ETV Bharat / state

মাস্ক তৈরি করে এলাকার গরিবদের বিলি কল্যাণীর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের - স্যানিটাইজ়ার তৈরি করে এলাকার গরিবদের বিলি কল্যাণীর এক বিশ্ববিদ্যালয়ের

কল্যাণী মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে মাস্ক তৈরি করা শুরু করেছে। প্রতিদিন 400 টি মাস্ক বিলি করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 7, 2020, 4:39 PM IST

কল্যাণী, 7 এপ্রিল : খাবারের পাশাপাশি এই মুহূর্তে মানুষের কাছে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে মাস্ক ও স্যানিটাইজ়ার । কিন্তু এই বিপুল চাহিদার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীদের একাংশ । নানা জায়গায় চলছে কালোবাজারি। দু'গুণ তিনগুণ দামে বিক্রি হচ্ছে মাস্ক । এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ গরিব মানুষজন। খাবার জোটানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে তাঁদের কাছে । মাস্ক-স্যানিটাইজ়ার তো দূর অস্ত । এবার এলাকার গরিব-দুস্থদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল কল্যাণী মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । খাবার বিতরণের পাশাপাশি এলাকার দুস্থ পরিবারগুলির মধ্যে মাস্ক বিলি শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

লকডাউন শুরুর আগে থেকেই হ্যান্ড স্যানিটাইজ়ার তৈরি করে এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছিল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবার মাস্ক তৈরি করে এলাকার গরিবদের মধ্য়ে তা বিলি করা শুরু করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । আজ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার অনুপকুমার মুখোপাধ্যায় জানান, প্রতিদিন 400 টি মাস্ক তৈরি করে তা বিনামূল্যে স্থানীয় আদিবাসী পরিবার, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল এবং ট্রাফিক পুলিশের কাছে বিতরণ করা হবে ।

image
চলছে মাস্ক তৈরির কাজ

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের তরফে হরিণঘাটা এবং আশপাশের এলাকায় রুজি-রোজগারহীন পরিবারগুলিকে কমিউনিটি কিচেন পরিষেবার মাধ্যমে দেওয়া হচ্ছে রান্না করা খাবার ।

কল্যাণী, 7 এপ্রিল : খাবারের পাশাপাশি এই মুহূর্তে মানুষের কাছে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে মাস্ক ও স্যানিটাইজ়ার । কিন্তু এই বিপুল চাহিদার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীদের একাংশ । নানা জায়গায় চলছে কালোবাজারি। দু'গুণ তিনগুণ দামে বিক্রি হচ্ছে মাস্ক । এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ গরিব মানুষজন। খাবার জোটানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে তাঁদের কাছে । মাস্ক-স্যানিটাইজ়ার তো দূর অস্ত । এবার এলাকার গরিব-দুস্থদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল কল্যাণী মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । খাবার বিতরণের পাশাপাশি এলাকার দুস্থ পরিবারগুলির মধ্যে মাস্ক বিলি শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

লকডাউন শুরুর আগে থেকেই হ্যান্ড স্যানিটাইজ়ার তৈরি করে এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছিল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবার মাস্ক তৈরি করে এলাকার গরিবদের মধ্য়ে তা বিলি করা শুরু করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । আজ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার অনুপকুমার মুখোপাধ্যায় জানান, প্রতিদিন 400 টি মাস্ক তৈরি করে তা বিনামূল্যে স্থানীয় আদিবাসী পরিবার, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল এবং ট্রাফিক পুলিশের কাছে বিতরণ করা হবে ।

image
চলছে মাস্ক তৈরির কাজ

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের তরফে হরিণঘাটা এবং আশপাশের এলাকায় রুজি-রোজগারহীন পরিবারগুলিকে কমিউনিটি কিচেন পরিষেবার মাধ্যমে দেওয়া হচ্ছে রান্না করা খাবার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.