ETV Bharat / state

নবদ্বীপে খোদ বিধায়কের বস্ত্রদানের অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি শিকেয় - নবদ্বীপে খোদ বিধায়কের বস্ত্রদানের অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি শিকেয়

700 জনেরও বেশি বৃদ্ধ-বৃদ্ধাদের বস্ত্রদান এবং মিষ্টি মুখের আয়োজন করা হয় মঙ্গলবার । সেই অনুষ্ঠানেই মানা হল না স্বাস্থ্যবিধি ।

Hygiene rules not maintain at clothing donation ceremony
Hygiene rules not maintain at clothing donation ceremony
author img

By

Published : Oct 27, 2020, 5:42 PM IST

নবদ্বীপ, 27 অক্টোবর : বিধায়কের বস্ত্র ও মিষ্টি দানের অনুষ্ঠানে বৃদ্ধ-বৃদ্ধাদের উপচে পড়া ভিড় । মানা হল না শারীরিক দূরত্ব । প্রশ্ন করলে, স্বাস্থ্যবিধি নয় ঈশ্বরের উপর ভরসার কথা শোনালেন বিধায়ক । স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন । এই ঘটনা ঘটল নদিয়ার নবদ্বীপ বিধানসভা এলাকায় ।

বিধায়কের বস্ত্রদানের অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি শিকেয় ৷

নদিয়ার নবদ্বীপ বিধানসভার বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা প্রতিবছর নবদ্বীপের ভজন আশ্রমে বৃদ্ধ-বৃদ্ধাদের মিষ্টিমুখ করান ৷ এইসঙ্গে বস্ত্র বিতরণ করেন । কিছু টাকাও সাহায্যও করেন । এবছরও তার ব্যাতিক্রম হয়নি । 700 জনেরও বেশি বৃদ্ধ-বৃদ্ধাদের বস্ত্রদান এবং মিষ্টি মুখের আয়োজন করা হয় মঙ্গলবার । সেই অনুষ্ঠানেই মানা হল না স্বাস্থ্যবিধি । রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে হল দান ধ্যানের অনুষ্ঠান ৷ বৃদ্ধ-বৃদ্ধাদের অনেকের মুখেই মাস্ক ছিল না । দানের লাইনে ছিল না ন্যূনতম সামাজিক দূরত্ব ৷ রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় লাইনে ৷ উল্লেখ্য, কোভিড পরিস্থিতিতে বয়স্কদের নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ও চিকিৎসকরা ৷ এদিনের নিয়মহীন ভিড়ে ছিলেন সেই বৃদ্ধ-বৃদ্ধারাই ৷ প্রশ্ন উঠছে, রাজ্যের একজন বিধায়ক ও প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীন বেনিয়ম হল ?

এই বিষয়ে নবদ্বীপ বিধানসভার বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহাকে প্রশ্ন করা হলে তিনি ঈশ্বরের উপর ভরসা রাখার কথা শোনান ৷ বলেন, "ঈশ্বরের উপরে আমাদের ভরসা আছে । তিনি সকলের মঙ্গল করবেন । ভিড় হয়েছে ৷ আসলে রোদে দাঁড়াতে আসুবিধা হচ্ছিল তাই একটু অসুবিধা হয়ে গিয়েছে ৷"

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ ব্লকের BDO বরুনাশীষ সরকারও । একই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা চেষ্টা করেছিলাম যাতে সামাজিক দূরত্ব মেনে চলা যায় । কিন্তু উপচে পড়া ভিড় হয়, সামলানো যায়নি । চেষ্টা করেছি, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় ৷

নবদ্বীপ, 27 অক্টোবর : বিধায়কের বস্ত্র ও মিষ্টি দানের অনুষ্ঠানে বৃদ্ধ-বৃদ্ধাদের উপচে পড়া ভিড় । মানা হল না শারীরিক দূরত্ব । প্রশ্ন করলে, স্বাস্থ্যবিধি নয় ঈশ্বরের উপর ভরসার কথা শোনালেন বিধায়ক । স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন । এই ঘটনা ঘটল নদিয়ার নবদ্বীপ বিধানসভা এলাকায় ।

বিধায়কের বস্ত্রদানের অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি শিকেয় ৷

নদিয়ার নবদ্বীপ বিধানসভার বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা প্রতিবছর নবদ্বীপের ভজন আশ্রমে বৃদ্ধ-বৃদ্ধাদের মিষ্টিমুখ করান ৷ এইসঙ্গে বস্ত্র বিতরণ করেন । কিছু টাকাও সাহায্যও করেন । এবছরও তার ব্যাতিক্রম হয়নি । 700 জনেরও বেশি বৃদ্ধ-বৃদ্ধাদের বস্ত্রদান এবং মিষ্টি মুখের আয়োজন করা হয় মঙ্গলবার । সেই অনুষ্ঠানেই মানা হল না স্বাস্থ্যবিধি । রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে হল দান ধ্যানের অনুষ্ঠান ৷ বৃদ্ধ-বৃদ্ধাদের অনেকের মুখেই মাস্ক ছিল না । দানের লাইনে ছিল না ন্যূনতম সামাজিক দূরত্ব ৷ রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় লাইনে ৷ উল্লেখ্য, কোভিড পরিস্থিতিতে বয়স্কদের নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ও চিকিৎসকরা ৷ এদিনের নিয়মহীন ভিড়ে ছিলেন সেই বৃদ্ধ-বৃদ্ধারাই ৷ প্রশ্ন উঠছে, রাজ্যের একজন বিধায়ক ও প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীন বেনিয়ম হল ?

এই বিষয়ে নবদ্বীপ বিধানসভার বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহাকে প্রশ্ন করা হলে তিনি ঈশ্বরের উপর ভরসা রাখার কথা শোনান ৷ বলেন, "ঈশ্বরের উপরে আমাদের ভরসা আছে । তিনি সকলের মঙ্গল করবেন । ভিড় হয়েছে ৷ আসলে রোদে দাঁড়াতে আসুবিধা হচ্ছিল তাই একটু অসুবিধা হয়ে গিয়েছে ৷"

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ ব্লকের BDO বরুনাশীষ সরকারও । একই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা চেষ্টা করেছিলাম যাতে সামাজিক দূরত্ব মেনে চলা যায় । কিন্তু উপচে পড়া ভিড় হয়, সামলানো যায়নি । চেষ্টা করেছি, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.