নদিয়া, 15 মার্চ : নাকাশিপাড়া থানার প্রত্যন্ত গ্রাম কাঁচকুলি । হয়নি কোনও সচেতনতা শিবির । তাই কোরোনা নিয়ে মানুষকে সচেতন করতে কর্মসূচির আয়োজন করল এলাকারই একটি প্রাথমিক স্কুলের খুদেরা ।
কোরোনা ভাইরাস নিয়ে রাজ্যের তরফে বার বার সতর্ক বার্তা জারি করা হচ্ছে । কোরোনা থেকে বাঁচতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত তা নিয়ে মানুষকে সচেতন করতে একাধিক কর্মসূচি নিয়েছে প্রশাসন । এবার মানুষকে কোরোনা নিয়ে সচেতন করতে রাস্তায় নামল পড়ুয়ারা।
কাঁচকুলি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের খুদেরা আজ কোরোনা নিয়ে সচেতনমূলক কর্মসূচি করেন । কোরোনা থেকে দূরে থাকতে কী কী করা উচিত তা নিজেদের কর্মসূচির মাধ্যমে জানায় তারা । 253 জন পড়ুয়া গোটা গ্রামে এই সচেতনতামূলক মিছিল করে । মিছিলে পড়ুয়ারা মাস্ক পরেই অংশ নেয় । তাদের হাতে হ্যান্ড স্যানিটাইজ়ারের একটি করে বোতলও দেওয়া হয় ।
কাঁচকুলি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হোসেন শেখ জানান, সাধারণ মানুষকে কোরোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সচেতন করাই প্রধান লক্ষ্য ।