শান্তিপুর, 25 জুলাই: কিশোরীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য(Girl Died By Suicide) ৷ ঘটনাটি নদিয়ার শান্তিপুর বেলঘড়িয়া দু'নম্বর অঞ্চলের গবার চর তালতলা পাড়া এলাকার । মৃত কিশোরীর নাম সুস্মিতা বিশ্বাস ৷ বয়স 15 বছর ৷
জানা গিয়েছে, মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মৃতদেহটি সোমবার উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় শান্তিপুর থানার পুলিশ ৷
আরও পড়ুন: কানাডায় ভারতীয় যুবতির রহস্যমৃত্যু
কিশোরীর মা জানিয়েছেন, দিন কয়েক আগে ওই কিশোরী মোবাইল ফোন কিনে দেওয়ার দাবি করেছিল ৷ কিন্তু মা ফোন কিনে দিতে পারেনি । এরপরই লুকিয়ে মায়ের ফোন থেকে কারও সঙ্গে কথা বলে ওই কিশোরী । এরইমধ্যে রবিবার রাতে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় কিশোরী। তাই তাঁর অনুমান কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল সুস্মিতা ৷ পরিবারে কারও সঙ্গে সুস্মিতার কোনও সমস্যা ছিল না ৷ কোনও ঝগড়া অশান্তির ঘটনাও ঘটেনি ৷ তাহলে হঠাৎ কেন সে আত্মহত্যার পথ বেছে নিল তা বুঝতে পারছে না পরিবার।