ETV Bharat / state

ডেঙ্গি আতঙ্কে কাঁপছে হরিণঘাটা ব্লক - Dengue

প্রশাসন সূত্রে খবর, হরিণঘাটা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ডেঙ্গির প্রকোপ বেশি ৷ ব্লকের বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ সবচেয়ে বেশি আক্রান্ত ফতেপুর গ্রাম পঞ্চায়েতের বৈকারা গ্রাম ৷

হরিণঘাটা
author img

By

Published : Aug 27, 2019, 2:15 AM IST

Updated : Aug 27, 2019, 4:56 AM IST

হরিণঘাটা, 27 অগাস্ট : ডেঙ্গির প্রকোপে আতঙ্কিত নদিয়ার হরিণঘাটা ব্লক । এখনও পর্যন্ত এলাকায় ডেঙ্গিতে এক শিশুসহ 2 জনের মৃত্যুর খবর মিলেছে । ডেঙ্গিতে আক্রান্ত ওই এলাকার শতাধিক বাসিন্দা ।

নদিয়ার হরিণঘাটা ব্লকের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনের মধ্যে শতাধিক মানুষ জ্বরে আক্রান্ত হয়েছেন । হরিণঘাটা হাসপাতাল, কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের ৷ এর মধ্যে দু'দিনে দু'জনের মৃত্যু হয়েছে ৷

মৃত দু'জনের মধ্যে একজনের কলকাতার বেসরকারি হাসপাতালে ও আরেকজনের কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে । মৃতদের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে স্পষ্ট ভাবেই লেখা হয়েছে ডেঙ্গি শক সিনড্রোম ৷ এরপরই এলাকায় ডেঙ্গির আতঙ্ক গ্রাস করেছে ৷

প্রশাসন সূত্রে খবর, হরিণঘাটা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ডেঙ্গির প্রকোপ বেশি ৷ ব্লকের বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ সবচেয়ে বেশি আক্রান্ত ফতেপুর গ্রাম পঞ্চায়েতের বৈকারা গ্রাম ৷

প্রশাসনের পক্ষ থেকে হরিণঘাটা ব্লক জুড়ে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে । শিবিরে জ্বরে আক্রান্তদের রক্ত সংগ্রহ করা হচ্ছে । ব্লকের বিভিন্ন এলাকায় ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডার, মশা মারার জন্য এলাকায় ধোঁয়া দেওয়া হচ্ছে । সাধারণ মানুষ যাতে আতঙ্কিত হয়ে না পড়েন, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে ৷ স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন ৷

হরিণঘাটা, 27 অগাস্ট : ডেঙ্গির প্রকোপে আতঙ্কিত নদিয়ার হরিণঘাটা ব্লক । এখনও পর্যন্ত এলাকায় ডেঙ্গিতে এক শিশুসহ 2 জনের মৃত্যুর খবর মিলেছে । ডেঙ্গিতে আক্রান্ত ওই এলাকার শতাধিক বাসিন্দা ।

নদিয়ার হরিণঘাটা ব্লকের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনের মধ্যে শতাধিক মানুষ জ্বরে আক্রান্ত হয়েছেন । হরিণঘাটা হাসপাতাল, কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের ৷ এর মধ্যে দু'দিনে দু'জনের মৃত্যু হয়েছে ৷

মৃত দু'জনের মধ্যে একজনের কলকাতার বেসরকারি হাসপাতালে ও আরেকজনের কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে । মৃতদের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে স্পষ্ট ভাবেই লেখা হয়েছে ডেঙ্গি শক সিনড্রোম ৷ এরপরই এলাকায় ডেঙ্গির আতঙ্ক গ্রাস করেছে ৷

প্রশাসন সূত্রে খবর, হরিণঘাটা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ডেঙ্গির প্রকোপ বেশি ৷ ব্লকের বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ সবচেয়ে বেশি আক্রান্ত ফতেপুর গ্রাম পঞ্চায়েতের বৈকারা গ্রাম ৷

প্রশাসনের পক্ষ থেকে হরিণঘাটা ব্লক জুড়ে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে । শিবিরে জ্বরে আক্রান্তদের রক্ত সংগ্রহ করা হচ্ছে । ব্লকের বিভিন্ন এলাকায় ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডার, মশা মারার জন্য এলাকায় ধোঁয়া দেওয়া হচ্ছে । সাধারণ মানুষ যাতে আতঙ্কিত হয়ে না পড়েন, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে ৷ স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন ৷

Intro:এবার ডেঙ্গু জ্বরের প্রকোপ নদিয়ার হরিণঘাটা ব্লকে।এখনো পর্যন্ত ডেঙ্গুতেই এক শিশু সহ 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এখনো পর্যন্ত জ্বরে ওই এলাকায় আক্রান্তের সংখ্যা শতাধিক।
সূত্রের খবর,নদিয়ার হরিণঘাটা ব্লকের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন যাবৎ জ্বরের প্রকোপে আক্রান্ত শতাধিক মানুষ।আক্রান্তদের হরিনঘাটা হাসপাতাল,কল্যাণী JNM হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।অভিযোগ,গত 2 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর ঘটনার পর এলাকায় স্বাভাবিক ভাবেই ডেঙ্গুর আতংক থাবা বসিয়েছে।যারা মারা গেছেন তাদের মৃত্যুর শংসাপত্র স্পষ্ট লেখা Dengue Shock Syndrome। মৃতদের মধ্যে একজন কলকাতার বেসরকারি হাসপাতালে ও একজনের কল্যাণী জে এন এম হাসপাতালে মৃত্যু হয়েছে। মৃত দুজনের মধ্যে একজন শিশু। বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বেশি বলে জানায় প্রশাসন। এখনো পর্যন্ত ব্লকের 15 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তের সংখ্যা 100 জনেরও বেশি। সবথেকে বেশি আক্রান্ত সংখ্যা ফতেপুর গ্রাম পঞ্চায়েতের বৈকারা গ্রাম এলাকায়। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে এলাকায়। মেডিকেল ক্যাম্পে চলছে ডেঙ্গি রোধের পরামর্শের পাশাপাশি রক্ত সংগ্রহ। এলাকায় ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডার, মশা মারার জন্য এলাকায় ধোয়া দেয়া হচ্ছে। এলাকাজুড়ে প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে প্রচার। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার পাশাপাশি ডেঙ্গু সচেতনতা প্রচার করছেন।
ব্লগ প্রশাসনের দাবি সমস্ত রকম ব্যবস্থা নেয়া হচ্ছে।Body:HORINGHATA DENGUConclusion:
Last Updated : Aug 27, 2019, 4:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.