শান্তিপুর, 12 ফেব্রুয়ারি : বিজেপি করার কারণে অত্যাচারিত গ্রামের দুটি পৃথক পরিবার । অভিযোগের তীর তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার অনুগামী দিকে । নদীয়ার শান্তিপুর ব্লকে বাবলা পঞ্চায়েত এলাকায় পৃথক দু'টি বিজেপি সমর্থিত পরিবারের উপর আক্রমণ হেনেছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য আনন্দ রাজোয়ার ও তার সহযোগী সঞ্জয় রাজোয়ার এবং হাবা রাজোয়ার । এমনই একটি অভিযোগ দায়ের করেছেন ওই এলাকারই এক মহিলা বাসিন্দা ।
অভিযোগ, তাঁকে কিল-চড়-ঘুষি মারার পাশাপাশি বিবস্ত্র করার চেষ্টাও করা হয়েছে । ওই এলাকারই এক বাসিন্দা জানিয়েছেন, তিনদিন ধরে গ্রামে নাম-যজ্ঞ চলছে । এরইমধ্যে একই পাড়ায় বাস করা পঞ্চায়েত সদস্য আনন্দ রাজোয়ারের স্ত্রী তাঁদের বাড়িতে ইটপাটকেল ছোঁড়ে প্রায়ই । তাঁর মাথার একটু সমস্যা থাকায়, কিছু বলা হয় না কোনদিনই । তবে এদিন মাত্রাতিরিক্ত গালিগালাজ করার কারণে, প্রতিবাদ করে বাড়ির মহিলারা । বাড়িতে আমাকে না পেয়ে আমার কাকার ছেলেকে রাস্তায় ধরে মারধর করে সঞ্জয় ও হাবা । ওদের রাগ আমরা বিজেপিকে সমর্থক করি ।
আরও পড়ুন : বিজেপির বুথ সভাপতির স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল কর্মী
অন্যদিকে আনন্দ রাজোয়ার জানান, "ঘটনাটি সম্পূর্ণ ভাবে সাজানো হয়েছে । আমার স্ত্রীর মানসিক সমস্যা আছে । তা জানে সারা পাড়ার লোক । কারও সঙ্গে অশান্তি না হয়ে, ওই পরিবারের সঙ্গেই বা শুধু কেন ? সাধারণ ঘটনায় রাজনৈতিক রং লাগানো হচ্ছে ।"
বিধায়ক অরিন্দম ভট্টাচার্য আজ ওই দুই পরিবারের সঙ্গে দেখা করে, সমস্ত বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেন।