নদিয়া, 28 মে : বাড়ি থেকে 11 ঘণ্টা নিখোঁজ হয়ে যাওয়ার পর ফার্নিচারের দোকান ঘরের ভেতর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ (Hanging body recovered from furniture store in Nadia) ৷ ঘটনাটি শান্তিপুর থানার নৃসিংহপুর মাঝের পাড়া এলাকার । মৃত ব্যক্তির নাম অচিন্ত্য বিশ্বাস ৷ বয়স আনুমানিক 37 বছর ৷
জানা গিয়েছে, অচিন্ত্যর একটি ফার্নিচারের দোকান রয়েছে নৃসিংহপুর মাঝের পাড়া এলাকায় । শুক্রবার সকাল এগারোটা নাগাদ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি । পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে ৷ সন্ধ্যা নেমে এলেও ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি । এরপর পরিবারের একজন ফার্নিচারের দোকান ঘরের শাটার ভেঙে দেখেন সিলিং থেকে ঝুলছে তাঁর দেহ (Body recovered from Furniture Store)। এই ঘটনায় হতবাক হয়ে পড়ে পরিবার । পরিবারের তরফে জানা গিয়েছে, বাড়িতে কোনওরকম অশান্তি ছিল না এবং ব্যবসা নিয়েই পড়ে থাকতেন ওই ব্যক্তি । তবে হঠাৎ কী কারণে এইরকম ঘটনা ঘটল তা অস্পষ্ট ।
আরও পড়ুন : Debarshi Maitra : গ্রিল ব্যবসায়ীর ছেলের গুগলে চাকরি, প্রায় দেড় কোটি টাকার প্যাকেজ !
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ ময়নাতদন্তের জন্য দেহটিকে রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ । পাশাপাশি ওই ব্যক্তি কী কারণে আত্মঘাতীর পথ বেছে নিল তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ।