ETV Bharat / state

জেলায় আর প্রাণবায়ুর অভাবে মৃত্যু নয়, 4টি অক্সিজেন প্লান্ট তৈরি হচ্ছে নদিয়ায়

হাসপাতাল সূত্র থেকে জানা গেছে মিনিটে 500 লিটার অক্সিজেন তৈরি করতে পারবে এমন ক্ষমতাসম্পন্ন দুটি প্লান্ট বসতে চলেছে এই কল্যাণী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ প্লান্ট তৈরির জন্য 13 ফুট উচ্চতার সঙ্গে কুড়ি ফুট চওড়া এবং 27 ফুট লম্বা একটি ঘর প্রয়োজন ৷

4টি অক্সিজেন প্লান্ট তৈরি হচ্ছে নদিয়ায়
4টি অক্সিজেন প্লান্ট তৈরি হচ্ছে নদিয়ায়
author img

By

Published : May 12, 2021, 12:18 PM IST

কল্যাণী, 12 মে : একদিকে অক্সিজেনের অভাব, অন্যদিকে করোনা আক্রান্তদের জন্য চিকিৎসার বেডের অভাব ৷ এই দুই সমস্যাকে সমাধান করতে জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে 200 শয্যার কোভিড ইউনিট তৈরি হচ্ছে ৷ এছাড়া কল্যাণী মেডিক্যাল কলেজসহ চারটি জায়গায় অক্সিজেনের প্লান্ট তৈরি করা হচ্ছে ।

রোগীর আত্মীয়দের হয়রানি কমাতে এই পদক্ষেপ ৷ হাসপাতাল সূত্র থেকে জানা গেছে মিনিটে 500 লিটার অক্সিজেন তৈরি করতে পারবে এমন ক্ষমতাসম্পন্ন দুটি প্লান্ট বসতে চলেছে এই কল্যাণী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ প্লান্ট তৈরির জন্য 13 ফুট উচ্চতার সঙ্গে কুড়ি ফুট চওড়া এবং 27 ফুট লম্বা একটি ঘর প্রয়োজন যার মধ্যে পর্যাপ্ত আলো আসা যাওয়ার অন্তত আটটি জানালা থাকবে ।

আরও পড়ুন : দ্বীপরাষ্ট্রে কোভিডের বাড়াবাড়ি, কোহলিদের শ্রীলঙ্কা সফরে কালো মেঘ

এছাড়াও জেলায় আরও তিনটি প্লান্ট তৈরি হচ্ছে ৷ একসঙ্গে কৃষ্ণনগরে প্লান্ট থেকে মিনিটে 1000 লিটার অক্সিজেন উৎপাদন সম্ভব হবে এবং তেহট্টো তে 500 লিটার ও কল্যাণীর এনএসএস হাসপাতালেও 500 লিটার অক্সিজেন তৈরি করা যাবে ৷ ফলে সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশাদাবী সবাই ৷

কল্যাণী, 12 মে : একদিকে অক্সিজেনের অভাব, অন্যদিকে করোনা আক্রান্তদের জন্য চিকিৎসার বেডের অভাব ৷ এই দুই সমস্যাকে সমাধান করতে জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে 200 শয্যার কোভিড ইউনিট তৈরি হচ্ছে ৷ এছাড়া কল্যাণী মেডিক্যাল কলেজসহ চারটি জায়গায় অক্সিজেনের প্লান্ট তৈরি করা হচ্ছে ।

রোগীর আত্মীয়দের হয়রানি কমাতে এই পদক্ষেপ ৷ হাসপাতাল সূত্র থেকে জানা গেছে মিনিটে 500 লিটার অক্সিজেন তৈরি করতে পারবে এমন ক্ষমতাসম্পন্ন দুটি প্লান্ট বসতে চলেছে এই কল্যাণী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ প্লান্ট তৈরির জন্য 13 ফুট উচ্চতার সঙ্গে কুড়ি ফুট চওড়া এবং 27 ফুট লম্বা একটি ঘর প্রয়োজন যার মধ্যে পর্যাপ্ত আলো আসা যাওয়ার অন্তত আটটি জানালা থাকবে ।

আরও পড়ুন : দ্বীপরাষ্ট্রে কোভিডের বাড়াবাড়ি, কোহলিদের শ্রীলঙ্কা সফরে কালো মেঘ

এছাড়াও জেলায় আরও তিনটি প্লান্ট তৈরি হচ্ছে ৷ একসঙ্গে কৃষ্ণনগরে প্লান্ট থেকে মিনিটে 1000 লিটার অক্সিজেন উৎপাদন সম্ভব হবে এবং তেহট্টো তে 500 লিটার ও কল্যাণীর এনএসএস হাসপাতালেও 500 লিটার অক্সিজেন তৈরি করা যাবে ৷ ফলে সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশাদাবী সবাই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.