ETV Bharat / state

চাই O পজ়িটিভ, রোগীকে দেওয়া হল A পজ়িটিভ গ্রুপের রক্ত ! - a positve blood

ইমরান জানিয়েছেন, তাঁর অন্তঃসত্ত্বা বিবি জেসমিনা গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকে ভরতি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে ৷ জেসমিনাকে রক্ত দিতে হবে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ৷ কিন্তু ওই চিকিৎসক তাঁকে O পজ়েটিভ রক্তের বদলে A পজ়েটিভ রক্ত দেন বলে অভিযোগ ৷

জেসমিনা মণ্ডল
author img

By

Published : Aug 22, 2019, 1:07 PM IST

শক্তিনগর, 22 অগাস্ট : চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল শক্তিনগর জেলা হাসপাতালের বিরুদ্ধে ৷ চিকিৎসার জন্য আসা এক গর্ভবতী মহিলাকে অন্য গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে । ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক ৷ নাম জেসমিনা মণ্ডল ৷ নদিয়ার চাপড়া থানার এলেম নগরের বাসিন্দা জেসমিনা ৷ তাঁর শওহর ইমরান মল্লিক হাসপাতালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ পেয়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

ইমরান জানিয়েছেন, তাঁর অন্তঃসত্ত্বা বিবি জেসমিনা গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকে ভরতি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে ৷ জেসমিনাকে রক্ত দিতে হবে বলে জানান কর্তব্যরত এক চিকিৎসক ৷ কিন্তু ওই চিকিৎসক তাঁকে O পজ়েটিভ রক্তের বদলে A পজ়িটিভ রক্ত দেন বলে অভিযোগ ৷ বিষয়টি নজরে এলে রক্তের ব্যাগটি পরিবর্তনের কথা জানানো হয় ৷ কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে । বর্তমানে জেসমিনার অবস্থা আশঙ্কাজনক ।

সুবিচার চাইতে হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইমরান । বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

শক্তিনগর, 22 অগাস্ট : চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল শক্তিনগর জেলা হাসপাতালের বিরুদ্ধে ৷ চিকিৎসার জন্য আসা এক গর্ভবতী মহিলাকে অন্য গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে । ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক ৷ নাম জেসমিনা মণ্ডল ৷ নদিয়ার চাপড়া থানার এলেম নগরের বাসিন্দা জেসমিনা ৷ তাঁর শওহর ইমরান মল্লিক হাসপাতালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ পেয়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

ইমরান জানিয়েছেন, তাঁর অন্তঃসত্ত্বা বিবি জেসমিনা গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকে ভরতি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে ৷ জেসমিনাকে রক্ত দিতে হবে বলে জানান কর্তব্যরত এক চিকিৎসক ৷ কিন্তু ওই চিকিৎসক তাঁকে O পজ়েটিভ রক্তের বদলে A পজ়িটিভ রক্ত দেন বলে অভিযোগ ৷ বিষয়টি নজরে এলে রক্তের ব্যাগটি পরিবর্তনের কথা জানানো হয় ৷ কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে । বর্তমানে জেসমিনার অবস্থা আশঙ্কাজনক ।

সুবিচার চাইতে হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইমরান । বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

Intro:চিকিৎসার জন্য আসা এক গর্ভবতী মহিলাকে অন্য গ্রুপের রক্ত দেওয়ায় অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে । গুড় রক্ত দেওয়াই ওই গর্ভবতী মহিলার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি শক্তিনগর জেলা হাসপাতলে। ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা দেখা দেয় হাসপাতালে। এই ঘটনায় অন্তঃসত্ত্বা জেসমিনা মণ্ডলের স্বামী ইমরান মল্লিক হাসপাতালে বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ পেয়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই অন্তঃসত্ত্বা রোগিণীর বাড়ি নদীয়ার চাপড়া থানার এলেম নগরে। অন্তঃসত্ত্বা মহিলার স্বামীর অভিযোগ, আমার গর্ভবতী স্ত্রী অসুস্থ হলে, মঙ্গলবার তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার স্বার্থে স্ত্রীকে রক্ত দেওয়ার প্রয়োজন বোধ করেন হাসপাতালের চিকিৎসক। সেই মতো এক চিকিৎসক ও পজিটিভ এর বদলে এ পজিটিভ রক্ত দেয় বলে অভিযোগ রোগিণীর স্বামীর। তার আরও অভিযোগ, বিষয়টি তাদের নজরে এলে রক্তের ব্যাগটি পরিবর্তনের কথা জানায় এক চিকিৎসক। যদিও ততক্ষনে যা ক্ষতি হবার হয়ে গিয়েছে। বর্তমানে ওই অন্তঃসত্ত্বা মহিলা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে পরিবারের অভিযোগ। সুবিচার চাইতে চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের কথা স্বীকার করেছেন হাসপাতাল কতৃপক্ষ। অভিযোগের বিদয়ে হাসপাতাল কতৃপক্ষ জানান, বিষয়টি অত্যন্ত গুরুতর। অভিযোগের তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায়, হাসপাতাল কতৃপক্ষ।Body:SHAKTINÀGAR HOSPITALConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.