ETV Bharat / state

Mom Sells Baby: টাকার বিনিময়ে একমাসের মেয়েকে বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে - Couple Sells Baby

দরকার ছিল টাকার ৷ তার জন্য নিজের একমাসের মেয়েকে বিক্রিতে অভিযুক্ত খোদ মা ৷ যদিও মেয়েকে বিক্রির অভিযোগ মানতে নারাজ মা ৷ তাঁর দাবি, তিনি স্বেচ্ছায় তাঁর জা কে দিয়ে দিয়েছেন মেয়েকে ৷ তার জন্য কোনও টাকা নেননি ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 10:38 PM IST

শান্তিপুর, 15 সেপ্টেম্বর: টাকার বিনিময়ে একমাসের শিশুকন্যাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে । সূত্র মারফত খবর পেয়ে শুক্রবার সরেজমিনে ঘটনাস্থলে যান পৌরসভার চেয়ারম্যান-সহ পৌর প্রতিনিধিরা । পুলিশ গিয়ে স্বামী ও স্ত্রীকে আটক করে । যদিও শিশু বিক্রি করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন গৃহবধূ ও তাঁর পরিবার ।

নদিয়ার শান্তিপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বেড়পাড়ার ঘটনা । এই ঘটনায় শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের দাবি, হঠাৎই তিনি জানতে পারেন ওই এলাকার গৃহবধূ মনীষা খাতুন তাঁর একমাসের শিশুকন্যাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন । যদিও ওই গৃহবধূর আরও এক বছরের একটি মেয়ে রয়েছে । খবর পেতেই নিজে ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে গিয়ে ঘটনার সত্যতা জানার চেষ্টা করেন । তবে ওই গৃহবধূকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করলে পরবর্তীতে নিজের মুখে স্বীকার করে নেন যে তিনি এই কাজ করার চেষ্টা করেছেন ।

অন্যদিকে, গৃহবধূর পরিবারের দাবি, অর্থের অভাবে কোনওরকমে সংসার চলে ৷ যার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমাঝেই অশান্তি হত । বেশ কয়েকহাজার টাকা দেনা হয়ে যায় দু'জনের ৷ সেই কারণেই বাচ্চাদের মানুষ করতে পারবে না বলে ওই গৃহবধূর তার নিজের জা কে আইনের পথে হেঁটেই শিশুকন্যাকে দিয়ে দেওয়ার চেষ্টা করে । যদিও একইভাবে অস্বীকার করে অভিযুক্ত গৃহবধূ মনীষা খাতুনের দাবি, বাচ্চা বিক্রি করেননি স্বেচ্ছায় তাঁর জায়ের কাছে দিয়ে দিচ্ছিলেন ৷ কারণ দেনার দায়ে কর্মসংস্থানের জন্য অন্যত্র চলে যেতেন তিনি । যদিও এই ঘটনায় এলাকায় রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় ।

এখন শিশুকন্যা-সহ স্বামী-স্ত্রী দুজনেই রয়েছে পুলিশের হেফাজতে । এখন দেখার সত্যিই কি ওই গৃহবধূ নিজে থেকেই তাঁর মেয়েকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ? নাকি ঘটনার পিছনে রয়েছে অন্য কোনও কারণ ? তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ ৷

আরও পড়ুন : নার্সিংহোম থেকে 2 লক্ষ টাকার বিনিময়ে শিশু বিক্রির অভিযোগে ধৃত চার

শান্তিপুর, 15 সেপ্টেম্বর: টাকার বিনিময়ে একমাসের শিশুকন্যাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে । সূত্র মারফত খবর পেয়ে শুক্রবার সরেজমিনে ঘটনাস্থলে যান পৌরসভার চেয়ারম্যান-সহ পৌর প্রতিনিধিরা । পুলিশ গিয়ে স্বামী ও স্ত্রীকে আটক করে । যদিও শিশু বিক্রি করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন গৃহবধূ ও তাঁর পরিবার ।

নদিয়ার শান্তিপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বেড়পাড়ার ঘটনা । এই ঘটনায় শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের দাবি, হঠাৎই তিনি জানতে পারেন ওই এলাকার গৃহবধূ মনীষা খাতুন তাঁর একমাসের শিশুকন্যাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন । যদিও ওই গৃহবধূর আরও এক বছরের একটি মেয়ে রয়েছে । খবর পেতেই নিজে ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে গিয়ে ঘটনার সত্যতা জানার চেষ্টা করেন । তবে ওই গৃহবধূকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করলে পরবর্তীতে নিজের মুখে স্বীকার করে নেন যে তিনি এই কাজ করার চেষ্টা করেছেন ।

অন্যদিকে, গৃহবধূর পরিবারের দাবি, অর্থের অভাবে কোনওরকমে সংসার চলে ৷ যার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমাঝেই অশান্তি হত । বেশ কয়েকহাজার টাকা দেনা হয়ে যায় দু'জনের ৷ সেই কারণেই বাচ্চাদের মানুষ করতে পারবে না বলে ওই গৃহবধূর তার নিজের জা কে আইনের পথে হেঁটেই শিশুকন্যাকে দিয়ে দেওয়ার চেষ্টা করে । যদিও একইভাবে অস্বীকার করে অভিযুক্ত গৃহবধূ মনীষা খাতুনের দাবি, বাচ্চা বিক্রি করেননি স্বেচ্ছায় তাঁর জায়ের কাছে দিয়ে দিচ্ছিলেন ৷ কারণ দেনার দায়ে কর্মসংস্থানের জন্য অন্যত্র চলে যেতেন তিনি । যদিও এই ঘটনায় এলাকায় রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় ।

এখন শিশুকন্যা-সহ স্বামী-স্ত্রী দুজনেই রয়েছে পুলিশের হেফাজতে । এখন দেখার সত্যিই কি ওই গৃহবধূ নিজে থেকেই তাঁর মেয়েকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ? নাকি ঘটনার পিছনে রয়েছে অন্য কোনও কারণ ? তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ ৷

আরও পড়ুন : নার্সিংহোম থেকে 2 লক্ষ টাকার বিনিময়ে শিশু বিক্রির অভিযোগে ধৃত চার

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.