নদিয়া, 8 মে : গ্যাস সিলিন্ডার ফেটে ভস্মীভূত একটি বাড়ি । হতাহতের কোনও খবর নেই । ক্ষয়ক্ষতির পরিমাণ লাখেরও বেশি । গতকাল রাতে নদিয়ার নবদ্বীপ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে ।
নবদ্বীপ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের চৈতন্য কলোনিতে বাড়ি গোপাল রাজবংশীর । গতকাল রাতে হঠাৎই তাঁর বাড়িতে বিকট শব্দে কিছু একটা ফাটে । আওয়াজ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসেন প্রতিবেশীরা । বেরিয়ে আসেন তিনিও । এরপরই দাউ দাউ করে জ্বলে যায় বাড়িটি । কী ফেটে এমন হল বোঝার আগেই পুড়ে যায় সব । আগুন লাগার খবর পেয়ে আসেন স্থানীয় কাউন্সিলরও । তিনি দমকলে খবর দিলে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । ততক্ষণে পুরো বাড়িই আগুনে ভস্মীভূত ।
গোপাল রাজবংশীর দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক । তিনি মনে করছেন, গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি । দমকলেরও প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ।