ETV Bharat / state

কৃষ্ণনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা-ছেলের - কৃষ্ণনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা-ছেলের

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কোতোয়ালিতে মৃ্ত্যু হল বাবা ছেলের ৷ সাঁতরা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ৷

কৃষ্ণনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা-ছেলের
কৃষ্ণনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা-ছেলের
author img

By

Published : Jun 16, 2021, 3:52 PM IST

কৃষ্ণনগর, 16 জুন : বিয়ে হয়েছে মাত্র তিন মাস ৷ প্রথম জামাই ষষ্ঠী, তার আগের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল সদ্য বিবাহিত এক যুবকের নাম সঞ্জিত সাঁতরা(28) ৷ বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় বাবারও ৷ নাম দুর্যোধন সাঁতরা(60) ৷ গতরাতে ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানার বোয়ালিয়া গ্রামে ৷ আজ সকাল থেকেই শোকের ছায়া নেমেছে ওই সাঁতরা পরিবারে ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, জামাই ষষ্ঠীর আনন্দে যাতে খামতি না হয় তার তোড়জোড় চলছিল সারাদিন ধরে ৷ বাড়িতে বোন-ভগ্নিপতি এসেছে, সকালে শ্বশুরবাড়িতে প্রথম জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষার তাড়া রয়েছে ৷ রাতে একটু জিরিয়ে নেওয়া ৷ ঘুম থেকে উঠে টেবিল ফ্যান বন্ধ করতে যায় ৷ সেই সময় লোহার খাটে বিদ্যুৎ সংযোগ হয়ে যায় ৷

আরও পড়ুন : মহানগরে রাতভর বৃষ্টি, রাজ্যে সক্রিয় বর্ষা

খাটে উঠতেই সঞ্জিত ছিটকে পড়ে যায় ৷ তাঁর স্ত্রী চিৎকার করে ওঠায় পাশের ঘর থেকে সঞ্জিতের বাবা ছেলেকে বাঁচাতে আসে ৷ সেই সময় অসাবধানতায় খাট স্পর্শ করায় দুর্যোধনবাবুও ছিটকে পড়েন ৷ সঞ্জিতের স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা আসে ৷

আশঙ্কা জনক অবস্থায় স্থানীয়রা সঞ্জিত ও তাঁর বাবাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানকার চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ আসে ৷ পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালের মর্গে পাঠায় ৷

কৃষ্ণনগর, 16 জুন : বিয়ে হয়েছে মাত্র তিন মাস ৷ প্রথম জামাই ষষ্ঠী, তার আগের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল সদ্য বিবাহিত এক যুবকের নাম সঞ্জিত সাঁতরা(28) ৷ বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় বাবারও ৷ নাম দুর্যোধন সাঁতরা(60) ৷ গতরাতে ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানার বোয়ালিয়া গ্রামে ৷ আজ সকাল থেকেই শোকের ছায়া নেমেছে ওই সাঁতরা পরিবারে ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, জামাই ষষ্ঠীর আনন্দে যাতে খামতি না হয় তার তোড়জোড় চলছিল সারাদিন ধরে ৷ বাড়িতে বোন-ভগ্নিপতি এসেছে, সকালে শ্বশুরবাড়িতে প্রথম জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষার তাড়া রয়েছে ৷ রাতে একটু জিরিয়ে নেওয়া ৷ ঘুম থেকে উঠে টেবিল ফ্যান বন্ধ করতে যায় ৷ সেই সময় লোহার খাটে বিদ্যুৎ সংযোগ হয়ে যায় ৷

আরও পড়ুন : মহানগরে রাতভর বৃষ্টি, রাজ্যে সক্রিয় বর্ষা

খাটে উঠতেই সঞ্জিত ছিটকে পড়ে যায় ৷ তাঁর স্ত্রী চিৎকার করে ওঠায় পাশের ঘর থেকে সঞ্জিতের বাবা ছেলেকে বাঁচাতে আসে ৷ সেই সময় অসাবধানতায় খাট স্পর্শ করায় দুর্যোধনবাবুও ছিটকে পড়েন ৷ সঞ্জিতের স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা আসে ৷

আশঙ্কা জনক অবস্থায় স্থানীয়রা সঞ্জিত ও তাঁর বাবাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানকার চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ আসে ৷ পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালের মর্গে পাঠায় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.