নবদ্বীপ, 23 অক্টোবর : নদিয়ার নবদ্বীপ থানা এলাকায় উদ্ধার হল সদ্যোজাতর মৃতদেহ । আজ নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ড এলাকায় একটি ভাগাড়ে ওই সদ্যোজাতর মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা ।
বিষয়টি জানাজানি হতেই সেখানে ভিড় জমান অনেকেই । এরপর নবদ্বীপ থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ।
ওই মৃতদেহটি সেখানে কীভাবে এল, তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ ।