ETV Bharat / state

Body recovered : দিনভর নিখোঁজ থাকার পর দোকানের ভিতর মিলল ব্যবসায়ীর ঝুলন্ত দেহ - নদিয়ায় ফার্নিচারের দোকান থেকে উদ্ধার ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ

বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পর দোকান ঘরের ভেতর থেকে উদ্ধার হল ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ (Hanging body recovered from furniture store in Nadia)৷ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে ।

Hanging body rescued from furniture store in Nadia
Body Rescued from Furniture Store
author img

By

Published : May 28, 2022, 2:22 PM IST

নদিয়া, 28 মে : বাড়ি থেকে 11 ঘণ্টা নিখোঁজ হয়ে যাওয়ার পর ফার্নিচারের দোকান ঘরের ভেতর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ (Hanging body recovered from furniture store in Nadia) ৷ ঘটনাটি শান্তিপুর থানার নৃসিংহপুর মাঝের পাড়া এলাকার । মৃত ব্যক্তির নাম অচিন্ত্য বিশ্বাস ৷ বয়স আনুমানিক 37 বছর ৷

জানা গিয়েছে, অচিন্ত্যর একটি ফার্নিচারের দোকান রয়েছে নৃসিংহপুর মাঝের পাড়া এলাকায় । শুক্রবার সকাল এগারোটা নাগাদ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি । পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে ৷ সন্ধ্যা নেমে এলেও ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি । এরপর পরিবারের একজন ফার্নিচারের দোকান ঘরের শাটার ভেঙে দেখেন সিলিং থেকে ঝুলছে তাঁর দেহ (Body recovered from Furniture Store)। এই ঘটনায় হতবাক হয়ে পড়ে পরিবার । পরিবারের তরফে জানা গিয়েছে, বাড়িতে কোনওরকম অশান্তি ছিল না এবং ব্যবসা নিয়েই পড়ে থাকতেন ওই ব্যক্তি । তবে হঠাৎ কী কারণে এইরকম ঘটনা ঘটল তা অস্পষ্ট ।

আরও পড়ুন : Debarshi Maitra : গ্রিল ব্যবসায়ীর ছেলের গুগলে চাকরি, প্রায় দেড় কোটি টাকার প্যাকেজ !

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ ময়নাতদন্তের জন্য দেহটিকে রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ । পাশাপাশি ওই ব্যক্তি কী কারণে আত্মঘাতীর পথ বেছে নিল তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ।

নদিয়া, 28 মে : বাড়ি থেকে 11 ঘণ্টা নিখোঁজ হয়ে যাওয়ার পর ফার্নিচারের দোকান ঘরের ভেতর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ (Hanging body recovered from furniture store in Nadia) ৷ ঘটনাটি শান্তিপুর থানার নৃসিংহপুর মাঝের পাড়া এলাকার । মৃত ব্যক্তির নাম অচিন্ত্য বিশ্বাস ৷ বয়স আনুমানিক 37 বছর ৷

জানা গিয়েছে, অচিন্ত্যর একটি ফার্নিচারের দোকান রয়েছে নৃসিংহপুর মাঝের পাড়া এলাকায় । শুক্রবার সকাল এগারোটা নাগাদ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি । পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে ৷ সন্ধ্যা নেমে এলেও ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি । এরপর পরিবারের একজন ফার্নিচারের দোকান ঘরের শাটার ভেঙে দেখেন সিলিং থেকে ঝুলছে তাঁর দেহ (Body recovered from Furniture Store)। এই ঘটনায় হতবাক হয়ে পড়ে পরিবার । পরিবারের তরফে জানা গিয়েছে, বাড়িতে কোনওরকম অশান্তি ছিল না এবং ব্যবসা নিয়েই পড়ে থাকতেন ওই ব্যক্তি । তবে হঠাৎ কী কারণে এইরকম ঘটনা ঘটল তা অস্পষ্ট ।

আরও পড়ুন : Debarshi Maitra : গ্রিল ব্যবসায়ীর ছেলের গুগলে চাকরি, প্রায় দেড় কোটি টাকার প্যাকেজ !

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ ময়নাতদন্তের জন্য দেহটিকে রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ । পাশাপাশি ওই ব্যক্তি কী কারণে আত্মঘাতীর পথ বেছে নিল তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.