ETV Bharat / state

Mukul Roy: পঞ্চায়েতের আগে আবারও সক্রিয় মুকুল, 'পুরনো ভূমিকায়' ফিরলেন নেতা

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলে আবারও সক্রিয় হতে দেখা গেল মুকুল রায়কে (Mukul Roy) ৷ গেরুয়া শিবির (BJP) থেকে ফিরে শাসকদলে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন তিনি ৷ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে (TMC Foundation Day) তাঁর হাত ধরে নির্দল এবং কংগ্রেস কাউন্সিলররা যোগ দিলেন শাসকদলে ৷

ETV Bharat
মুকুল রায়
author img

By

Published : Jan 2, 2023, 10:43 AM IST

Updated : Jan 2, 2023, 11:24 AM IST

মুকুলের দাত ধরে নির্দল এবং কংগ্রেস কাউন্সিলররা যোগ দিলেন তৃণমূলে

কৃষ্ণনগর(নদিয়া), 2 জানুয়ারি: সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) ৷ তার আগে তৃণমূল কংগ্রেসে (TMC) সক্রিয় হতে দেখা গেল মুকুল রায়কে (Mukul Roy) ৷ নতুন বছরের শুরুতেই শাসকদলে নিজের পুরনো ভূমিকায় দেখা গেল এই প্রবীণ নেতাকে ৷ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস (TMC Foundation Day) উপলক্ষ্যে রবিবার রাতে একটি অনুষ্ঠানে মুকুল রায়ের হাত ধরে নদিয়ার কৃষ্ণনগরে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দল এবং কংগ্রেস কাউন্সিলররা যোগ দিলেন শাসকদলে ৷ একসময় তাঁর হাত ধরেই বিভিন্ন দলের নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা বাংলার শাসক দলের অংশ হতেন । দলের প্রতিষ্ঠা দিবসে আবরও সেই ভূমিকায় ফিরলেন তিনি ।

প্রসঙ্গত, মুকুল রায় তৃণমূল কংগ্রেসের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছায়াসঙ্গী । মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর তৃণমূলের সংগঠনের রাশ তাঁর হাতেই ছিল বলে মনে করেন রাজনৈতিক মহল । অনেকেই তাঁকে 'সেকেন্ড ইন কমান্ড' বলেও অভিহিত করতেন। সংগঠনে মমতার পর তিনিই ছিলেন শেষকথা । যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁকে বাদ দিয়ে নেওয়াই হত না । কিন্তু 2017 সালের শেষের দিকে তিনি বিজেপিতে (BJP) যোগ দেন । 2021 সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত তিনি গেরুয়া শিবিরেই ছিলেন । বিজেপির টিকিটে বিধানসভা ভোটেও জিতেছেন । কিন্তু বিধানসভা নির্বাচনের পরই ফিরে আসেন তৃণমূলে । যদিও বিধানসভার অন্দরে এখনও তিনি খাতায় কলমে বিজেপি বিধায়ক । তবে বাইরে তাঁকে সেভাবে সক্রিয় রাজনীতিতে অংশ নিতে দেখা যায়নি ।

উল্লেখ্য, গত পৌর নির্বাচনে টিকিট না পেয়ে কৃষ্ণনগরের বেশ কিছু ওয়ার্ডের তৃণমূল নেতাদের কেউ কেউ কোথাও নির্দল কোথাও বা কংগ্রেসের টিকিটে জয়লাভ করে । তাদের বাদ দিয়েই তৃণমূল এককভাবে সংখ্যাগরিষ্ঠও হয় । তবু পৌরসভার পরিচালনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা গিয়েছিল । একাধিকবার সেগুলি সংবাদ শিরোনামেও উঠে এসেছিল । সেদিক থেকে এই নেতাদের তৃণমূলে ফিরে আসা নানা দিক থেকেই তাৎপর্যপূর্ণ ।

