হরিণঘাটা, 27 অগাস্ট : ডেঙ্গির প্রকোপে আতঙ্কিত নদিয়ার হরিণঘাটা ব্লক । এখনও পর্যন্ত এলাকায় ডেঙ্গিতে এক শিশুসহ 2 জনের মৃত্যুর খবর মিলেছে । ডেঙ্গিতে আক্রান্ত ওই এলাকার শতাধিক বাসিন্দা ।
নদিয়ার হরিণঘাটা ব্লকের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনের মধ্যে শতাধিক মানুষ জ্বরে আক্রান্ত হয়েছেন । হরিণঘাটা হাসপাতাল, কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের ৷ এর মধ্যে দু'দিনে দু'জনের মৃত্যু হয়েছে ৷
মৃত দু'জনের মধ্যে একজনের কলকাতার বেসরকারি হাসপাতালে ও আরেকজনের কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে । মৃতদের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে স্পষ্ট ভাবেই লেখা হয়েছে ডেঙ্গি শক সিনড্রোম ৷ এরপরই এলাকায় ডেঙ্গির আতঙ্ক গ্রাস করেছে ৷
প্রশাসন সূত্রে খবর, হরিণঘাটা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ডেঙ্গির প্রকোপ বেশি ৷ ব্লকের বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ সবচেয়ে বেশি আক্রান্ত ফতেপুর গ্রাম পঞ্চায়েতের বৈকারা গ্রাম ৷
প্রশাসনের পক্ষ থেকে হরিণঘাটা ব্লক জুড়ে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে । শিবিরে জ্বরে আক্রান্তদের রক্ত সংগ্রহ করা হচ্ছে । ব্লকের বিভিন্ন এলাকায় ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডার, মশা মারার জন্য এলাকায় ধোঁয়া দেওয়া হচ্ছে । সাধারণ মানুষ যাতে আতঙ্কিত হয়ে না পড়েন, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে ৷ স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন ৷