ETV Bharat / state

Gold biscuits recovered at Nadia: নদিয়ার সীমান্তে উদ্ধার 15টি সোনার বিস্কুট, আটক 1 - নদিয়ার খবর

গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে 15টি সোনার বিস্কুট (Gold biscuits recovered at Nadia) উদ্ধার করল নদিয়ার করিমপুর সীমান্তের জওয়ানরা । আটক করা হয়েছে এক পাচারকারীকে (Gold smuggler arrested)৷

Gold biscuits recovered at Nadia, one arrested
নদিয়ার সীমান্তে উদ্ধার 15 সোনার বিস্কুট, আটক 1
author img

By

Published : Feb 15, 2022, 2:07 PM IST

করিমপুর, 15 ফেব্রুয়ারি: নদিয়ার (Nadia news) করিমপুর সীমান্তে এক সোনা পাচারকারীকে হাতেনাতে ধরে ফেললেন জওয়ানরা (Gold biscuits recovered at Nadia) ৷ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় (Gold smuggler arrested) ৷ ধৃতের কাছ থেকে 15টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে ৷

জানা যায়, দীর্ঘদিন ধরেই করিমপুর সীমান্তের খাঞ্জিপুর সীমা চৌকির সেনা কর্মীদের কাছে খবর ছিল, ওই এলাকায় কোনও এক ব্যক্তি সোনা পাচার করছে । সেই খবর পেয়েই খানপুর 84 ব্যাটালিয়ানের সীমা চৌকির জওয়ানরা করিমপুর থানার বাসস্টপের কাছে অপেক্ষা করছিলেন । এরপরে যখন সেই বাস ওই স্থানে আসে, তখনই বাসটি থামিয়ে জওয়ানরা তল্লাশি শুরু করেন ।

আরও পড়ুন: Inter State bike smuggling Gang: আন্তঃরাজ্য বাইক পাচার চক্রের হদিস, আটক 2 পাচারকারী

একাধিক যাত্রীর তল্লাশি চালানোর পর এক ব্যক্তিকে 15টি সোনার বিস্কুট-সহ আটক করা হয় । জিজ্ঞাসাবাদ করার পর অভিযুক্তকে করিমপুর থানার হাতে তুলে দেওয়া হয় । জানা যায়, ধৃত ব্যক্তির নাম হানিফ মণ্ডল । বাড়ি নদিয়ার মুরুটিয়া থানা এলাকায় । পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরও জানতে পারে যে, মুরুটিয়ার কোনও এক ব্যক্তির কাছ থেকে 15টি সোনার বিস্কুট নিয়ে ধর্মতলায় কোনও এক ব্যক্তির কাছে পাচার করতে যাচ্ছিল সে ।

ধৃত ব্যক্তিকে পুলিশ তেহট্ট মহাকুমা আদালতে তোলে । ওই ব্যক্তিকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেছে । এই পাচারকারীদের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে, তা পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে ।

আরও পড়ুন: Silver Seized in Murshidabad: সাইকেলের টায়ারে রুপো পাচারের চেষ্টা, ধরল বিএসএফ

করিমপুর, 15 ফেব্রুয়ারি: নদিয়ার (Nadia news) করিমপুর সীমান্তে এক সোনা পাচারকারীকে হাতেনাতে ধরে ফেললেন জওয়ানরা (Gold biscuits recovered at Nadia) ৷ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় (Gold smuggler arrested) ৷ ধৃতের কাছ থেকে 15টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে ৷

জানা যায়, দীর্ঘদিন ধরেই করিমপুর সীমান্তের খাঞ্জিপুর সীমা চৌকির সেনা কর্মীদের কাছে খবর ছিল, ওই এলাকায় কোনও এক ব্যক্তি সোনা পাচার করছে । সেই খবর পেয়েই খানপুর 84 ব্যাটালিয়ানের সীমা চৌকির জওয়ানরা করিমপুর থানার বাসস্টপের কাছে অপেক্ষা করছিলেন । এরপরে যখন সেই বাস ওই স্থানে আসে, তখনই বাসটি থামিয়ে জওয়ানরা তল্লাশি শুরু করেন ।

আরও পড়ুন: Inter State bike smuggling Gang: আন্তঃরাজ্য বাইক পাচার চক্রের হদিস, আটক 2 পাচারকারী

একাধিক যাত্রীর তল্লাশি চালানোর পর এক ব্যক্তিকে 15টি সোনার বিস্কুট-সহ আটক করা হয় । জিজ্ঞাসাবাদ করার পর অভিযুক্তকে করিমপুর থানার হাতে তুলে দেওয়া হয় । জানা যায়, ধৃত ব্যক্তির নাম হানিফ মণ্ডল । বাড়ি নদিয়ার মুরুটিয়া থানা এলাকায় । পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরও জানতে পারে যে, মুরুটিয়ার কোনও এক ব্যক্তির কাছ থেকে 15টি সোনার বিস্কুট নিয়ে ধর্মতলায় কোনও এক ব্যক্তির কাছে পাচার করতে যাচ্ছিল সে ।

ধৃত ব্যক্তিকে পুলিশ তেহট্ট মহাকুমা আদালতে তোলে । ওই ব্যক্তিকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেছে । এই পাচারকারীদের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে, তা পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে ।

আরও পড়ুন: Silver Seized in Murshidabad: সাইকেলের টায়ারে রুপো পাচারের চেষ্টা, ধরল বিএসএফ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.