ETV Bharat / state

বনগাঁয় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে গ্রেফতার এক, ধৃতের মুক্তির দাবিতে বিক্ষোভ-অবরোধ - tmc party clash

তৃণমূলের ছাত্রনেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার আরেক তৃণমূল নেতা ৷ এর প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ, অবরোধ তৃণমূল কর্মী-সমর্থকদের ৷ সম্প্রতি বনগাঁ পৌরসভার প্রাক্তন প্রশাসক শংকর আঢ্যকে সরিয়ে তার জায়গায় গোপাল শেঠকে দায়িত্ব দিয়েছে তৃণমূল। শংকর আঢ্যের অনুগামী প্রশান্ত অধিকারী ৷ তিনি গোপাল শেঠের অনুগামী অমিত চক্রবর্তীকে মারধর করেন, তাই তাকে গ্রেফতার করা হয় ৷ এই ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ বিজেপির ৷

শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে বিক্ষোভ-অবরোধ
শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে বিক্ষোভ-অবরোধ
author img

By

Published : Jul 22, 2021, 5:38 PM IST

বনগাঁ, 22 জুলাই : বনগাঁয় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ তৃণমূলের ছাত্রনেতা অমিত চক্রবর্তীকে মারধরের অভিযোগে তৃণমূল নেতা প্রশান্ত অধিকারীকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে ছেড়ে দেওয়ার দাবিতে থানার সামনে বিক্ষোভ ও বনগাঁর একাধিক রাস্তায় অবরোধ করলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার সকাল থেকে বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখান এবং সকাল ন'টা থেকে বনগাঁ বাটার মোড়ে অবরোধ শুরু করেন তাঁরা। প্রায় তিন ঘণ্টা ধরে চলে অবরোধ ৷

বিজেপির দাবি, বর্তমান ও প্রাক্তন প্রশাসকের গোষ্ঠীদ্বন্দ্বে বনগাঁ স্তব্ধ হচ্ছে।

সম্প্রতি বনগাঁ পৌরসভার প্রাক্তন প্রশাসক শংকর আঢ্যকে সরিয়ে তার জায়গায় গোপাল শেঠকে দায়িত্ব দিয়েছে তৃণমূল। ধৃত প্রশান্ত অধিকারী শংকর আঢ্যের অনুগামী বলে পরিচিত ৷ পাশাপাশি তিনি বনগাঁ পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি। তৃণমূল বাস, টোটো ও অটো শ্রমিক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। অন্যদিকে আক্রান্ত অমিত বনগাঁ পৌরসভা বর্তমান প্রশাসক গোপাল শেঠের অনুগামী বলে পরিচিত।

রাস্তায় বিক্ষোভ, অবরোধ তৃণমূল কর্মী-সমর্থকদের
রাস্তায় বিক্ষোভ, অবরোধ তৃণমূল কর্মী-সমর্থকদের

আরও পড়ুন: করোনা বদলে দিল রুটিন, ঠান্ডা পানীয় বেচে সংসার চালাচ্ছে স্কুলপড়ুয়া

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অমিত চক্রবর্তীকে গতকাল দুপুরে বেশ কয়েকজন মারধর করে ৷ মারধরের অভিযোগ উঠেছে প্রশান্তর বিরুদ্ধে। অভিযোগ পেয়ে এদিন দশটা নাগাদ প্রশান্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। তাকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে এদিন সকাল থেকে বনগাঁ থানার সামনে বিক্ষোভ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পরবর্তীতে তাঁরা বনগাঁ বাটার মোড়ে লোকজন সহ একাধিক জায়গায় টোটো নিয়ে অবরোধ শুরু করেন। বন্ধ করে দেওয়া হয় বনগাঁ 92 বাস পরিষেবা। অফিস টাইমে অবরোধে হয়রানির শিকার হন সাধারণ মানুষ।

শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে গ্রেফতার এক
শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে গ্রেফতার এক

বিক্ষোভকারীদের দাবি, প্রশান্তকে কি কারণে গ্রেফতার করেছে পুলিশ, তার বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা রুজু করা হয়েছে। তা সঠিকভাবে বলছে না পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, বনগাঁ পৌরসভার নতুন প্রশাসক গোপাল শেঠের নির্দেশে প্রশান্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : TMC 21 July : শহিদ দিবসেও গোষ্ঠীকোন্দল কোচবিহারে !এ

এপ্রসঙ্গে গোপাল শেঠ বলেন, "মারামারির ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষ জানে। এ বিষয়ে যা বলার তারাই বলবেন। পুলিশ কাকে, কী কারণে গ্রেফতার করেছে সেটা তারা বলতে পারবে। কেউ যদি অন্যায় করে সে শাস্তি পাবে। অন্যায় না করলে ছাড়া পাবে। আইন আইনের কাজ করবে।" গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, "যাঁরা তৃণমূল করেন আমি কখনও তাঁদের কোনো কাজে হস্তক্ষেপ করি না।’’

