ETV Bharat / state

সেন্ট্রাল ফোর্সকে ভয় করবেন না : অনুব্রত - central force

কেন্দ্রীয় বাহিনীকে ভয় পাবেন না। ওরা ওদের মতো কাজ করবে, আপনারা আপনাদের মতো কাজ করবেন। আজ কর্মীদের একথা বললেন নদিয়া জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডল
author img

By

Published : Mar 19, 2019, 11:35 PM IST

কৃষ্ণগঞ্জ(নদিয়া), ১৯ মার্চ : "সেন্ট্রাল ফোর্সকে ভয় করবেন না। ওদের দেখলে স্যালুট করবেন। তাঁরা তাঁদের মতো কাজ করবেন, আপনারা আপনাদের মতো কাজ করবেন।" কৃষ্ণগঞ্জে নির্বাচনী জনসভায় এসে আজ কর্মীদের একথা বললেন নদিয়া জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল।

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অনুব্রত মণ্ডল বলেন, "সেন্ট্রাল ফোর্স যেন মোদির চামচাগিরি না করে। মোদির দালালি না করে। মানুষের চামচাগিরি করুন, দালালি করুন।"

বিরোধীদের আক্রমণ করে বলেন, "খুন করে বাংলাদেশে পালিয়ে যাবেন না। আমাদের ভয় দেখাবেন না। আমরা মৃত্যুকে ভয় পাই না। প্রত্যেক বুথে নকুলদানা রাখবেন। নকুলদানার ভয়ঙ্কর গুণ।"

কৃষ্ণগঞ্জ(নদিয়া), ১৯ মার্চ : "সেন্ট্রাল ফোর্সকে ভয় করবেন না। ওদের দেখলে স্যালুট করবেন। তাঁরা তাঁদের মতো কাজ করবেন, আপনারা আপনাদের মতো কাজ করবেন।" কৃষ্ণগঞ্জে নির্বাচনী জনসভায় এসে আজ কর্মীদের একথা বললেন নদিয়া জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল।

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অনুব্রত মণ্ডল বলেন, "সেন্ট্রাল ফোর্স যেন মোদির চামচাগিরি না করে। মোদির দালালি না করে। মানুষের চামচাগিরি করুন, দালালি করুন।"

বিরোধীদের আক্রমণ করে বলেন, "খুন করে বাংলাদেশে পালিয়ে যাবেন না। আমাদের ভয় দেখাবেন না। আমরা মৃত্যুকে ভয় পাই না। প্রত্যেক বুথে নকুলদানা রাখবেন। নকুলদানার ভয়ঙ্কর গুণ।"

Moga (Punjab), Mar 19 (ANI): The last rites of Rifleman Karamjit Singh who was killed in Sunderbani sector along the Line of Control (LoC) of Jammu and Kashmir during ceasefire violation on Monday was held today in Punjab's Moga. Singh lost his life in ceasefire violation by Pakistan in Keri Battal area of Sunderbani sector along the LoC in Rajouri. On Monday night, Pakistan fired mortar shells and small arms in Akhnoor and Sunderbani sector drawing a strong retaliation from the Indian Army.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.