ETV Bharat / state

সত্যজিৎ খুনের মামলায় সাংসদ জগন্নাথ সরকারের নাম নথিভুক্ত CID-র - bjp leader jagannath sarkar

CID-র দাবি, বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হবার পরের দিন অভিযুক্ত অভিজিৎ গুন্ডাদের সঙ্গে ওভার ফোনে কথা বলেছেন । যদিও CID-র তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার ।

jagannath sarkar
jagannath sarkar
author img

By

Published : Sep 14, 2020, 10:40 PM IST

নদিয়া, 14 সেপ্টেম্বর : নদীয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় চার্জশিটে জগন্নাথ সরকারের নাম নথিভুক্ত করল CID । আজ সাপ্লিমেন্টারি চার্জশিটে জগন্নাথ সরকারের নাম রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয় । এর পাশাপাশি বিধায়ক খুনের মামলায় এখনই অব্যাহতি পাচ্ছেন না BJP নেতা মুকুল রায়। তাঁর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে CID ।

উল্লেখ্য, গতবছর 9 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর এক অনুষ্ঠানে নিজের বাড়ির ঢিলছোড়া দূরত্বে গুলিবিদ্ধ হয়ে খুন হন নদীয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস । 10 তারিখে কৃষ্ণগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রত্যক্ষদর্শী মিলন সাহা । ওই চার্জশিটে মূল অভিযুক্ত অভিজিৎ পুন্ডারী, সুজিত মন্ডল, নির্মল ঘোষ, কালিপদ মণ্ডল, কার্তিক মণ্ডল এবং মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । এরপর এই তদন্তের ভার তুলে দেওয়া হয় CID-র হাতে । CID তদন্ত শুরু করে গতবছরের 8 মে প্রথম চার্জশিট জমা দেয় । যদিও সেখানে কালিপদ মণ্ডল, কার্তিক মণ্ডল এবং মুকুল রায়ের নাম চার্জশিটে বাদ যায় । অভিযুক্ত সুজিত মণ্ডল, অভিজিৎ মণ্ডল এবং নির্মল ঘোষের নামে চার্জশিট জমা করে CID । অভিযুক্ত তিন জন এখনও জেল হেফাজতে রয়েছে ।

এরপরই অভিযোগকারী মিলন সাহা আদালতে আবারও একটি অভিযোগ দায়ের করে যেখানে বলা হয় আরও কিছু মূল অভিযুক্ত রয়েছে যাদের নাম চার্জশীট থেকে বাদ গেছে । এরপর আদালত আবার CID-কে তদন্তের নির্দেশ দেয় । CID তদন্তে নেমে আজ BJP সাংসদ জগন্নাথ সরকারের নাম নথিভুক্ত করেছে। CID-র দাবি, বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হবার পরের দিন অভিযুক্ত অভিজিৎ গুন্ডাদের সঙ্গে ওভার ফোনে কথা বলেছেন । যদিও CID-র তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন রানাঘাট কেন্দ্রে সাংসদ জগন্নাথ সরকার ।

সত্যজিৎ খুনের মামলায় সাংসদ জগন্নাথ সরকারের নাম নথিভুক্ত CID-র

তিনি বলেন, "সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে । আমি BJP-র সভাপতি থাকাকালীন অনেকেই আমার বাড়িতে আসে, অনেক অচেনা মানুষ ফোন করে । তবে সত্যজিৎ খুনের ঘটনায় আমি কোন ভাবে জড়িত নই । অভিযুক্ত অভিজিৎকে আমি চিনি না।"

চার্জশিটে মুকুল রায়ের নাম না থাকলেও এখনই সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় মুকুল রায়কে অব্যাহতি দিচ্ছে না CID । মুকুল রায়কে সন্দেহভাজনের তালিকায় রেখেছে CID । সত্যজিৎ খুনের মামলায় তার বিরুদ্ধে যাতে তদন্ত চালিয়ে যেতে পারে মহাকুমা আদালতে তাঁর অনুমতি চেয়েছে CID ।

নদিয়া, 14 সেপ্টেম্বর : নদীয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় চার্জশিটে জগন্নাথ সরকারের নাম নথিভুক্ত করল CID । আজ সাপ্লিমেন্টারি চার্জশিটে জগন্নাথ সরকারের নাম রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয় । এর পাশাপাশি বিধায়ক খুনের মামলায় এখনই অব্যাহতি পাচ্ছেন না BJP নেতা মুকুল রায়। তাঁর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে CID ।

উল্লেখ্য, গতবছর 9 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর এক অনুষ্ঠানে নিজের বাড়ির ঢিলছোড়া দূরত্বে গুলিবিদ্ধ হয়ে খুন হন নদীয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস । 10 তারিখে কৃষ্ণগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রত্যক্ষদর্শী মিলন সাহা । ওই চার্জশিটে মূল অভিযুক্ত অভিজিৎ পুন্ডারী, সুজিত মন্ডল, নির্মল ঘোষ, কালিপদ মণ্ডল, কার্তিক মণ্ডল এবং মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । এরপর এই তদন্তের ভার তুলে দেওয়া হয় CID-র হাতে । CID তদন্ত শুরু করে গতবছরের 8 মে প্রথম চার্জশিট জমা দেয় । যদিও সেখানে কালিপদ মণ্ডল, কার্তিক মণ্ডল এবং মুকুল রায়ের নাম চার্জশিটে বাদ যায় । অভিযুক্ত সুজিত মণ্ডল, অভিজিৎ মণ্ডল এবং নির্মল ঘোষের নামে চার্জশিট জমা করে CID । অভিযুক্ত তিন জন এখনও জেল হেফাজতে রয়েছে ।

এরপরই অভিযোগকারী মিলন সাহা আদালতে আবারও একটি অভিযোগ দায়ের করে যেখানে বলা হয় আরও কিছু মূল অভিযুক্ত রয়েছে যাদের নাম চার্জশীট থেকে বাদ গেছে । এরপর আদালত আবার CID-কে তদন্তের নির্দেশ দেয় । CID তদন্তে নেমে আজ BJP সাংসদ জগন্নাথ সরকারের নাম নথিভুক্ত করেছে। CID-র দাবি, বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হবার পরের দিন অভিযুক্ত অভিজিৎ গুন্ডাদের সঙ্গে ওভার ফোনে কথা বলেছেন । যদিও CID-র তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন রানাঘাট কেন্দ্রে সাংসদ জগন্নাথ সরকার ।

সত্যজিৎ খুনের মামলায় সাংসদ জগন্নাথ সরকারের নাম নথিভুক্ত CID-র

তিনি বলেন, "সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে । আমি BJP-র সভাপতি থাকাকালীন অনেকেই আমার বাড়িতে আসে, অনেক অচেনা মানুষ ফোন করে । তবে সত্যজিৎ খুনের ঘটনায় আমি কোন ভাবে জড়িত নই । অভিযুক্ত অভিজিৎকে আমি চিনি না।"

চার্জশিটে মুকুল রায়ের নাম না থাকলেও এখনই সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় মুকুল রায়কে অব্যাহতি দিচ্ছে না CID । মুকুল রায়কে সন্দেহভাজনের তালিকায় রেখেছে CID । সত্যজিৎ খুনের মামলায় তার বিরুদ্ধে যাতে তদন্ত চালিয়ে যেতে পারে মহাকুমা আদালতে তাঁর অনুমতি চেয়েছে CID ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.