শান্তিপুর, 16 এপ্রিল : রেশন নিয়ে দুর্নীতি এবং কালোবাজারি চলছে । সরকারের ঘোষণা অনুযায়ী সাধারণ মানুষ খাদ্যদ্রব্য পাচ্ছে না ৷ এছাড়া তথ্য গোপন সহ একাধিক অভিযোগ তুলে শান্তিপুর পৌরসভায় ডেপুটেশন দিল CPI(M) শান্তিপুর এরিয়া কমিটি ।
আজ শান্তিপুর পৌরসভায় CPI(M) এরিয়া কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য একগুচ্ছ দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয় ৷ সেখানে বলা হয়, দেশজুড়ে কোরোনার সংক্রমণ রুখতে লকডাউন চলছে ৷ তারই পরিপ্রেক্ষিতে শান্তিপুর পৌরসভা এলাকার অধিকাংশ বাসিন্দা কাজ হারিয়েছেন ৷ কারণ তাঁরা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক । তাদের দাবি, শান্তিপুর পৌরসভার তরফে এলাকার প্রতিটি পরিবারকে বিনামূল্যে 35 কেজি করে চাল, গম ও অন্যান্য খাদ্যসামগ্রী দিতে হবে । তাঁতি, রাজমিস্ত্রি, দিনমজুর সহ অসংগঠিত শ্রমিকদের আর্থিক সহযোগিতা করতে হবে ৷ 5000 টাকা করে দিতে হবে । এছাড়াও রেশন ব্যবস্থার মাধ্যমে প্রত্যেক পরিবারকে মাস্ক, স্যানিটাইজ়ার ও সাবান দিতে হবে ৷ সঙ্গে একাধিক অভিযোগও করা হয় ।
CPI(M) শান্তিপুর এরিয়া কমিটির সম্পাদক তথা কাউন্সিলর সৌমেন মাহাত বলেন, " আজ সারা দেশে যে পরিস্থিতি চলছে তা নিয়ে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি । এই সংক্রমণকে ঠেকাতে সরকার যাতে যথাযথ ব্যবস্থা নেয় তার দাবি জানাচ্ছি । "