ETV Bharat / state

প্রয়াত শান্তিপুর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান কুমারেশ চক্রবর্তী - former Vice Chairman of Santipur Municipality Kumaresh Chakraborty passed away

প্রয়াত তৃণমূল নেতা কুমারেশ চক্রবর্তী ৷ শান্তিপুর পৌরসভার প্রাক্তন এই ভাইস চেয়ারম্যানের বয়স হয়েছিল 73 বছর ৷ এদিন সকালে তিনি একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷

প্রয়াত তৃণমূল নেতা কুমারেশ চক্রবর্তী
প্রয়াত তৃণমূল নেতা কুমারেশ চক্রবর্তী
author img

By

Published : Jul 28, 2021, 6:47 PM IST

শান্তিপুর, 28 জুলাই : প্রয়াত হলেন শান্তিপুর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান কুমারেশ চক্রবর্তী । মৃত্যুকালে বয়স হয়েছিল 73 বছর । বেশ কয়েক মাস যাবৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এই বর্ষীয়ান নেতা ৷ গত দিন চারেক কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয় ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছিল । বুধবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

বর্ষীয়ান নেতা কুমারেশ চক্রবর্তী শান্তিপুরের রাজনৈতিকমহলে খুবই সুপরিচিত একজন নেতা ছিলেন । শান্তিপুরের সাধারণ মানুষ তাঁকে লড়াকু নেতা বলেই জানতেন ৷ শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক অজয় দে'র ঘনিষ্ঠ কুমারেশ চক্রবর্তী মাস তিনেকের জন্য পৌরসভার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন ৷ রাজনৈতিক জীবনে বিভিন্ন কারণে দলবদল করেন তিনি । শেষে তিনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন ।

এদিন কুমারেশ চক্রবর্তীর মৃত্যুতে গোটা শান্তিপুরে শোকের ছায়া নামে ৷ তবে কোনও রাজনৈতিক দলের নেতারা তাঁর বাড়িতে একবারের জন্যও আসেননি বা পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি বলে দুঃখ প্রকাশ করেন তাঁর স্ত্রী । তাঁর বন্ধুবান্ধবরা জানান, তাঁর পরিবার এখন খুবই অসহায় । কুমারেশ জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন রাজনীতিতে ৷ তারপরও তাঁর মৃত্যুর পর কোনও নেতার দেখা মেলেনি বলেই দুঃখপ্রকাশ করেন তাঁর বন্ধু-বান্ধবরাও ।

আরও পড়ুন : শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি শান্তিপুরের তৃণমূল প্রার্থী

শান্তিপুর, 28 জুলাই : প্রয়াত হলেন শান্তিপুর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান কুমারেশ চক্রবর্তী । মৃত্যুকালে বয়স হয়েছিল 73 বছর । বেশ কয়েক মাস যাবৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এই বর্ষীয়ান নেতা ৷ গত দিন চারেক কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয় ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছিল । বুধবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

বর্ষীয়ান নেতা কুমারেশ চক্রবর্তী শান্তিপুরের রাজনৈতিকমহলে খুবই সুপরিচিত একজন নেতা ছিলেন । শান্তিপুরের সাধারণ মানুষ তাঁকে লড়াকু নেতা বলেই জানতেন ৷ শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক অজয় দে'র ঘনিষ্ঠ কুমারেশ চক্রবর্তী মাস তিনেকের জন্য পৌরসভার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন ৷ রাজনৈতিক জীবনে বিভিন্ন কারণে দলবদল করেন তিনি । শেষে তিনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন ।

এদিন কুমারেশ চক্রবর্তীর মৃত্যুতে গোটা শান্তিপুরে শোকের ছায়া নামে ৷ তবে কোনও রাজনৈতিক দলের নেতারা তাঁর বাড়িতে একবারের জন্যও আসেননি বা পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি বলে দুঃখ প্রকাশ করেন তাঁর স্ত্রী । তাঁর বন্ধুবান্ধবরা জানান, তাঁর পরিবার এখন খুবই অসহায় । কুমারেশ জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন রাজনীতিতে ৷ তারপরও তাঁর মৃত্যুর পর কোনও নেতার দেখা মেলেনি বলেই দুঃখপ্রকাশ করেন তাঁর বন্ধু-বান্ধবরাও ।

আরও পড়ুন : শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি শান্তিপুরের তৃণমূল প্রার্থী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.