ETV Bharat / state

করিমপুরে জমজমাট শেষবেলার ভোটপ্রচার - by election in karimpur news

25 নভেম্বর করিমপুর বিধানসভার উপনির্বাচন । প্রচারের শেষ সময়সীমা শনিবার বিকেল পর্যন্ত । সকাল থেকেই প্রচারের ময়দানে নেমেছেন তিন রাজনৈতিক প্রতিপক্ষ । বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন বাম কংগ্রেস জোটপ্রার্থী গোলাম রাব্বি, BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার ও তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমলেন্দু সিংহ রায়।

ছবি
author img

By

Published : Nov 22, 2019, 7:58 PM IST

করিমপুর, 22 নভেম্বর : শেষবেলায় জমে উঠল করিমপুরের ভোটপ্রচার । নিজেদের মাটি ধরে রাখতে শেষমুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেল বাম-কংগ্রেসের পাশাপাশি তৃণমূল এবং BJP । কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার সারলেন প্রার্থীরা ।

25 নভেম্বর করিমপুর বিধানসভার উপনির্বাচন । প্রচারের শেষ সময়সীমা শনিবার বিকেল পর্যন্ত । আজ সকাল থেকেই প্রচারের ময়দানে নেমেছেন তিন রাজনৈতিক প্রতিপক্ষ । কখনও পায়ে হেঁটে, আবার কখনও গাড়িতে জনসংযোগ সারলেন BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার । সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল । প্রচারে এসে জয়প্রকাশ মজুমদার বলেন, "মানুষের উৎসাহ অভাবনীয় । কারণ করিমপুরের মানুষ কিছুই পায়নি । এখন করিমপুরের মানুষ পেতে চাইছে । স্বপ্ন দেখতে চাইছে । রাস্তা, চিকিৎসা, রেল নিয়ে নতুন করিমপুর গড়তে চাইছে । কাটমানি ইশুতে বর্তমান শাসক দলকে আক্রমণ করে জয়প্রকাশ বলেন, "গ্রামের রাস্তার অবস্থা দেখুন । প্রধানমন্ত্রী সড়ক যোজনার সব টাকা কাটমানিতে চলে গেছে । BDO-র অফিস একটি ঘুঘুর বাসা । সেইসব পরিবর্তন এবার আস্থা BJP-তে । BDO অফিসের নামে তৃণমূলী ঘুঘুর বাসা ভেঙে প্রকৃত উন্নয়ন করতে হবে । কংগ্রেস, CPI(M), তৃণমূল কেউ কথা রাখেনি ।"

দেখুন ভিডিয়ো

অন্যদিকে,বিকেলে বাম কংগ্রেস জোটপ্রার্থী গোলাম রাব্বির সমর্থনে নির্বাচনী মিছিল করেন বাম সমর্থকরা । মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । গোলাম রাব্বি বলেন, "ব্যাপক সাড়া পাচ্ছি । সাধারণ মানুষের কাছে BJP ও তৃণমূলের মুখোশ উন্মোচিত । একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি আমাদের সঙ্গে এক হয়েছে ।" তৃণমূলকে কটাক্ষ করে গোলাম রাব্বির বক্তব্য, "সাধারণ মানুষের ঘরে কোনও উন্নয়ন নেই । রেলের জন্য তৃণমূল কংগ্রেসও যে কথা দিয়েছিল তা রাখেনি । 2016 সালের হেরে যাওয়া আসন ফিরে পেতে পুনরুদ্ধার করব ।"

প্রচারে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমলেন্দু সিংহ রায় । এই বিধানসভা কেন্দ্রটি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলেই ছিল। 2016 সালে দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে মহুয়া মৈত্রের নেতৃত্বে আসে তৃণমূল কংগ্রেস । লোকসভা ভোটে প্রার্থী হয়ে জয়লাভ করার পর শূন্য হয়ে যায় এই আসনটি । নিজেদের জেতা আসন ধরে রাখতে তৎপর তৃণমূলও । তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমলেন্দু সিংহ রায়ের বক্তব্য, "BJP-র কে কী বলছে তা আমার লক্ষ্য নয় । আমি মানুষকে ভালোবেসেছি । মানুষের জন্য কাজ করতে চাই ।"

করিমপুরে রেল লাইনের ইশুতেই সরব হয়েছে তিন দল । প্রচারে এসে একে অন্যকে দুষছে । বামেদের দীর্ঘ শাসনের অভিজ্ঞতা ও কংগ্রেসের সঙ্গে জোট, BJP-র মানুষের পাশে থাকার ভরসা, নাকি তৃণমূলের উন্নয়নের খতিয়ান, করিমপুর বিধানসভার ভাগ্য নির্ধারণ কীভাবে হয় এখন সেটাই দেখার ।

করিমপুর, 22 নভেম্বর : শেষবেলায় জমে উঠল করিমপুরের ভোটপ্রচার । নিজেদের মাটি ধরে রাখতে শেষমুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেল বাম-কংগ্রেসের পাশাপাশি তৃণমূল এবং BJP । কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার সারলেন প্রার্থীরা ।

