নদিয়া, 24 এপ্রিল: হাঁসখালি নাবালিকা ধর্ষণ কাণ্ডে সিবিআইয়ের জালে আরও 3 । ধৃতেরা হল আকাশ বারুই, সুরজিৎ রায়, দীপ্ত গয়ালি ৷ রবিবার তাদের গ্রেফতার করে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত ।
সূত্রের খবর, শ্মশানে দাহ করতে ওই নাবালিকার দেহ জোর করে তার পরিবারের কাছ থেকে নিয়ে আসে এবং পরিবারকে হুমকি দেয় বলে অভিযোগ ধৃত 3 জনের বিরুদ্ধে । অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ লোপাট, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে সিবিআই।
আরও পড়ুন : Hanskhali Gang Rape : হাঁসখালি গণধর্ষণ-কাণ্ডে উদ্ধার হওয়া রক্তমাখা চাদর, জামা-কাপড় পাঠানো হল ফরেনসিক তদন্তে
হাঁসখালি গণধর্ষণের ঘটনায় আদালত তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেয় । তরপরেই 4 জনকে গ্রেফতার করে সিবিআই । এই নিয়ে হাঁসখালি ধর্ষণকাণ্ডে গ্রেফতারের সংখ্যা মোট 6। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হওয়া 2 অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই । এখনও পর্যন্ত হাঁসখালি ধর্ষণকাণ্ডে মোট 6 অভিযুক্ত গ্রেফতার হল ৷ অভিযুক্ত সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিককে জেরা করেই আরও 3 অভিযুক্তের নাম উঠে আসে ৷ এরপরেই তাদের গ্রেফতার করে সিবিআই ৷