ETV Bharat / state

Couple Bodies Recover : চাকদায় মাঠে উদ্ধার যুগলের দেহ, আত্মহত্যা বলে অনুমান - আত্মহত্যা

মাঠে উদ্ধার যুগলের দেহ ৷ নদিয়ার চাকদার বনমালী পাড়ার ঘটনা ৷ মৃত প্রবীর সমাদ্দার (18) ও রুবি বল্লভ (17) এই এলাকারই বাসিন্দা ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তারা বিষ খেয়ে আত্মহত্যা করেছে ৷

couple bodies recover in Chakdaha
Couple Bodies Recover : চাকদায় মাঠে উদ্ধার যুগলের দেহ, আত্মহত্যা বলে অনুমান
author img

By

Published : Sep 6, 2021, 6:28 PM IST

চাকদা, 6 সেপ্টেম্বর : যুগলের দেহ উদ্ধারে চাঞ্চল্য ৷ পরিবারের সদস্য থেকে পাড়া প্রতিবেশী, ঘটনার আকস্মিকতায় সকলেই শোকস্তব্ধ ! ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা থানা এলাকার বনমালী পাড়ায় ৷ মৃত প্রবীর সমাদ্দার (18) ও রুবি বল্লভ (17) এই এলাকারই বাসিন্দা ৷ সোমবার সকালে বাড়ির কাছেই একটি মাঠ থেকে তাদের দেহ উদ্ধার হয় ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে প্রবীর ও রুবি ৷

আরও পড়ুন : housewife dead : বধূর ঝুলন্ত দেহ উদ্ধার ভরতপুরে, খুনে অভিযুক্ত শ্বশুরবাড়ির সদস্যরা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাশাপাশি দু’টি গ্রামে প্রবীর আর রুবির বাড়ি ৷ ছোটবেলা থেকে একই স্কুলে পড়াশোনা করত তারা ৷ সেই সূত্রেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় ৷ দু’বছর ধরে তারা পরস্পরের সঙ্গে ছিল বলে দাবি যুগলের বন্ধুদের ৷ চলতি বছর উচ্চমাধ্যমিক পাশ করে স্নাতক স্তরের প্রথম বর্ষে ভর্তি হয় প্রবীর সর্দার ৷ অন্যদিকে, এবারই মাধ্যমিকের গণ্ডী টপকে একাদশ শ্রেণিতে ভর্তি হয় রুবি ৷

প্রবীরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় সে ৷ কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি ওই ছাত্র ৷ তাকে খুঁজতে বিভিন্ন জায়গায় তল্লাশিও চালানো হয় ৷ তবে তাতে লাভ হয়নি কোনও ৷ এরপর সোমবার সকালে বাড়ির পাশেই একটি মাঠে একইসঙ্গে উদ্ধার হয় প্রবীর ও রুবির দেহ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকদা থানার পুলিশ ৷ দেহ দু’টি উদ্ধার করে কল্যাণী হাসপাতালে পাঠায় তারা ৷ সেখানে ময়নাতদন্তের পরই যুগলের দেহ তুলে দেওয়া হবে তাদের পরিবারের সদস্যদের হাতে ৷

আরও পড়ুন : Dead Body Recovered : কুলটিতে রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার

গোটা ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা ৷ পুলিশের মতো তাঁদেরও অনুমান, বিষ খেয়ে আত্মহত্যা করেছে প্রবীর ও রুবি ৷ কিন্তু কেন এমন চরম পদক্ষেপ করতে হল তাদের, সেটা কারও কাছেই স্পষ্ট নয় ৷ মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ ৷

চাকদা, 6 সেপ্টেম্বর : যুগলের দেহ উদ্ধারে চাঞ্চল্য ৷ পরিবারের সদস্য থেকে পাড়া প্রতিবেশী, ঘটনার আকস্মিকতায় সকলেই শোকস্তব্ধ ! ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা থানা এলাকার বনমালী পাড়ায় ৷ মৃত প্রবীর সমাদ্দার (18) ও রুবি বল্লভ (17) এই এলাকারই বাসিন্দা ৷ সোমবার সকালে বাড়ির কাছেই একটি মাঠ থেকে তাদের দেহ উদ্ধার হয় ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে প্রবীর ও রুবি ৷

আরও পড়ুন : housewife dead : বধূর ঝুলন্ত দেহ উদ্ধার ভরতপুরে, খুনে অভিযুক্ত শ্বশুরবাড়ির সদস্যরা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাশাপাশি দু’টি গ্রামে প্রবীর আর রুবির বাড়ি ৷ ছোটবেলা থেকে একই স্কুলে পড়াশোনা করত তারা ৷ সেই সূত্রেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় ৷ দু’বছর ধরে তারা পরস্পরের সঙ্গে ছিল বলে দাবি যুগলের বন্ধুদের ৷ চলতি বছর উচ্চমাধ্যমিক পাশ করে স্নাতক স্তরের প্রথম বর্ষে ভর্তি হয় প্রবীর সর্দার ৷ অন্যদিকে, এবারই মাধ্যমিকের গণ্ডী টপকে একাদশ শ্রেণিতে ভর্তি হয় রুবি ৷

প্রবীরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় সে ৷ কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি ওই ছাত্র ৷ তাকে খুঁজতে বিভিন্ন জায়গায় তল্লাশিও চালানো হয় ৷ তবে তাতে লাভ হয়নি কোনও ৷ এরপর সোমবার সকালে বাড়ির পাশেই একটি মাঠে একইসঙ্গে উদ্ধার হয় প্রবীর ও রুবির দেহ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকদা থানার পুলিশ ৷ দেহ দু’টি উদ্ধার করে কল্যাণী হাসপাতালে পাঠায় তারা ৷ সেখানে ময়নাতদন্তের পরই যুগলের দেহ তুলে দেওয়া হবে তাদের পরিবারের সদস্যদের হাতে ৷

আরও পড়ুন : Dead Body Recovered : কুলটিতে রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার

গোটা ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা ৷ পুলিশের মতো তাঁদেরও অনুমান, বিষ খেয়ে আত্মহত্যা করেছে প্রবীর ও রুবি ৷ কিন্তু কেন এমন চরম পদক্ষেপ করতে হল তাদের, সেটা কারও কাছেই স্পষ্ট নয় ৷ মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.