শান্তিপুর, 22 মে : বাইক দুর্ঘটনায় মৃত্যু চালকের ৷ গুরুতর জখম একই পরিবারের তিন জন । তারা সম্পর্কে ভাই ৷ যাদের মধ্য দু'জন নাবালক ৷ জানা গিয়েছে, রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল তিন ভাই ৷ আচমকা বাইকটি ভারসাম্য হারিয়ে তাদের ধাক্কা মেরে রাস্তায় আছড়ে পড়ে ৷ তাতেই মৃত্যু হয় ওই বাইক চালকের ৷
শান্তিপুরের 16 নম্বর ওয়ার্ডের মালোপাড়া স্ট্রিটে রয়েছে যোগমায়া আশ্রম ৷ বৃহস্পতিবার রাতে সেই আশ্রমের কাছের বেজপাড়া মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে ছিল তিন ভাই । হঠাৎ একটি বেপরোয়া মোটরবাইক এসে সজোরে ধাক্কা মারে তাদের ৷ ভারসাম্য হারায় বাইকটি ৷ ছিটকে পড়ে চালক ৷ ঘটনাস্থলে থাকা একটি ইটে আঘাত পেয়ে মৃত্যু হয় বাইক চালকের । অন্যদিকে বছর ষোলোর রাহুল মাহাতোর মাথায় গুরুতর আঘাত লাগায় সে জ্ঞান হারায়, উনিশ বছরের মোহন বিশ্বাস গলায় এবং পিঠে গুরুতর আঘাত লাগে, আট বছরের চাঁদ বিশ্বাসের মাথায় গুরুতর চোট লাগে ৷ সেও জ্ঞান হারায় ৷ তিনজনকেই প্রথমে শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ পরে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
এখনও পর্যন্ত মৃত বাইক চালকের পরিচয় জানা যায়নি ৷ তবে গাড়ির নম্বর অনুযায়ী গাড়িটি শান্তিপুর গবারচরের সুব্রত সাহার ৷ ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ।