষ্টার ঘটনায় জেলে রয়েছে। শান্তিপুর তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে বলেন, কোনওরকম গুন্ডামি তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। ঘটনার তদন্ত করে পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তারা।

আরও পড়ুন : কোভিড আবহে একসঙ্গে শপথ 43 মন্ত্রীর, ভার্চুয়াল শপথ অমিত-ব্রাত্য-রথীনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.