ETV Bharat / state

বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ, বিক্ষোভ কৃষ্ণগঞ্জে - বেআইনিভাবে

নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে কৃষ্ণনগর রাজ্য সড়ক সম্প্রসারণের কারণে রাস্তার দুধারে চলছে গাছ কাটা ৷ অভিযোগ, টেন্ডারে উল্লেখ ছিল 634 টি গাছ কাটার কথা । কিন্তু ওই ঠিকাদারি সংস্থা নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তার দুই পাশে থাকা প্রায় সব গাছ কেটে নিচ্ছে ।

nadia
বেআইনিভাবে গাছ কাটার বিরুদ্ধে বিক্ষোভ নদিয়ার কৃষ্ণগঞ্জে
author img

By

Published : Jun 18, 2020, 5:06 AM IST

কৃষ্ণগঞ্জ , 17 জুন : বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল এক ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে । প্রতিবাদে বিক্ষোভ দেখায় পরিবেশকর্মী এবং স্থানীয় বাসিন্দারা । ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার ।

সূত্রের খবর, নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে কৃষ্ণনগর রাজ্যসড়ক সম্প্রসারণ হবে । সেই কারণে রাস্তার দুই পাশে থাকা গাছগুলি বিক্রি করার জন্য সরকারের পক্ষ থেকে একটি ঠিকাদারি সংস্থাকে টেন্ডার দেওয়া হয় । অভিযোগ, টেন্ডারে উল্লেখ ছিল 634 টি গাছ কাটার কথা । কিন্তু ওই ঠিকাদারি সংস্থা নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তার দুই পাশে থাকা যেগুলো কাটার প্রয়োজন নেই সেগুলোও কেটে নিচ্ছে । এমনিতেই, আমফানের কারণে উপড়ে পড়েছে বহু গাছ ৷ তার উপর যদি গাছ কেটে ফেলা হয় তাহলে বির্পযস্ত হতে পারে সামাজিক জীবন ৷ মূলত এই কারণগুলি দেখিয়ে বিক্ষোভ দেখায় পরিবেশকর্মী এবং স্থানীয় বাসিন্দারা ৷

পরিবেশকর্মীরা প্রশাসনের নজরে বিষয়টি নিয়ে আসতে চেয়েছিলেন ৷ সেই কারণে জেলাশাসক, মহকুমাশাসককে তারা লিখিত অভিযোগ জমা দেয় । যদিও , বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত গুরুত্ব দেওযা হয়নি বলে অভিযোগ ৷ বিক্ষোভকারীরা দাবি করছে, যদি এইভাবে বেআইনি গাছ কাটা না আটকায় প্রশাসন তবে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা ।

কৃষ্ণগঞ্জ , 17 জুন : বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল এক ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে । প্রতিবাদে বিক্ষোভ দেখায় পরিবেশকর্মী এবং স্থানীয় বাসিন্দারা । ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার ।

সূত্রের খবর, নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে কৃষ্ণনগর রাজ্যসড়ক সম্প্রসারণ হবে । সেই কারণে রাস্তার দুই পাশে থাকা গাছগুলি বিক্রি করার জন্য সরকারের পক্ষ থেকে একটি ঠিকাদারি সংস্থাকে টেন্ডার দেওয়া হয় । অভিযোগ, টেন্ডারে উল্লেখ ছিল 634 টি গাছ কাটার কথা । কিন্তু ওই ঠিকাদারি সংস্থা নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তার দুই পাশে থাকা যেগুলো কাটার প্রয়োজন নেই সেগুলোও কেটে নিচ্ছে । এমনিতেই, আমফানের কারণে উপড়ে পড়েছে বহু গাছ ৷ তার উপর যদি গাছ কেটে ফেলা হয় তাহলে বির্পযস্ত হতে পারে সামাজিক জীবন ৷ মূলত এই কারণগুলি দেখিয়ে বিক্ষোভ দেখায় পরিবেশকর্মী এবং স্থানীয় বাসিন্দারা ৷

পরিবেশকর্মীরা প্রশাসনের নজরে বিষয়টি নিয়ে আসতে চেয়েছিলেন ৷ সেই কারণে জেলাশাসক, মহকুমাশাসককে তারা লিখিত অভিযোগ জমা দেয় । যদিও , বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত গুরুত্ব দেওযা হয়নি বলে অভিযোগ ৷ বিক্ষোভকারীরা দাবি করছে, যদি এইভাবে বেআইনি গাছ কাটা না আটকায় প্রশাসন তবে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.