ETV Bharat / state

রাস্তার উপর ছবি এঁকে সচেতনতার বার্তা চাপড়া থানার পুলিশের - awareness program for corona

কোরোনা সংক্রমণ রুখতে রাস্তার উপর ছবি এঁকে সচেতনার বার্তা প্রদান করতে উদ্য়োগ নিল চাপড়া থানার পুলিশ । পুলিশের এই উদ্য়োগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী ।

drawing
আঁকা ছবি
author img

By

Published : Apr 7, 2020, 12:37 PM IST

চাপড়া, 7 এপ্রিল: কোরোনা সংক্রমণ রুখতে আরও বেশি করে নাগরিক সচেতনতা তৈরি করতে এবার অভিনব উদ্যোগ নিল চাপড়া থানার পুলিশ । রাজ্য সড়কের উপর ছবি এঁকে সচেতনতার বার্তা দেওয়া হল নদিয়ার চাপড়া থানার পুলিশের তরফে ।

গোটা দেশের প্রায় প্রতিটা জায়গায় থাবা বসিয়েছে কোরোনা । বাদ পড়েনি রাজ্যও । প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা । মানুষকে সচেতনতার বার্তা বারবার দেওয়া হচ্ছে প্রশাসন ও চিকিৎসা মহলের তরফে । সতর্ক থাকতে বলা হচ্ছে । বলা হচ্ছে ঘরে থাকতে । কারণ একমাত্র ঘরে থেকেই এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জেতা সম্ভব। রাজ্যে তথা দেশে ঘোষিত হয়েছে লকডাউন । তারপরই পুলিশ প্রশাসনকে রাস্তায় নেমে সাধারণ মানুষকে সচেতন করতে দেখা গেছে ।

police
ঘরে থাকার বার্তা পুলিশের

মানুষকে সচেতন করতে বেশ কয়েকদিন ধরেই অভিনব পদক্ষেপ নিচ্ছে পুলিশ । কয়েকদিন আগে গান গেয়ে মানুষকে সচেতনার বার্তা দিতে দেখা গেছে কলকাতা পুলিশকে । খানিকটা একইরকম পথে হেঁটে হাতে গিটার, কি বোর্ড তুলে নিয়ে প্রায় ছোটোখাটো অর্কেস্ট্রা পার্টি তৈরি করে গান গেয়ে মানুষের মনোরঞ্জনের পাশাপাশি সচেতনতার বার্তা প্রদান করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশও । এবার রাস্তায় ছবি এঁকে মানুষকে সচেতন করার নতুন পদক্ষেপ নেন চাপড়া থানার পুলিশ আধিকারিকরা । রাস্তার উপর দেখা গেল বিভিন্ন রং দিয়ে আঁকা হয়েছে কোরোনা ভাইরাসের ছবি । ছবির নিচে বার্তা দেওয়া "ঘরে থাকুন, সুস্থ থাকুন । STAY HOME, চাপড়া থানা" । কৃষ্ণনগর, করিমপুর রাজ্য সড়কের বাজার এলাকার রাস্তাগুলোতে এই ছবি আঁকা হয়েছে । পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী ।

চাপড়া, 7 এপ্রিল: কোরোনা সংক্রমণ রুখতে আরও বেশি করে নাগরিক সচেতনতা তৈরি করতে এবার অভিনব উদ্যোগ নিল চাপড়া থানার পুলিশ । রাজ্য সড়কের উপর ছবি এঁকে সচেতনতার বার্তা দেওয়া হল নদিয়ার চাপড়া থানার পুলিশের তরফে ।

গোটা দেশের প্রায় প্রতিটা জায়গায় থাবা বসিয়েছে কোরোনা । বাদ পড়েনি রাজ্যও । প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা । মানুষকে সচেতনতার বার্তা বারবার দেওয়া হচ্ছে প্রশাসন ও চিকিৎসা মহলের তরফে । সতর্ক থাকতে বলা হচ্ছে । বলা হচ্ছে ঘরে থাকতে । কারণ একমাত্র ঘরে থেকেই এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জেতা সম্ভব। রাজ্যে তথা দেশে ঘোষিত হয়েছে লকডাউন । তারপরই পুলিশ প্রশাসনকে রাস্তায় নেমে সাধারণ মানুষকে সচেতন করতে দেখা গেছে ।

police
ঘরে থাকার বার্তা পুলিশের

মানুষকে সচেতন করতে বেশ কয়েকদিন ধরেই অভিনব পদক্ষেপ নিচ্ছে পুলিশ । কয়েকদিন আগে গান গেয়ে মানুষকে সচেতনার বার্তা দিতে দেখা গেছে কলকাতা পুলিশকে । খানিকটা একইরকম পথে হেঁটে হাতে গিটার, কি বোর্ড তুলে নিয়ে প্রায় ছোটোখাটো অর্কেস্ট্রা পার্টি তৈরি করে গান গেয়ে মানুষের মনোরঞ্জনের পাশাপাশি সচেতনতার বার্তা প্রদান করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশও । এবার রাস্তায় ছবি এঁকে মানুষকে সচেতন করার নতুন পদক্ষেপ নেন চাপড়া থানার পুলিশ আধিকারিকরা । রাস্তার উপর দেখা গেল বিভিন্ন রং দিয়ে আঁকা হয়েছে কোরোনা ভাইরাসের ছবি । ছবির নিচে বার্তা দেওয়া "ঘরে থাকুন, সুস্থ থাকুন । STAY HOME, চাপড়া থানা" । কৃষ্ণনগর, করিমপুর রাজ্য সড়কের বাজার এলাকার রাস্তাগুলোতে এই ছবি আঁকা হয়েছে । পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.