ETV Bharat / state

শান্তিপুরে ভাগীরথী নদীতে জেলেদের জালে 20 কেজির ‘মিলিটারি মাছ’

বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো জেলেরা মাছ ধরতে জাল পাতেন নদীতে, জাল টানার সময় লক্ষ্য করেন একটি 10 কেজি ওজনের রুই মাছ জালে বেঁধে রয়েছে । এরপরই জেলেদের নজরে পড়ে জালে আটকে রয়েছে বিশাল আকৃতির একটি মাছ । জাল টেনে নৌকায় তুলতেও হিমশিম খান জেলেরা । নৌকায় তোলার পর দেখা যায় মাছটির গায়ে মিলিটারি পোশাকের ছাপ ।

fishermen catch a twenty kg military fish at shantipur in nadia
শান্তিপুরে ভাগীরথী নদীতে জেলেদের জালে মিলিটারি মাছ
author img

By

Published : Jun 3, 2021, 9:03 PM IST

শান্তিপুর, 3 জুন : ভাগীরথী নদী থেকে জেলেদের জালে ধরা পড়ল প্রায় 20 কেজি ওজনের এক বিরল প্রজাতির মাছ । তবে মাছটির গায়ে ভারতীয় জওয়ানদের পোশাকের ছাপ থাকায় জেলেরা মাছটির নাম দিয়েছেন ‘মিলিটারি মাছ’ । ঘটনাটি ভাগীরথী নদীর শান্তিপুর স্টিমার ঘাটে ।

বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো জেলেরা মাছ ধরতে জাল পাতেন নদীতে, জাল টানার সময় লক্ষ্য করেন একটি 10 কেজি ওজনের রুই মাছ জালে বেঁধে রয়েছে । এরপরই জেলেদের নজরে পড়ে জালে আটকে রয়েছে বিশাল আকৃতির একটি মাছ । জাল টেনে নৌকায় তুলতেও হিমশিম খান জেলেরা । নৌকায় তোলার পর দেখা যায় মাছটির গায়ে মিলিটারি পোশাকের ছাপ ।

শান্তিপুরে ভাগীরথী নদীতে জেলেদের জালে প্রায় 20 কেজির মিলিটারি মাছ

জেলেরা জানান, মাছটির ওজন প্রায় 20 কেজি । স্বভাবতই এই ধরনের মাছ এর আগে কখনও ভাগীরথী নদীতে দেখা যায়নি । তবে অনেকে বলছেন এটি আদতে বাগার মাছ নামে পরিচিত । খবর ছড়াতেই স্টিমার ঘাট এলাকার এক বাসিন্দা মাছটি কিনে নেন কেজি প্রতি 200 টাকা দরে । বিরল প্রজাতির এই মাছটিকে দেখার জন্য ভাগীরথী নদীর ঘাটে ভিড় জমান স্থানীয়রাও ।

আরও পড়ুন : মৎস্যজীবীর জালে 25 কেজির বিরল প্রজাতির মাছ

জেলার মৎস্য অধিকারিক রামপ্রসাদ সর্দার বলেন, ‘‘এই মাছটির বিজ্ঞানসম্মত নাম বাগেরিয়াস বাগেরিয়াস । এটি মূলত বাংলাদেশে বেশি পাওয়া যায় । এই মাছটি মৌসুমী বায়ু ঢোকার আগে বাংলাদেশ থেকে ভারতের নদীতে প্রবেশ করে । সচরাচর না দেখা গেলেও এর আগে বেশ কয়েকবার এই মাছের দেখা মিলেছে ।’’

শান্তিপুর, 3 জুন : ভাগীরথী নদী থেকে জেলেদের জালে ধরা পড়ল প্রায় 20 কেজি ওজনের এক বিরল প্রজাতির মাছ । তবে মাছটির গায়ে ভারতীয় জওয়ানদের পোশাকের ছাপ থাকায় জেলেরা মাছটির নাম দিয়েছেন ‘মিলিটারি মাছ’ । ঘটনাটি ভাগীরথী নদীর শান্তিপুর স্টিমার ঘাটে ।

বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো জেলেরা মাছ ধরতে জাল পাতেন নদীতে, জাল টানার সময় লক্ষ্য করেন একটি 10 কেজি ওজনের রুই মাছ জালে বেঁধে রয়েছে । এরপরই জেলেদের নজরে পড়ে জালে আটকে রয়েছে বিশাল আকৃতির একটি মাছ । জাল টেনে নৌকায় তুলতেও হিমশিম খান জেলেরা । নৌকায় তোলার পর দেখা যায় মাছটির গায়ে মিলিটারি পোশাকের ছাপ ।

শান্তিপুরে ভাগীরথী নদীতে জেলেদের জালে প্রায় 20 কেজির মিলিটারি মাছ

জেলেরা জানান, মাছটির ওজন প্রায় 20 কেজি । স্বভাবতই এই ধরনের মাছ এর আগে কখনও ভাগীরথী নদীতে দেখা যায়নি । তবে অনেকে বলছেন এটি আদতে বাগার মাছ নামে পরিচিত । খবর ছড়াতেই স্টিমার ঘাট এলাকার এক বাসিন্দা মাছটি কিনে নেন কেজি প্রতি 200 টাকা দরে । বিরল প্রজাতির এই মাছটিকে দেখার জন্য ভাগীরথী নদীর ঘাটে ভিড় জমান স্থানীয়রাও ।

আরও পড়ুন : মৎস্যজীবীর জালে 25 কেজির বিরল প্রজাতির মাছ

জেলার মৎস্য অধিকারিক রামপ্রসাদ সর্দার বলেন, ‘‘এই মাছটির বিজ্ঞানসম্মত নাম বাগেরিয়াস বাগেরিয়াস । এটি মূলত বাংলাদেশে বেশি পাওয়া যায় । এই মাছটি মৌসুমী বায়ু ঢোকার আগে বাংলাদেশ থেকে ভারতের নদীতে প্রবেশ করে । সচরাচর না দেখা গেলেও এর আগে বেশ কয়েকবার এই মাছের দেখা মিলেছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.