ETV Bharat / state

Durga Puja 2023: দুর্গাপুজোর ব্যস্ততা তুঙ্গে কৃষ্ণনগরের ডাকের সাজের শিল্পীদের - বাঙালির শ্রেষ্ঠ উৎসব

Famous Daker Saj of Krishnanagar: আর একমাসের কিছু বেশি সময় বাকি ৷ তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়বে ৷ তারই প্রস্তুতি চলছে কৃষ্ণনগরের ডাকের সাজের শিল্পীদের ঘরে ৷ জোরকদমে চলছে প্রতিমার সজ্জায় ব্যবহার হওয়া ডাকের সাজের অলংকার তৈরির কাজ ৷

Durga Puja 2023 ETV BHARAT
Durga Puja 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 6:17 PM IST

দুর্গাপুজোর ব্যস্ততা তুঙ্গে কৃষ্ণনগরের ডাকের সাজের শিল্পীদের

কৃষ্ণনগর, 9 সেপ্টেম্বর: আর 42 দিন বাকি পুজোর ৷ রাজ্যের সব কুমারটুলিতে এখন প্রতিমা তৈরির ব্যস্ততা তুঙ্গে ৷ বর্ষাকে সঙ্গে নিয়েই চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ ৷ পিছিয়ে নেই প্রতিমার সাজ-সরঞ্জাম প্রস্তুতকারী শিল্পীরাও ৷ তাঁদেরও ব্যস্ততা তুঙ্গে ৷ তেমনি এক শিল্পী নদিয়ার কৃষ্ণনগরের 7 নম্বর ওয়ার্ডের চকের পাড়ার তন্ময় মোদক ৷ তাঁর কারখানায় মূলত ডাকের অলংকার তৈরি হয় ৷ নানান রংয়ের ডাকের সাজ তৈরি হচ্ছে সেখানে ৷ দিনরাত এক করে কাজ করে চলেছেন তাঁর 6 জন কারিগর ৷ কারণ, পুজোর 42 দিন বাকি থাকলেও তাঁদের হাতে সময়টা আরও কম ৷

দুর্গাপুজোয় প্রতিমার সাজের অন্যতম অংশ হল, দেবীর অলংকার ৷ যেখানে দেবীর মুকুট, গলার হার, বাহুবন্ধ ও আরও নানান জিনিস ৷ আর দুর্গাপ্রতিমার সজ্জায় ডাকের সাজের চাহিদা সবচেয়ে বেশি থাকে ৷ তাই পুজোর আর হাতে গোনা কয়েকদিন আগে তৎপরতা এই ডাকের সাজের অলংকার প্রস্তুতকারী শিল্পীদের ঘরে ৷ প্রতিমার অঙ্গসজ্জার অলংকার তৈরি করতে দিনরাত এক করে কাজ করছেন কৃষ্ণনগরের ডাকের সাজের শিল্পীরা ৷

তেমন এক শিল্পী তন্ময় মোদক জানান, 2020 সালের পর থেকে তাঁদের ব্যবসা খুব একটা লাভের মুখ দেখেনি ৷ কারণ, করোনা অতিমারির দাপট ৷ গতবার পুজোর সময় করোনার দাপট না-থাকলেও, বাজারে তার প্রভাব ছিল ৷ কিন্তু, একবছরে সেই প্রভাব খানিকটা হলেও কমেছে ৷ ফের পুজোর বাজেট বাড়ছে উদ্যোক্তাদের ৷ সেই সঙ্গে দেবীপ্রতিমা এবং তাঁর সাজসজ্জার অলংকারেও বাজেট বেড়েছে কিছুটা ৷ তাই বছরতিনেকের ঘাটতি মিটিয়ে অনেকটাই বাজার ফিরেছে কৃষ্ণনগরের ডাকের সাজের ৷

আরও পড়ুন: দুর্গাপুজোর ঢাকে পড়েছে কাঠি, চরম ব্যস্ততা প্রতিমার অলংকার শিল্পীদের

তন্ময় মোদকের ডাকের সাজ এবার ভিনরাজ্যেও পাড়ি দিচ্ছে ৷ তাই সেই কাজগুলি আগে শেষ করতে হচ্ছে ৷ প্রতিমার সঙ্গে সঙ্গে তাঁর অলংকারও যাবে ৷ ডাকের সূক্ষ্ম কাজ যাতে নষ্ট না-হয়, তা নিশ্চিত করতে নিরাপদে সেই অলংকারগুলিকে প্যাকিং করা হচ্ছে ৷ মূলত, লোহার তারের কাঠামোর উপর নানান জরি, উজ্জ্বল ও রঙিন পাথর এবং থার্মোকল দিয়ে ডাকের সাজ তৈরি করা হয় ৷ তিনি জানান, ‘‘দুর্গোৎসব উপলক্ষে এই বছর আমার কারখানায় তৈরি ডাকের সাজ কলকাতার কুমারটুলি ছাড়াও ত্রিপুরা, অসম ও উত্তরপ্রদেশে পাড়ি দেবে ৷’’