25 নভেম্বর করিমপুর বিধানসভার উপনির্বাচন । প্রচারের শেষ সময়সীমা শনিবার বিকেল পর্যন্ত । আজ সকাল থেকেই প্রচারের ময়দানে নেমেছেন তিন রাজনৈতিক প্রতিপক্ষ । কখনও পায়ে হেঁটে, আবার কখনও গাড়িতে জনসংযোগ সারলেন BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার । সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল । প্রচারে এসে জয়প্রকাশ মজুমদার বলেন, "মানুষের উৎসাহ অভাবনীয় । কারণ করিমপুরের মানুষ কিছুই পায়নি । এখন করিমপুরের মানুষ পেতে চাইছে । স্বপ্ন দেখতে চাইছে । রাস্তা, চিকিৎসা, রেল নিয়ে নতুন করিমপুর গড়তে চাইছে । কাটমানি ইশুতে বর্তমান শাসক দলকে আক্রমণ করে জয়প্রকাশ বলেন, "গ্রামের রাস্তার অবস্থা দেখুন । প্রধানমন্ত্রী সড়ক যোজনার সব টাকা কাটমানিতে চলে গেছে । BDO-র অফিস একটি ঘুঘুর বাসা । সেইসব পরিবর্তন এবার আস্থা BJP-তে । BDO অফিসের নামে তৃণমূলী ঘুঘুর বাসা ভেঙে প্রকৃত উন্নয়ন করতে হবে । কংগ্রেস, CPI(M), তৃণমূল কেউ কথা রাখেনি ।"

দেখুন ভিডিয়ো

অন্যদিকে,বিকেলে বাম কংগ্রেস জোটপ্রার্থী গোলাম রাব্বির সমর্থনে নির্বাচনী মিছিল করেন বাম সমর্থকরা । মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । গোলাম রাব্বি বলেন, "ব্যাপক সাড়া পাচ্ছি । সাধারণ মানুষের কাছে BJP ও তৃণমূলের মুখোশ উন্মোচিত । একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি আমাদের সঙ্গে এক হয়েছে ।" তৃণমূলকে কটাক্ষ করে গোলাম রাব্বির বক্তব্য, "সাধারণ মানুষের ঘরে কোনও উন্নয়ন নেই । রেলের জন্য তৃণমূল কংগ্রেসও যে কথা দিয়েছিল তা রাখেনি । 2016 সালের হেরে যাওয়া আসন ফিরে পেতে পুনরুদ্ধার করব ।"

প্রচারে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমলেন্দু সিংহ রায় । এই বিধানসভা কেন্দ্রটি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলেই ছিল। 2016 সালে দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে মহুয়া মৈত্রের নেতৃত্বে আসে তৃণমূল কংগ্রেস । লোকসভা ভোটে প্রার্থী হয়ে জয়লাভ করার পর শূন্য হয়ে যায় এই আসনটি । নিজেদের জেতা আসন ধরে রাখতে তৎপর তৃণমূলও । তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমলেন্দু সিংহ রায়ের বক্তব্য, "BJP-র কে কী বলছে তা আমার লক্ষ্য নয় । আমি মানুষকে ভালোবেসেছি । মানুষের জন্য কাজ করতে চাই ।"

করিমপুরে রেল লাইনের ইশুতেই সরব হয়েছে তিন দল । প্রচারে এসে একে অন্যকে দুষছে । বামেদের দীর্ঘ শাসনের অভিজ্ঞতা ও কংগ্রেসের সঙ্গে জোট, BJP-র মানুষের পাশে থাকার ভরসা, নাকি তৃণমূলের উন্নয়নের খতিয়ান, করিমপুর বিধানসভার ভাগ্য নির্ধারণ কীভাবে হয় এখন সেটাই দেখার ।

Intro:করিমপুর বিধানসভার উপনির্বাচনের প্রচারের শেষ লগ্নে ঝড় তুললেন তিন রাজনৈতিক দল তৃণমূল,বিজেপি ও সিপিএম।আগামী 25 তারিখ করিমপুর বিধানসভার উপনির্বাচন।আর এই নির্বাচনে প্রচারের শেষ সময় সীমা শনিবার বিকেল পর্যন্ত।আর তার আগে শুক্রবার সকাল থেকে মানুষের কাছে ভোট প্রার্থনা ও সমর্থন চাইতে ময়দানে নামলেন তিন রাজনৈতিক প্রতিপক্ষ।এদিন সকাল থেকেই কখনো পায়ে হেটে আবার কখনো গাড়ীতে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী জয় প্রকাশ ঘোষ।অন্যদিকে গাড়িতে করে মিছিল সহযোগে প্রচার করেন তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়।এদিন বিকেলে বাম কংগ্রেস জোট প্রার্থী গোলাম রাব্বির সমর্থনে বিরাট নির্বাচনী মিছিল করেন বাম সমর্থকেরা।মিছিলে পা মেলান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।প্রচার শেষে তিন দলের প্রার্থীই তাদের জয় নিশ্চিত বলে দাবি করেন। উল্লেখ্য, এই বিধানসভা কেন্দ্রটি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। এই কেন্দ্রের বিধায়িকা কে ছিলেন মহুয়া মৈত্র। তিনি গত লোকসভা ভোটে প্রার্থী হয়ে জয়ী হওয়ার পর এই আসনটি শূন্য হয়। এ রাজ্যের তিনটি বিধানসভা উপনির্বাচন হচ্ছে। যার মধ্যে একটি নদিয়ার করিমপুর। ইতিমধ্যেই ভোট প্রচার নিয়ে সরগরম করিমপুর। প্রতিটি দলই তাদের জেতার ব্যাপারে আশাবাদী। তবে যে দল জায়গায় দাবী করুক না কেন, শেষমেষ কোন প্রার্থী বাজিমাত করছে তা বোঝা যাবে ভোট গননার পর।Body:KARIMPUR ELECTIONConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.