ETV Bharat / state

ধর্ষণ ও দেহ ব্যবসায় নামানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে, পুলিশের দ্বারস্থ যুবতি - police

নদিয়া জেলার নবদ্বীপ থানা এলাকায় যুবতিকে ধর্ষণ ও দেহ ব্যবসায় নামানোর অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে । পুলিশের দ্বারস্থ হয়েছেন যুবতি ।

ধর্ষণ ও দেহ ব্যবসায় নামানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে, পুলিশের দ্বারস্থ যুবতি
author img

By

Published : Jul 1, 2019, 3:25 PM IST

নবদ্বীপ, 1 জুলাই : যুবতিকে ধর্ষণ ও দেহ ব্যবসায় নামানোর অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার নবদ্বীপ থানা এলাকায় । আরও অভিযোগ, গতকাল রাতে স্বামী ওই যুবতি ও তার মেয়েকে বিক্রি করে দেওয়ার হুমকি দেয় । তারপর পুলিশের দ্বারস্থ হয় যুবতি ।

জানা গেছে, সাত বছর আগে বিয়ে হয় ওই যুবতির । বিয়ের পরের বছর কন্যা সন্তানের জন্ম দেয় সে । তারপর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যুবতির উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করে । যুবতি জানায়, তাকে জোর করে দেহ ব্যবসায় নামানো হয় । প্রতিবাদ করলেই বেধড়ক মারা হত । মিলত খুনের হুমকি ।

গতরাতে যুবতি নবদ্বীপ থানায় স্বামী, শাশুড়ি, ননদ এবং কাকা শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে । যদিও এখনও কেউ গ্রেপ্তার হয়নি । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ ।

নবদ্বীপ, 1 জুলাই : যুবতিকে ধর্ষণ ও দেহ ব্যবসায় নামানোর অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার নবদ্বীপ থানা এলাকায় । আরও অভিযোগ, গতকাল রাতে স্বামী ওই যুবতি ও তার মেয়েকে বিক্রি করে দেওয়ার হুমকি দেয় । তারপর পুলিশের দ্বারস্থ হয় যুবতি ।

জানা গেছে, সাত বছর আগে বিয়ে হয় ওই যুবতির । বিয়ের পরের বছর কন্যা সন্তানের জন্ম দেয় সে । তারপর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যুবতির উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করে । যুবতি জানায়, তাকে জোর করে দেহ ব্যবসায় নামানো হয় । প্রতিবাদ করলেই বেধড়ক মারা হত । মিলত খুনের হুমকি ।

গতরাতে যুবতি নবদ্বীপ থানায় স্বামী, শাশুড়ি, ননদ এবং কাকা শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে । যদিও এখনও কেউ গ্রেপ্তার হয়নি । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ ।

Intro:এক গৃহবধূকে জোর করে ধর্ষণ এবং দেহ ব্যবসায় নামানোর অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া নবদ্বীপ থানার তমাল তলা এলাকায়।
সূত্রের খবর, বছর 7 আগে নদিয়ার শান্তিপুর থানার গোয়ালপাড়ার বাসিন্দা যুবতীর সাথে নবদ্বীপ তমাল তলা এলাকার বাসিন্দা উত্তম সরকারের বিবাহ হয়। এক বছর পর তার একটি কন্যা সন্তান হয়। অভিযোগ তারপর থেকেই ওই গৃহবধূর ওপর মানসিক এবং শারীরিক অত্যাচার চালাত স্বামী উত্তম সরকার এবং তার পরিবার। অভিযোগ, তাকে জোর করে দেহ ব্যবসায় নামানো হয়। অচেনা মানুষ জন তার ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে টাকা উপার্জন করতে তার স্বামী। প্রতিবাদ করলেই যুক্ত বেধড়ক মার এবং খুনের হুমকি। অভিযোগ, দিন কয়েক আগে ঘনিষ্ঠ প্রতিবেশী কাকা শশুর আনন্দ ভৌমিক তার ঘরে ঢুকে জোর করে বিবস্ত্র করে তাকে ধর্ষণ করে। এই কথা স্বামীকে জানালে স্বামী উত্তম সরকার মাজার বেল্ট দিয়ে তাকে বেধড়ক মারধর করে এবং গলায় পেচিয়ে খুনের হুমকি দেয়। এর পরেই ওই গৃহবধু এবং তারপর বাড়ির পরিবার নবদ্দীপ থানায় তার স্বামী, শাশুড়ি ননদ এবং ওই কাকা শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। যদিও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।Body:NABDWIP HOUSE WIFEConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.