এদিন কংগ্রেস থেকে দু'জন এবং নির্দল তিনজন কাউন্সিলর মুকুল রায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে যোগদান করেন তৃণমূলে। এর মধ্যে প্রয়াত তৃণমূল নেতা গৌরীশংকর দত্তের পুত্র অয়ন রয়েছেন । বেশ কিছুদিন ধরেই কৃষ্ণনগর রাজনৈতিক মহলে জল্পনা চলছিল ৷ সেই জল্পনাকে ভেঙ্গে কৃষ্ণনগর পৌরসভার নির্দল এবং বিরোধী কাউন্সিলররা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিন শাসকদলে যোগ দিলেন ৷ পৌরসভার পোস্ট অফিস মোড়ে কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিধায়ক মুকুল রায় এবং দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে যোগ দেন তাঁরা ৷ এরপর বাড়তি উচ্ছ্বাস উন্মাদনা লক্ষ্য করা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে । তবে এই যোগদানের ফলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা । 25 সদস্য বিশিষ্ট কৃষ্ণনগর পৌরসভা বর্তমানে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা দাঁড়াল 21-এ ।

আরও পড়ুন: কালীঘাটে মমতা-মুকুল বৈঠক, চেনা ছন্দে ফিরছেন তৃণমূলের ক্রাইসিস ম্যানেজার ?

রাজনৈতিক মহলের মতে, এ বছর পঞ্চায়েত নির্বাচন । তার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির । অপেক্ষাকৃতভাবে যে সমস্ত সংগঠন একটু হলেও নড়বড়ে সেখানে বাড়তি নজর দিয়েছে তৃণমূল। সূত্রের খবর, এই তালিকায় নদিয়ার কয়েকটি জায়গার নাম রয়েছে । গত লোকসভা নির্বাচন থেকেই এই জেলায় শাসকের ভোটব্যাংকে বড়সড় থাবা বসাতে শুরু করেছে গেরুয়া শিবির । কৃষ্ণনগর লোকসভা তৃণমূলের দখলে থাকলেও রানাঘাট জিতেছিল বিজেপি । তাছাড়া জেলার বেশ কয়েকটি বিধানসভা আসনেও জয় পায় বিজেপি । বিশেষ করে মতুয়া ভোটব্যাংকের একটা বড় অংশ এখনও বিজেপির দিকেই রয়েছে বলে মনে করে রাজনৈতিক মহল । পঞ্চায়েত নির্বাচনে তা আবার প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে ।এর আগে 8 নভেম্বর নদিয়ার কৃষ্ণনগরে তিনদিনের সফরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় । দলের নেতাদের সঙ্গে সার্কিট হাউজে বৈঠক করেন তৃণমূল নেত্রী । সেই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে নদিয়ায় মমতা-মুকুল বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে

মুকুলের দাত ধরে নির্দল এবং কংগ্রেস কাউন্সিলররা যোগ দিলেন তৃণমূলে

কৃষ্ণনগর(নদিয়া), 2 জানুয়ারি: সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) ৷ তার আগে তৃণমূল কংগ্রেসে (TMC) সক্রিয় হতে দেখা গেল মুকুল রায়কে (Mukul Roy) ৷ নতুন বছরের শুরুতেই শাসকদলে নিজের পুরনো ভূমিকায় দেখা গেল এই প্রবীণ নেতাকে ৷ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস (TMC Foundation Day) উপলক্ষ্যে রবিবার রাতে একটি অনুষ্ঠানে মুকুল রায়ের হাত ধরে নদিয়ার কৃষ্ণনগরে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দল এবং কংগ্রেস কাউন্সিলররা যোগ দিলেন শাসকদলে ৷ একসময় তাঁর হাত ধরেই বিভিন্ন দলের নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা বাংলার শাসক দলের অংশ হতেন । দলের প্রতিষ্ঠা দিবসে আবরও সেই ভূমিকায় ফিরলেন তিনি ।

প্রসঙ্গত, মুকুল রায় তৃণমূল কংগ্রেসের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছায়াসঙ্গী । মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর তৃণমূলের সংগঠনের রাশ তাঁর হাতেই ছিল বলে মনে করেন রাজনৈতিক মহল । অনেকেই তাঁকে 'সেকেন্ড ইন কমান্ড' বলেও অভিহিত করতেন। সংগঠনে মমতার পর তিনিই ছিলেন শেষকথা । যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁকে বাদ দিয়ে নেওয়াই হত না । কিন্তু 2017 সালের শেষের দিকে তিনি বিজেপিতে (BJP) যোগ দেন । 2021 সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত তিনি গেরুয়া শিবিরেই ছিলেন । বিজেপির টিকিটে বিধানসভা ভোটেও জিতেছেন । কিন্তু বিধানসভা নির্বাচনের পরই ফিরে আসেন তৃণমূলে । যদিও বিধানসভার অন্দরে এখনও তিনি খাতায় কলমে বিজেপি বিধায়ক । তবে বাইরে তাঁকে সেভাবে সক্রিয় রাজনীতিতে অংশ নিতে দেখা যায়নি ।

