কৃষ্ণগঞ্জ (নদিয়া), 29 অক্টোবর: চারিদিকে শিশুকন্যাদের অবহেলা ও নারীদের নির্যাতন রোধ করার বার্তা দিতে অভিনব উদ্যোগ। বাড়ির সাড়ে তিন বছরের মেয়েকে লক্ষ্মীরূপে পুজো করল নদিয়ার পরিবার। ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে কৃষ্ণগঞ্জের নাঘাটা পাড়ার বাসিন্দা অর্জুন বাগচী তাঁর মেয়ে অরিত্রিকা বাগচীকে লক্ষ্মী রূপে পুজো করলেন। দুর্গোৎসবকে কেন্দ্র করে কুমারী পুজোর প্রচলন আছে। কোথাও অষ্টমী আবার কোথাও নবমীতে শিশুকন্যাকে পুজো করা হয়। তবে শিশুকন্যাকে লক্ষ্মীরূপে আরাধনা করার ঘটনা এখনও পর্যন্ত নজিরবিহীন। এবার সেটাই হল নদিয়ায়। এই কর্মকাণ্ডকে স্বচক্ষে দেখতে নাঘাটার বাড়িতে এদিন ভিড় জমান স্থানীয়রা।
শনিবার কোজাগরী পূর্ণিমার পুণ্যতিথিতে সবাই ধন-সম্পদ লাভের আশায় দেবী লক্ষ্মীর আরাধনায় ব্রতী হয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে নিজের মেয়েকে লক্ষ্মীর মতো সাজিয়ে ধর্মীয় রীতি মেনে তাকে পুজো করল পরিবার ৷ পরিবারের ঠাকুরঘরে সিংহাসনে মা লক্ষ্মীর প্রতিকৃতি রয়েছে । তার সামনেই এদিন পুরোহিত ডেকে নিজের মেয়েকে মাতৃরূপে পুজো করলেন অর্জুন-সহ তাঁর পরিবারের সদস্যরা।
অর্জুন জানান, মেয়েরা পরিবারের লক্ষ্মী। এছাড়াও নারী মাতৃশক্তির আধার। সেই কারণেই মা লক্ষ্মীর মৃন্ময়ী মূর্তির বদলে ঘরের মেয়েকেই তাঁরা লক্ষ্মী রূপে আরাধনা করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি নিজের মেয়েকে ভগবান রূপে আরাধনা করার মধ্যে দিয়ে সমাজ থেকে শিশু নির্যাতন ও নারী নির্যাতনের মতো অমানবিক ঘটনা চিরতরের বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, মেয়ের জন্মের পর থেকেই পরিবারের উন্নতি হয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যরা মনে করেন, এখনও পর্যন্ত মেয়েদের সমাজের পিছন সারিতে ফেলে রাখার প্রবণতা আছে। এই অসামাজিক মনোভাবকে মুছে দিতেই নিজের কন্যাসন্তানকে মাতৃরূপে আরাধনা করেছেন তিনি। এর মধ্যে দিয়ে নারীদের প্রতি সামাজিক সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন : এই গ্রামে কোজাগরী পূর্ণিমায় একসঙ্গে পূজিত হন লক্ষ্মী-সরস্বতী