কৃষ্ণনগর, 18 মার্চ: কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা ID হাসপাতালে ভরতি এক শিশুরোগ বিশেষজ্ঞ ৷ বুধবার সন্ধ্যায় নদিয়া স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কৃষ্ণনগরের শিশুরোগ বিশেষজ্ঞ শ্যামল ঘোষকে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ সম্প্রতি ওই চিকিৎসকের ছেলে ইংল্যান্ড থেকে ফিরেছে ৷ কোরোনা উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকের ছেলেও বর্তমানে বেলেঘাটা ID হাসপাতালে ভরতি ৷
ইংল্যান্ড থেকে দেশে ফেরার পর ছেলেকে আনতে বিমানবন্দরে আনতে শ্যামল ঘোষ নামে ওই চিকিৎসক । কৃষ্ণনগরের বাড়িতে ফেরার পর কোরোনা সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় ছেলেকে বেলেঘাটা ID হাসপাতালে ভরতি করেন তিনি ৷ সেই কারণেই শ্যামলবাবু ও তাঁর গাড়ির ড্রাইভারকে পরীক্ষা করে দেখা হচ্ছে । তবে বুধবার কৃষ্ণনগরে এই খবর ছড়িয়ে পড়তেই জনমানসে আতঙ্ক তৈরি হয় । যদিও স্বাস্থ্য দপ্তরের তরফে মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয় । কৃষ্ণনগরের ওই শিশুরোগ বিশেষজ্ঞর সংস্পর্শে এসেছিলেন এমন আরও একজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে । ড. শ্যামল ঘোষের সোয়াব পরীক্ষার রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর ৷
নদিয়ার স্বাস্থ্য আধিকারিক অসিত কুমার দিয়ান বলেন, "কৃষ্ণনগরের ঘটনাটি সত্যি । তবে কেউ অযথা আতঙ্কিত হবেন না ৷ কৃষ্ণনগরের শিশুরোগ বিশেষজ্ঞ শ্যামল ঘোষের ছেলে বিদেশে পড়াশোনা করতেন ৷ দেশে ফেরার পর তাঁর শরীরে কোরোনার লক্ষণ দেখা গেছে । ইতিমধ্যেই তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে । শ্যামলবাবু তাঁর ছেলেকে নিয়ে আসার জন্য এয়ারপোর্টে গিয়েছিলেন ৷ তাই ওনার সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে । তাই আমরা তাকে বুঝিয়ে বেলেঘাটা ID-তে ভরতি করেছি । একই সঙ্গে ডাক্তারবাবুর গাড়ির চালককেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।" ডাক্তারের সংস্পর্শে এসেছিলেন এরকম 8 জন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে ৷ তাদের সকলকেই হোম আইসোলেশনে রাখা হয়েছে ।