ETV Bharat / state

নদিয়ায় 4 জন NDRF কর্মী কোরোনা আক্রান্ত - পরিযায়ী শ্রমিক

নদিয়ায় নতুন করে 20 জন কোরোনায় আক্রান্ত । তাদের মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক । সবাইকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ndrf workers in nadia corona infected
NDRF কর্মী কোরোনা আক্রান্ত
author img

By

Published : Jun 11, 2020, 4:19 PM IST

কৃষ্ণনগর, 11 জুন : নদিয়া জেলায় নতুন করে কোরোনা আক্রান্ত 20 । জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 152 । নতুন যারা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে চারজন NDRF কর্মী ।

উল্লেখ্য, রাজ্য়ের আর পাঁচটি জেলার মতো নদিয়াতেও পাল্লা দিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণের হার । জেলা প্রশাসন সূত্রে খবর, পরিযায়ী শ্রমিকরা ভিনরাজ্য থেকে ফিরতে শুরু করার পর থেকে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে । জেলা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, আরও 20 জনের শরীরে কোরোনার সংক্রমণ পাওয়া গেছে । এর আগে নদিয়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 132।

জানা গেছে, যে 20 জনের শরীরে নতুন করে কোরোনার সংক্রমণ পাওয়া গেছে তাদের মধ্যে চারজন NDRF কর্মী । এরা হরিণঘাটা অফিসে কর্মরত । বাকিদের মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক । স্বাস্থ্য বিভাগের তরফে খবর, আক্রান্ত 20 জনকে নদিয়ার কল্যাণী কার্নিভাল কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । এদের সংস্পর্শে যারা এসেছিল তাদের চিহ্নিত করে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে।

কৃষ্ণনগর, 11 জুন : নদিয়া জেলায় নতুন করে কোরোনা আক্রান্ত 20 । জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 152 । নতুন যারা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে চারজন NDRF কর্মী ।

উল্লেখ্য, রাজ্য়ের আর পাঁচটি জেলার মতো নদিয়াতেও পাল্লা দিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণের হার । জেলা প্রশাসন সূত্রে খবর, পরিযায়ী শ্রমিকরা ভিনরাজ্য থেকে ফিরতে শুরু করার পর থেকে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে । জেলা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, আরও 20 জনের শরীরে কোরোনার সংক্রমণ পাওয়া গেছে । এর আগে নদিয়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 132।

জানা গেছে, যে 20 জনের শরীরে নতুন করে কোরোনার সংক্রমণ পাওয়া গেছে তাদের মধ্যে চারজন NDRF কর্মী । এরা হরিণঘাটা অফিসে কর্মরত । বাকিদের মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক । স্বাস্থ্য বিভাগের তরফে খবর, আক্রান্ত 20 জনকে নদিয়ার কল্যাণী কার্নিভাল কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । এদের সংস্পর্শে যারা এসেছিল তাদের চিহ্নিত করে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.