উল্লেখ্য, গত পৌর নির্বাচনে টিকিট না পেয়ে কৃষ্ণনগরের বেশ কিছু ওয়ার্ডের তৃণমূল নেতাদের কেউ কেউ কোথাও নির্দল কোথাও বা কংগ্রেসের টিকিটে জয়লাভ করে । তাদের বাদ দিয়েই তৃণমূল এককভাবে সংখ্যাগরিষ্ঠও হয় । তবু পৌরসভার পরিচালনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা গিয়েছিল । একাধিকবার সেগুলি সংবাদ শিরোনামেও উঠে এসেছিল । সেদিক থেকে এই নেতাদের তৃণমূলে ফিরে আসা নানা দিক থেকেই তাৎপর্যপূর্ণ ।

এদিন কংগ্রেস থেকে দু'জন এবং নির্দল তিনজন কাউন্সিলর মুকুল রায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে যোগদান করেন তৃণমূলে। এর মধ্যে প্রয়াত তৃণমূল নেতা গৌরীশংকর দত্তের পুত্র অয়ন রয়েছেন । বেশ কিছুদিন ধরেই কৃষ্ণনগর রাজনৈতিক মহলে জল্পনা চলছিল ৷ সেই জল্পনাকে ভেঙ্গে কৃষ্ণনগর পৌরসভার নির্দল এবং বিরোধী কাউন্সিলররা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিন শাসকদলে যোগ দিলেন ৷ পৌরসভার পোস্ট অফিস মোড়ে কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিধায়ক মুকুল রায় এবং দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে যোগ দেন তাঁরা ৷ এরপর বাড়তি উচ্ছ্বাস উন্মাদনা লক্ষ্য করা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে । তবে এই যোগদানের ফলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা । 25 সদস্য বিশিষ্ট কৃষ্ণনগর পৌরসভা বর্তমানে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা দাঁড়াল 21-এ ।

আরও পড়ুন: কালীঘাটে মমতা-মুকুল বৈঠক, চেনা ছন্দে ফিরছেন তৃণমূলের ক্রাইসিস ম্যানেজার ?

রাজনৈতিক মহলের মতে, এ বছর পঞ্চায়েত নির্বাচন । তার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির । অপেক্ষাকৃতভাবে যে সমস্ত সংগঠন একটু হলেও নড়বড়ে সেখানে বাড়তি নজর দিয়েছে তৃণমূল। সূত্রের খবর, এই তালিকায় নদিয়ার কয়েকটি জায়গার নাম রয়েছে । গত লোকসভা নির্বাচন থেকেই এই জেলায় শাসকের ভোটব্যাংকে বড়সড় থাবা বসাতে শুরু করেছে গেরুয়া শিবির । কৃষ্ণনগর লোকসভা তৃণমূলের দখলে থাকলেও রানাঘাট জিতেছিল বিজেপি । তাছাড়া জেলার বেশ কয়েকটি বিধানসভা আসনেও জয় পায় বিজেপি । বিশেষ করে মতুয়া ভোটব্যাংকের একটা বড় অংশ এখনও বিজেপির দিকেই রয়েছে বলে মনে করে রাজনৈতিক মহল । পঞ্চায়েত নির্বাচনে তা আবার প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে ।এর আগে 8 নভেম্বর নদিয়ার কৃষ্ণনগরে তিনদিনের সফরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় । দলের নেতাদের সঙ্গে সার্কিট হাউজে বৈঠক করেন তৃণমূল নেত্রী । সেই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে নদিয়ায় মমতা-মুকুল বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে

Last Updated : Jan 2, 2023, 11:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.