শান্তিপুর, 18 জুলাই: আজব কাণ্ড, গোটা বুথে নিয়ম মেনে নাকি মাত্র 1টিই ভোট পড়েছে ৷ তাও আবার পোস্টাল ব্যালট ভোট ৷ আর বাতিল হয়েছে 790টি ভোট ! আর সেই ভোট গণনাতেই একটিমাত্র ভোট পেয়ে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী । নদিয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় অনেকেই অবাক । যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও । প্রশ্ন উঠেছে কীভাবে গোটা বুথে ভোটের সংখ্যা মাত্র 1 হতে পারে !
শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর 30 নম্বর বুথ । ওই গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বিজেপি প্রার্থী প্রতীকা বর্মন ৷ আর বিপরীতে তৃণমূলের প্রার্থী ছিলেন সম্পর্কে প্রতীকার জা রত্না বর্মন ৷ গত 8 জুলাই রাজ্যের অন্যান্য প্রান্তের মতো সেখানেও পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ হয় ৷ নিয়ম অনুযায়ী ভোটের পর ব্যালট বাক্স সিল করে পাঠানো হয়েছিল স্ট্রং রুমে । কিন্তু 11 তারিখ ভোট গণনার দিন শুরু হয় ঝামেলা ৷ জানা গিয়েছে ভোটের দিন ওই বুথে ভোট পড়লেও, সেই ব্যালটগুলিতে ছিল না প্রিসাইডিং অফিসারের সই । আর সেই কারণে ব্যালট বাক্সে ভোট পড়লেও সেই সব ভোট বাতিল করে দেন প্রিসাইডিং অফিসার অর্থাৎ বিডিও ৷ তাই শুধুমাত্র ওই 1টি বৈধ পোস্টাল ব্যালট ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী প্রতীকা বর্মন ৷
জানা গিয়েছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের ব্যালট পেপারে প্রিসাইডিং অফিসারের সই থাকলেও, গ্রাম পঞ্চায়েতের ব্যালট পেপারে কোনও সই ছিল না। ভোট গণনা শুরু হতেই তা নজরে পড়ে ভোট কর্মীদের । খবর পৌঁছয় বিডিওর কাছে । আইন মেনে তিনি বাধ্য হন ওই ভোটগুলি বাতিল ঘোষণা করতে । বিডিও এবং জয়েন্ট বিডিও এরপর ওই বৈধ পোস্টাল ভোটকে প্রাধান্য দিয়ে বিজেপি প্রার্থী প্রতীকা বর্মনকে জয়ী ঘোষণা করেন । বিজেপির এই জয়ের খবর শুনেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল প্রার্থী তথা প্রতীকা বর্মনের জা রত্না বর্মন । তিনি বিডিওর কাছে অভিযোগও জমা দেন ৷ কিন্তু কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে তাঁর অভিযোগ ৷
তৃণমূল প্রার্থী রত্না বর্মনের অভিযোগ," চক্রান্ত করে প্রিসাইডিং অফিসার ভোটের কাগজে সই করেননি ৷ 790টি ভোট পড়লেও, সই না-থাকার কারণে সব ভোট বাতিল করা হয় ৷ একটি মাত্র পোস্টাল ভোটে বিজেপিকে জয়লাভ করানো হয়। আমরা পুনর্নির্বাচনের দাবি করছি, আর এই ঘটনার পেছনে সম্পূর্ণ দায়ী প্রিসাইডিং অফিসার । কারণ সঠিকভাবে ভোট গণনা যদি হতো, তৃণমূল এখানে বিপুল ভোটে জয়লাভ করতো ।"
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের ব্যালট উদ্ধার পাণ্ডুয়ায়, শুরু রাজনৈতিক তরজা
অন্যদিকে তৃণমূলের তোলা অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি প্রার্থীর স্বামী বিশ্বজিৎ বর্মনের দাবি, সঠিকভাবে ভোট গণনা হলে এখানে বিজেপিই বিপুল ভোটে জয়লাভ করত, কারণ এই বুথে বিজেপির প্রভাব যথেষ্ট বেশি । এই বিষয়ে রাণাঘাটের মহাকুমা শাসক রৌণক আগরওয়াল বলেন, "নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রিসাইডিং অফিসারের সই না থাকলে সেই ভোটগুলি বাতিল করতে হয় । যেহেতু ওই বুথে গ্রাম পঞ্চায়েতের সবকটি প্রদত্ত ভোটেই প্রিসাইডিং অফিসারের সই ছিল না, সেই কারণে আমরা ভোটগুলি বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হই । একটিমাত্র পোস্টাল ব্যালটে ভোট বৈধ থাকার কারণে আমরা সেই ভোটের উপর ভিত্তি করে জয়ী প্রার্থীর নাম ঘোষণা করি । ইতিমধ্যেই আমরা তাঁকে সার্টিফিকেট প্রদান করেছি ৷" তবে পুনর্নির্বাচনের প্রশ্ন তিনি জানান, এই বিষয়ে ওই এলাকার বিডিও যথাযথ সিদ্ধান্ত নেবেন ।