নবদ্বীপ, 8 এপ্রিল : বাড়ির উঠোনে হরিনাম সংকীর্তন । দরজা খুলতেই 'জয় নিতাই গৌর হরি বোল' বলে হাতজোড় করে পরিবারের সকলকে অনুরোধ, সবাই যেন বাড়িতে থাকে । সুস্থ থাকে । কোরোনা নিয়ে মানুষকে সচেতন করতে এবার নতুন উদ্যোগ নিল নবদ্বীপ থানা ।
কোরোনায় কাঁপছে গোটা বিশ্ব । এরাজ্যেও দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । ইতিমধ্যেই কোথাও লোকগান, কোথাও পথ নাটিকার মাধ্যমে মানুষজনকে সচেতন করা হচ্ছে । সচেতনতার এই অভিযানে ইতিমধ্যেই নানা অভিনব উদ্যোগ নিয়েছে পুলিশ । এর আগে কলকাতার পথে নেমে গানের মাধ্যমে মানুষজনকে বার্তা দিয়েছে পুলিশ । এবার গৌরাঙ্গ মহাপ্রভু থেকে শুরু করে রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ, বিবেকানন্দের বেশে নবদ্বীপের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে সচেতনার বার্তা ।
নদিয়ার নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম । বৈষ্ণবদের এই পীঠস্থানে এবার তাই গৌরাঙ্গ বেশে মানুষের আরও কাছে পৌঁছানোর চেষ্টা চালাল নবদ্বীপ থানা। নবদ্বীপ থানার IC পল্লবকুমার ঘোষের নেতৃত্বে সিভিক ভলান্টিয়রদের কেউ রামকৃষ্ণ, কেউ গৌরাঙ্গ, কেউ বা রবীন্দ্রনাথ সেজে আজ নানা এলাকায় ঘুরে, বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে মারণ ভাইরাস নিয়ে বোঝান। সচেতন করেন ।
পুলিশের এই অভিনব উদ্যোগে সাড়াও দিয়েছে নবদ্বীপবাসী । সকলেই মহাপ্রভুকে প্রণাম করে শুনেছেন তাঁদের বার্তা।