ETV Bharat / state

24 ঘণ্টা পরও হাসপাতালের অ্য়াম্বুল্য়ান্সে করোনা আক্রান্তের দেহ - শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল

করোনা আক্রান্তের দেহ থাকায় অ্য়াম্বুল্যান্স চালাতে নারাজ চালকরা ৷ আর সেই কারণেই 24 ঘণ্টা পরও হাসপাতাল চত্বরেই অ্য়াম্বুল্যান্সের ভিতর পড়ে থাকল দেহ ৷ নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা ৷ আতঙ্কিত রোগীর আত্মীয়রা ৷ চিকিৎসা না করিয়ে রোগীকে নিয়ে হাসপাতাল ছাড়ছেন তাঁরা ৷

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল
author img

By

Published : Apr 19, 2021, 5:55 PM IST

শান্তিপুর, 19 এপ্রিল : 24 ঘণ্টা পেরিয়ে গেলেও করোনা রোগীর মৃতদেহ পড়ে থাকল হাসপাতালেই ৷ আতঙ্কে চিকিৎসা না করিয়েই হাসপাতাল থেকে রোগীদের নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তাঁদের আত্মীয়রা ৷ এদিকে, সবকিছু জানার পরও উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ ৷ জেলা স্বাস্থ্য দফতরের উপর দায় চাপিয়েই হাত ধুয়ে ফেলছে তারা ৷ নদিয়ার শান্তিপুরের ঘটনায় ক্ষুব্ধ রোগী ও তাঁদের আত্মীয়রা ৷

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকেই করোনা আক্রান্ত এক রোগীর মৃতদেহ হাসপাতালে অ্যাম্বুল্যান্সে পড়ে রয়েছে ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ৷ অভিযোগ, করোনা আক্রান্তের মৃতদেহ থাকায় চালকরা কেউই নাকি ওই অ্য়াম্বুল্যান্স চালাতে রাজি হননি ৷ সেই কারণেই মৃতদেহ হাসপাতাল থেকে সরানো যায়নি ৷

আক্রান্ত হওয়ার আশঙ্কায় রোগীদের নিয়ে হাসপাতাল ছাড়ছেন আত্মীয়রা ৷

আরও পড়ুন : করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ রাজ্য, চায়ের আসরে তৃণমূলকে কটাক্ষ দিলীপের

24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও সমস্য়ার সমাধান হয়নি কোনও ৷ এদিকে, যাঁরা চিকিৎসা করাতে আসছেন, তাঁরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ৷ রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের আশঙ্কা, করোনা আক্রান্তের মৃতদেহ থাকায় তাঁরাও সংক্রামিত হয়ে পড়বেন ৷ আর সেই কারণেই চিকিৎসা শিকেয় তুলে রোগীদের নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তাঁদের আত্মীয়রা ৷ গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি প্রশ্নের মুখে স্বাস্থ্য দফতরের ভূমিকাও ৷

শান্তিপুর, 19 এপ্রিল : 24 ঘণ্টা পেরিয়ে গেলেও করোনা রোগীর মৃতদেহ পড়ে থাকল হাসপাতালেই ৷ আতঙ্কে চিকিৎসা না করিয়েই হাসপাতাল থেকে রোগীদের নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তাঁদের আত্মীয়রা ৷ এদিকে, সবকিছু জানার পরও উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ ৷ জেলা স্বাস্থ্য দফতরের উপর দায় চাপিয়েই হাত ধুয়ে ফেলছে তারা ৷ নদিয়ার শান্তিপুরের ঘটনায় ক্ষুব্ধ রোগী ও তাঁদের আত্মীয়রা ৷

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকেই করোনা আক্রান্ত এক রোগীর মৃতদেহ হাসপাতালে অ্যাম্বুল্যান্সে পড়ে রয়েছে ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ৷ অভিযোগ, করোনা আক্রান্তের মৃতদেহ থাকায় চালকরা কেউই নাকি ওই অ্য়াম্বুল্যান্স চালাতে রাজি হননি ৷ সেই কারণেই মৃতদেহ হাসপাতাল থেকে সরানো যায়নি ৷

আক্রান্ত হওয়ার আশঙ্কায় রোগীদের নিয়ে হাসপাতাল ছাড়ছেন আত্মীয়রা ৷

আরও পড়ুন : করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ রাজ্য, চায়ের আসরে তৃণমূলকে কটাক্ষ দিলীপের

24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও সমস্য়ার সমাধান হয়নি কোনও ৷ এদিকে, যাঁরা চিকিৎসা করাতে আসছেন, তাঁরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ৷ রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের আশঙ্কা, করোনা আক্রান্তের মৃতদেহ থাকায় তাঁরাও সংক্রামিত হয়ে পড়বেন ৷ আর সেই কারণেই চিকিৎসা শিকেয় তুলে রোগীদের নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তাঁদের আত্মীয়রা ৷ গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি প্রশ্নের মুখে স্বাস্থ্য দফতরের ভূমিকাও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.