ETV Bharat / state

মাটি পাচারে আটক চার ট্রাক্টর - মাটি মাফিয়া

একাধিক এলাকা থেকে গতকাল বিকেলে অবৈধভাবে মাটি কাটার খবর আসে । খবর পেয়ে চাপড়া থানার পুলিশ অভিযান চালিয়ে পরপর চারটি বেআইনি মাটি বোঝাই ট্রাক্টরগুলি আটক করে ।

আটক চার ট্রাক্টর
আটক চার ট্রাক্টর
author img

By

Published : Feb 1, 2021, 2:36 PM IST

নদিয়া, 1 ফেব্রুয়ারি : গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ হাতিশালা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে অবৈধভাবে মাটি পাচার করার অভিযোগে চারটি মাটি বোঝাই ট্রাক্টর আটক করল চাপড়া থানার পুলিশ ।

চাপড়া থানার হাতিশালা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে দীর্ঘদিন ধরে, মাটি চুরি করে তেহট্টর থানার বিভিন্ন ইটভাটায় নিয়ে যায় মাটি মাফিয়ারা । শুধু তাই নয়, বেপরোয়াভাবে অতিরিক্ত গতিতে এই 5 থেকে 6 টি ট্র্যাক্টর রাস্তায় চলে । যেকোনও সময়ে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের মনে । বেআইনি ভাবে মাটি কাটার ব্যবসা এই এলাকায় বহুদিনের ঘটনা । স্থানীয়দের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা মূলত প্রশাসনের সঙ্গে গোপন আঁতাত রেখেই এই কাজ করেন থাকেন ।

আরও পড়ুন : কৃষ্ণনগরে যুবককে বোমা মেরে খুনের চেষ্টা

একাধিক এলাকা থেকে গতকাল বিকেলে অবৈধভাবে মাটি কাটার খবর আসে । খবর পেয়ে চাপড়া থানার পুলিশ অভিযান চালিয়ে পরপর চারটি বেআইনি মাটি বোঝাই ট্রাক্টরগুলি আটক করে । এরপর ট্রাক্টরগুলিকে থানায় নিয়ে যাওয়া হয় । কারা এই বিষয়ে জড়িত, সেই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ ।

নদিয়া, 1 ফেব্রুয়ারি : গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ হাতিশালা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে অবৈধভাবে মাটি পাচার করার অভিযোগে চারটি মাটি বোঝাই ট্রাক্টর আটক করল চাপড়া থানার পুলিশ ।

চাপড়া থানার হাতিশালা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে দীর্ঘদিন ধরে, মাটি চুরি করে তেহট্টর থানার বিভিন্ন ইটভাটায় নিয়ে যায় মাটি মাফিয়ারা । শুধু তাই নয়, বেপরোয়াভাবে অতিরিক্ত গতিতে এই 5 থেকে 6 টি ট্র্যাক্টর রাস্তায় চলে । যেকোনও সময়ে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের মনে । বেআইনি ভাবে মাটি কাটার ব্যবসা এই এলাকায় বহুদিনের ঘটনা । স্থানীয়দের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা মূলত প্রশাসনের সঙ্গে গোপন আঁতাত রেখেই এই কাজ করেন থাকেন ।

আরও পড়ুন : কৃষ্ণনগরে যুবককে বোমা মেরে খুনের চেষ্টা

একাধিক এলাকা থেকে গতকাল বিকেলে অবৈধভাবে মাটি কাটার খবর আসে । খবর পেয়ে চাপড়া থানার পুলিশ অভিযান চালিয়ে পরপর চারটি বেআইনি মাটি বোঝাই ট্রাক্টরগুলি আটক করে । এরপর ট্রাক্টরগুলিকে থানায় নিয়ে যাওয়া হয় । কারা এই বিষয়ে জড়িত, সেই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.