এই ঘটনাকে কটাক্ষ করে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, "ঘটনাটি বনগাঁর প্রাক্তন প্রশাসক ও বর্তমান প্রশাসকের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রাক্তন প্রশাসকের অনুগামীরা এক ক্রিমিনালকে ছাড়ানোর জন্য রাস্তা অবরোধ করছে। বনগাঁকে স্তব্ধ করে দিয়েছে।"

বনগাঁ, 22 জুলাই : বনগাঁয় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ তৃণমূলের ছাত্রনেতা অমিত চক্রবর্তীকে মারধরের অভিযোগে তৃণমূল নেতা প্রশান্ত অধিকারীকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে ছেড়ে দেওয়ার দাবিতে থানার সামনে বিক্ষোভ ও বনগাঁর একাধিক রাস্তায় অবরোধ করলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার সকাল থেকে বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখান এবং সকাল ন'টা থেকে বনগাঁ বাটার মোড়ে অবরোধ শুরু করেন তাঁরা। প্রায় তিন ঘণ্টা ধরে চলে অবরোধ ৷

বিজেপির দাবি, বর্তমান ও প্রাক্তন প্রশাসকের গোষ্ঠীদ্বন্দ্বে বনগাঁ স্তব্ধ হচ্ছে।

সম্প্রতি বনগাঁ পৌরসভার প্রাক্তন প্রশাসক শংকর আঢ্যকে সরিয়ে তার জায়গায় গোপাল শেঠকে দায়িত্ব দিয়েছে তৃণমূল। ধৃত প্রশান্ত অধিকারী শংকর আঢ্যের অনুগামী বলে পরিচিত ৷ পাশাপাশি তিনি বনগাঁ পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি। তৃণমূল বাস, টোটো ও অটো শ্রমিক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। অন্যদিকে আক্রান্ত অমিত বনগাঁ পৌরসভা বর্তমান প্রশাসক গোপাল শেঠের অনুগামী বলে পরিচিত।

রাস্তায় বিক্ষোভ, অবরোধ তৃণমূল কর্মী-সমর্থকদের
রাস্তায় বিক্ষোভ, অবরোধ তৃণমূল কর্মী-সমর্থকদের

আরও পড়ুন: করোনা বদলে দিল রুটিন, ঠান্ডা পানীয় বেচে সংসার চালাচ্ছে স্কুলপড়ুয়া

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অমিত চক্রবর্তীকে গতকাল দুপুরে বেশ কয়েকজন মারধর করে ৷ মারধরের অভিযোগ উঠেছে প্রশান্তর বিরুদ্ধে। অভিযোগ পেয়ে এদিন দশটা নাগাদ প্রশান্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। তাকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে এদিন সকাল থেকে বনগাঁ থানার সামনে বিক্ষোভ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পরবর্তীতে তাঁরা বনগাঁ বাটার মোড়ে লোকজন সহ একাধিক জায়গায় টোটো নিয়ে অবরোধ শুরু করেন। বন্ধ করে দেওয়া হয় বনগাঁ 92 বাস পরিষেবা। অফিস টাইমে অবরোধে হয়রানির শিকার হন সাধারণ মানুষ।

শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে গ্রেফতার এক
শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে গ্রেফতার এক

বিক্ষোভকারীদের দাবি, প্রশান্তকে কি কারণে গ্রেফতার করেছে পুলিশ, তার বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা রুজু করা হয়েছে। তা সঠিকভাবে বলছে না পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, বনগাঁ পৌরসভার নতুন প্রশাসক গোপাল শেঠের নির্দেশে প্রশান্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : TMC 21 July : শহিদ দিবসেও গোষ্ঠীকোন্দল কোচবিহারে !এ

এপ্রসঙ্গে গোপাল শেঠ বলেন, "মারামারির ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষ জানে। এ বিষয়ে যা বলার তারাই বলবেন। পুলিশ কাকে, কী কারণে গ্রেফতার করেছে সেটা তারা বলতে পারবে। কেউ যদি অন্যায় করে সে শাস্তি পাবে। অন্যায় না করলে ছাড়া পাবে। আইন আইনের কাজ করবে।" গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, "যাঁরা তৃণমূল করেন আমি কখনও তাঁদের কোনো কাজে হস্তক্ষেপ করি না।’’

এই ঘটনাকে কটাক্ষ করে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, "ঘটনাটি বনগাঁর প্রাক্তন প্রশাসক ও বর্তমান প্রশাসকের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রাক্তন প্রশাসকের অনুগামীরা এক ক্রিমিনালকে ছাড়ানোর জন্য রাস্তা অবরোধ করছে। বনগাঁকে স্তব্ধ করে দিয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.