ETV Bharat / state

Nadia Domestic Violence : মেয়ে হওয়ায় শ্বশুরবাড়িতে নির্যাতন, প্রাণভয়ে সন্তানকে নিয়ে ঘর ছাড়লেন মহিলা - Domestic Violence Fearing for life Woman Left Home With Child in Nadia

প্রাণ বাঁচাতে 9 মাসের শিশুকন্যাকে নিয়ে ঘর ছাড়লেন গৃহবধূ (Fearing for life Woman Left Home With Child) ৷ সেই সঙ্গে শ্বশুর, শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে শারীরিক, মানসিক অত্যাচার এবং প্রাণে মারার চেষ্টার অভিযোগ দায়ের করলেন মহিলা ৷ শান্তিপুরের ফুলিয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ (Nadia Domestic violence) ৷

Nadia Crime News
Domestic violence Woman Left House Fearing for life With Child in Nadia
author img

By

Published : Jan 30, 2022, 1:46 PM IST

শান্তিপুর, 30 জানুয়ারি : কন্যাসন্তান হওয়ায় গৃহবধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ শ্বশুর-শাশুড়ি এবং বাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ৷ প্রাণ বাঁচাতে 9 মাসের শিশুকন্যাকে নিয়ে ঘরছাড়লেন ওই নির্যাতিতা (Fearing for life Woman Left Home With Child) ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায় (Nadia Domestic violence) ৷ 9 মাসের সন্তানকে সঙ্গে নিয়ে পুলিশের দ্বারস্থ তিনি ৷

আড়াই বছর আগে ফুলিয়ায় স্থানীয় এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল ওই নির্যাতিতার মহিলার ৷ অভিযোগ বিয়ের পর থেকেই শ্বশুর, শাশুড়ি এবং ননদ তাঁর উপর অত্যাচার করত ৷ তাঁর স্বামী প্রতিবাদ করলে, তাঁকেও মারধর করা হত বলে পুলিশে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা ৷ কিন্তু, 9 মাস আগে তাঁদের এক কন্যা সন্তান জন্ম নেয় ৷ আর তার পর থেকেই অত্যাচারের পরিমাণ বেড়ে যায় ৷ বিশেষ করে শাশুড়ি এবং ননদ তাঁকে বেশ কয়েকবার প্রাণে মারার চেষ্টাও করেছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি ৷

সন্তানকে নিয়ে প্রাণভয়ে বাড়ি ছেড়েছেন নির্যাতিতা

আরও পড়ুন : শ্বাসরোধ করে খুন গৃহবধূ, পলাতক ভাসুর ও তার স্ত্রী

সম্প্রতি মহিলার স্বামী কাজের সূত্রে বাইরে গিয়েছেন ৷ এই পরিস্থিতিতে ওই বাড়িতে মেয়েকে নিয়ে একা থাকা নিরাপদ হবে না ভেবেই বাপের বাড়ি চলে যান নির্যাতিতা মহিলা ৷ অভিযোগ শ্বশুর এবং শাশুড়ি সেখানে গিয়েও হুমকি দিয়ে এসেছেন ৷ যার পরেই পুলিশে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন ওই মহিলা ৷ তিনি শান্তিপুর থানায় শ্বশুর, শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং প্রাণে মারার চেষ্টার অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ৷ যদিও কাউকে এখনও গ্রেফতার করা হয়নি ৷

শান্তিপুর, 30 জানুয়ারি : কন্যাসন্তান হওয়ায় গৃহবধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ শ্বশুর-শাশুড়ি এবং বাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ৷ প্রাণ বাঁচাতে 9 মাসের শিশুকন্যাকে নিয়ে ঘরছাড়লেন ওই নির্যাতিতা (Fearing for life Woman Left Home With Child) ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায় (Nadia Domestic violence) ৷ 9 মাসের সন্তানকে সঙ্গে নিয়ে পুলিশের দ্বারস্থ তিনি ৷

আড়াই বছর আগে ফুলিয়ায় স্থানীয় এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল ওই নির্যাতিতার মহিলার ৷ অভিযোগ বিয়ের পর থেকেই শ্বশুর, শাশুড়ি এবং ননদ তাঁর উপর অত্যাচার করত ৷ তাঁর স্বামী প্রতিবাদ করলে, তাঁকেও মারধর করা হত বলে পুলিশে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা ৷ কিন্তু, 9 মাস আগে তাঁদের এক কন্যা সন্তান জন্ম নেয় ৷ আর তার পর থেকেই অত্যাচারের পরিমাণ বেড়ে যায় ৷ বিশেষ করে শাশুড়ি এবং ননদ তাঁকে বেশ কয়েকবার প্রাণে মারার চেষ্টাও করেছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি ৷

সন্তানকে নিয়ে প্রাণভয়ে বাড়ি ছেড়েছেন নির্যাতিতা

আরও পড়ুন : শ্বাসরোধ করে খুন গৃহবধূ, পলাতক ভাসুর ও তার স্ত্রী

সম্প্রতি মহিলার স্বামী কাজের সূত্রে বাইরে গিয়েছেন ৷ এই পরিস্থিতিতে ওই বাড়িতে মেয়েকে নিয়ে একা থাকা নিরাপদ হবে না ভেবেই বাপের বাড়ি চলে যান নির্যাতিতা মহিলা ৷ অভিযোগ শ্বশুর এবং শাশুড়ি সেখানে গিয়েও হুমকি দিয়ে এসেছেন ৷ যার পরেই পুলিশে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন ওই মহিলা ৷ তিনি শান্তিপুর থানায় শ্বশুর, শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং প্রাণে মারার চেষ্টার অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ৷ যদিও কাউকে এখনও গ্রেফতার করা হয়নি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.