বাইরের রাজ্য থেকে অনেক বেশি বায়না এবার পেয়েছেন তন্ময় মোদক ৷ তাই 6 জন কারিগর দিনরাত পরিশ্রম করছেন ৷ তিনি আশা প্রকাশ করেছেন, 3 বছরের মন্দা কাটিয়ে আবারও তার পুরনো জৌলুস ফিরে পাবে দুর্গাপুজোর বিখ্যাত ডাকের সাজ ৷

দুর্গাপুজোর ব্যস্ততা তুঙ্গে কৃষ্ণনগরের ডাকের সাজের শিল্পীদের

কৃষ্ণনগর, 9 সেপ্টেম্বর: আর 42 দিন বাকি পুজোর ৷ রাজ্যের সব কুমারটুলিতে এখন প্রতিমা তৈরির ব্যস্ততা তুঙ্গে ৷ বর্ষাকে সঙ্গে নিয়েই চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ ৷ পিছিয়ে নেই প্রতিমার সাজ-সরঞ্জাম প্রস্তুতকারী শিল্পীরাও ৷ তাঁদেরও ব্যস্ততা তুঙ্গে ৷ তেমনি এক শিল্পী নদিয়ার কৃষ্ণনগরের 7 নম্বর ওয়ার্ডের চকের পাড়ার তন্ময় মোদক ৷ তাঁর কারখানায় মূলত ডাকের অলংকার তৈরি হয় ৷ নানান রংয়ের ডাকের সাজ তৈরি হচ্ছে সেখানে ৷ দিনরাত এক করে কাজ করে চলেছেন তাঁর 6 জন কারিগর ৷ কারণ, পুজোর 42 দিন বাকি থাকলেও তাঁদের হাতে সময়টা আরও কম ৷

দুর্গাপুজোয় প্রতিমার সাজের অন্যতম অংশ হল, দেবীর অলংকার ৷ যেখানে দেবীর মুকুট, গলার হার, বাহুবন্ধ ও আরও নানান জিনিস ৷ আর দুর্গাপ্রতিমার সজ্জায় ডাকের সাজের চাহিদা সবচেয়ে বেশি থাকে ৷ তাই পুজোর আর হাতে গোনা কয়েকদিন আগে তৎপরতা এই ডাকের সাজের অলংকার প্রস্তুতকারী শিল্পীদের ঘরে ৷ প্রতিমার অঙ্গসজ্জার অলংকার তৈরি করতে দিনরাত এক করে কাজ করছেন কৃষ্ণনগরের ডাকের সাজের শিল্পীরা ৷

তেমন এক শিল্পী তন্ময় মোদক জানান, 2020 সালের পর থেকে তাঁদের ব্যবসা খুব একটা লাভের মুখ দেখেনি ৷ কারণ, করোনা অতিমারির দাপট ৷ গতবার পুজোর সময় করোনার দাপট না-থাকলেও, বাজারে তার প্রভাব ছিল ৷ কিন্তু, একবছরে সেই প্রভাব খানিকটা হলেও কমেছে ৷ ফের পুজোর বাজেট বাড়ছে উদ্যোক্তাদের ৷ সেই সঙ্গে দেবীপ্রতিমা এবং তাঁর সাজসজ্জার অলংকারেও বাজেট বেড়েছে কিছুটা ৷ তাই বছরতিনেকের ঘাটতি মিটিয়ে অনেকটাই বাজার ফিরেছে কৃষ্ণনগরের ডাকের সাজের ৷

আরও পড়ুন: দুর্গাপুজোর ঢাকে পড়েছে কাঠি, চরম ব্যস্ততা প্রতিমার অলংকার শিল্পীদের

তন্ময় মোদকের ডাকের সাজ এবার ভিনরাজ্যেও পাড়ি দিচ্ছে ৷ তাই সেই কাজগুলি আগে শেষ করতে হচ্ছে ৷ প্রতিমার সঙ্গে সঙ্গে তাঁর অলংকারও যাবে ৷ ডাকের সূক্ষ্ম কাজ যাতে নষ্ট না-হয়, তা নিশ্চিত করতে নিরাপদে সেই অলংকারগুলিকে প্যাকিং করা হচ্ছে ৷ মূলত, লোহার তারের কাঠামোর উপর নানান জরি, উজ্জ্বল ও রঙিন পাথর এবং থার্মোকল দিয়ে ডাকের সাজ তৈরি করা হয় ৷ তিনি জানান, ‘‘দুর্গোৎসব উপলক্ষে এই বছর আমার কারখানায় তৈরি ডাকের সাজ কলকাতার কুমারটুলি ছাড়াও ত্রিপুরা, অসম ও উত্তরপ্রদেশে পাড়ি দেবে ৷’’

বাইরের রাজ্য থেকে অনেক বেশি বায়না এবার পেয়েছেন তন্ময় মোদক ৷ তাই 6 জন কারিগর দিনরাত পরিশ্রম করছেন ৷ তিনি আশা প্রকাশ করেছেন, 3 বছরের মন্দা কাটিয়ে আবারও তার পুরনো জৌলুস ফিরে পাবে দুর্গাপুজোর বিখ্যাত ডাকের সাজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.