কল্যাণী, 12 মে : একদিকে অক্সিজেনের অভাব, অন্যদিকে করোনা আক্রান্তদের জন্য চিকিৎসার বেডের অভাব ৷ এই দুই সমস্যাকে সমাধান করতে জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে 200 শয্যার কোভিড ইউনিট তৈরি হচ্ছে ৷ এছাড়া কল্যাণী মেডিক্যাল কলেজসহ চারটি জায়গায় অক্সিজেনের প্লান্ট তৈরি করা হচ্ছে ।
রোগীর আত্মীয়দের হয়রানি কমাতে এই পদক্ষেপ ৷ হাসপাতাল সূত্র থেকে জানা গেছে মিনিটে 500 লিটার অক্সিজেন তৈরি করতে পারবে এমন ক্ষমতাসম্পন্ন দুটি প্লান্ট বসতে চলেছে এই কল্যাণী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ প্লান্ট তৈরির জন্য 13 ফুট উচ্চতার সঙ্গে কুড়ি ফুট চওড়া এবং 27 ফুট লম্বা একটি ঘর প্রয়োজন যার মধ্যে পর্যাপ্ত আলো আসা যাওয়ার অন্তত আটটি জানালা থাকবে ।
আরও পড়ুন : দ্বীপরাষ্ট্রে কোভিডের বাড়াবাড়ি, কোহলিদের শ্রীলঙ্কা সফরে কালো মেঘ
এছাড়াও জেলায় আরও তিনটি প্লান্ট তৈরি হচ্ছে ৷ একসঙ্গে কৃষ্ণনগরে প্লান্ট থেকে মিনিটে 1000 লিটার অক্সিজেন উৎপাদন সম্ভব হবে এবং তেহট্টো তে 500 লিটার ও কল্যাণীর এনএসএস হাসপাতালেও 500 লিটার অক্সিজেন তৈরি করা যাবে ৷ ফলে সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশাদাবী সবাই ৷