কৃষ্ণনগর, 10 নভেম্বর : ধর্মীয় উৎসব পালনের দাবি আদায়ে ‘আন্দোলন’ ৷ আর তার জেরেই প্রাণ দিতে দিতে হল সাত বছরের এক বালককে ! বুধবার ভোররাতে চরম অমানবিক ও মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকতে হল নদিয়ার কৃষ্ণনগরকে ৷ মৃত শিশুর নাম সাকিবুল শেখ ৷ মালদার মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা সাকিবুলকে অ্যাম্বুল্যান্সে করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা ৷ মাঝপথে বিক্ষোভে আটকে যায় অ্যাম্বুল্যান্সটি ৷ সেখানেই মৃত্যু হয় মুমূর্ষু ওই বালকের ৷
আরও পড়ুন : Child Fever : উত্তরে লাফিয়ে বাড়ল জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা, উত্তরবঙ্গ মেডিক্যালে মৃত আরও 6
উৎসবের মরশুম মিটতেই ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ ৷ তাই মানুষের জীবন রক্ষার স্বার্থেই জগদ্ধাত্রীপুজোর ঘট নিয়ে শোভাযাত্রার অনুমতি দেয়নি নদিয়া জেলা প্রশাসন ৷ আর তাতেই ক্ষেপে যান কৃষ্ণনগরের একটি জগদ্ধাত্রীপুজোর উদ্যোক্তারা ৷ ঘটপুজোর শোভাযাত্রা করতে দিতেই হবে ৷ এই দাবিতে পথে নামেন তাঁরা ৷ সঙ্গ দেন কয়েকশো মানুষ ৷ মঙ্গলবার রাত থেকে স্থানীয় পিডাব্লিউডি মোড়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা ৷ যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে 34 নম্বর জাতীয় সড়ক ৷
এদিকে, গুরুতর অসুস্থ সাকিবুল শেখকে এই রাস্তা দিয়েই কলকাতায় নিয়ে যাচ্ছিলেন তার পরিবারের সদস্যরা ৷ কিন্তু, পিডাব্লিউডি মোড়ে বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ সেখানেই আটকে পড়েন তাঁরা ৷ অভিযোগ, এর জেরে অ্যাম্বুল্যান্সেই প্রাণ যায় ওই বালকের ৷ কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ৷ পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের যতটা সম্ভব সরিয়ে অ্যাম্বুল্যান্সটিকে যাওয়ার রাস্তা করে দেয় ৷ কিন্তু, ততক্ষণে সব শেষ ৷
আরও পড়ুন : Child Death: তোর্সা নদীতে ভেসে যাওয়া 2 শিশুকন্যার দেহ উদ্ধার
এদিকে, শোভাযাত্রা করার দাবিতে আন্দোলনের নামে কার্যত রাস্তাতেই তাণ্ডব শুরু করেন বিক্ষোভকারীরা ৷ করোনাবিধি শিকেয় তুলে ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে জমায়েত ৷ এমনকী, বিক্ষোভকারীদের রাস্তায় আতসবাজি পোড়াতেও দেখা যায় ৷ পুলিশকর্মীরা তাঁদের সেখান থেকে সরানোর চেষ্টা করলে শুরু হয় বাগবিতণ্ডা ৷ তবে এই ঘটনায় শুধুমাত্র পুজোর উদ্যোক্তা বা বিক্ষোভকারী নয়, প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও ৷ কেন মুমূর্ষু এক রোগীকে দেখেও অ্যাম্বুল্যান্স যাওয়ার রাস্তা করে দিলেন না বিক্ষোভকারীরা ? কেনই বা পুলিশ অ্যাম্বুল্যান্স এগিয়ে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করতে পারল না ? এইসব প্রশ্ন উঠবেই ৷ প্রশ্ন উঠবে মানুষের নৈতিকতা ও মনুষ্যত্ব নিয়েও ৷ সূত্রের দাবি, ইতিমধ্যেই এই ঘটনায় সংশ্লিষ্ট পুজোর উদ্যোক্তাদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ৷