ETV Bharat / state

Nadia Hanskhali Accident : হাঁসখালিতে খেলার মাঠে গাড়ি চাপা পড়ে মৃত্যু মেয়ে-বাবার - গাড়ি চাপা পড়ে মৃত্যু মেয়ে ও বাবার

খেলার মাঠে বসে ফুটবল খেলা দেখছিল বাবা-মেয়ে ৷ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পিষে দেয় (Nadia Hanskhali Accident) ৷

Mob attack the killer car in Hanskhali
হাঁসখালিতে ঘাতক গাড়ি ভাঙচুর করে জনতা
author img

By

Published : Mar 10, 2022, 8:14 AM IST

হাঁসখালি, 10 মার্চ : গাড়িতে চাপা পড়ে মৃত্যু হল বাচ্চা মেয়ের ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁর বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তার বাবাও ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার বেতনা অঞ্চলে (Father and daughter died as car ran over them in Nadia Hanskhali) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় প্রত্যেক দিন বাবা কৃষ্ণ সাহা ও মেয়ে পিউ সাহা (8) বেতনার ফুটবল খেলার মাঠে খেলা দেখতে যেত ৷ বুধবারও তেমনই খেলা দেখতে গিয়েছিল বাবা-মেয়ে ৷ মাঠে বসে খেলা দেখছিল তারা ৷ সেই সময় ওই মাঠে গাড়ি চালানো শিখছিল আরেক ব্যক্তি ৷ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পিউ এবং তার বাবা কৃষ্ণ সাহাকে পিষে দেয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট্ট পিউয়ের ৷ এলাকাবাসী তার বাবা কৃষ্ণ সাহাকে তড়িঘড়ি কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলে পথেই তিনি মারা যান ।

আরও পড়ুন : Hanskhali Road Accident : ফের দুর্ঘটনা হাঁসখালিতে, লরির ধাক্কায় মৃত 1

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষ ঘাতক গাড়িটিকে ভাঙচুর করে ৷ ঘটনাস্থলে এসে পৌঁছায় হাঁসখালি থানার পুলিশ ৷ ঘটনাস্থল থেকে পালিয়ে যান গাড়ির চালক ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় হাঁসখালি বেতনা অঞ্চলে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ ।

হাঁসখালি, 10 মার্চ : গাড়িতে চাপা পড়ে মৃত্যু হল বাচ্চা মেয়ের ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁর বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তার বাবাও ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার বেতনা অঞ্চলে (Father and daughter died as car ran over them in Nadia Hanskhali) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় প্রত্যেক দিন বাবা কৃষ্ণ সাহা ও মেয়ে পিউ সাহা (8) বেতনার ফুটবল খেলার মাঠে খেলা দেখতে যেত ৷ বুধবারও তেমনই খেলা দেখতে গিয়েছিল বাবা-মেয়ে ৷ মাঠে বসে খেলা দেখছিল তারা ৷ সেই সময় ওই মাঠে গাড়ি চালানো শিখছিল আরেক ব্যক্তি ৷ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পিউ এবং তার বাবা কৃষ্ণ সাহাকে পিষে দেয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট্ট পিউয়ের ৷ এলাকাবাসী তার বাবা কৃষ্ণ সাহাকে তড়িঘড়ি কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলে পথেই তিনি মারা যান ।

আরও পড়ুন : Hanskhali Road Accident : ফের দুর্ঘটনা হাঁসখালিতে, লরির ধাক্কায় মৃত 1

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষ ঘাতক গাড়িটিকে ভাঙচুর করে ৷ ঘটনাস্থলে এসে পৌঁছায় হাঁসখালি থানার পুলিশ ৷ ঘটনাস্থল থেকে পালিয়ে যান গাড়ির চালক ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় হাঁসখালি বেতনা অঞ্চলে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.