নদিয়া, 9 ডিসেম্বর: বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করার অভিযোগ । ওই ব্যবসায়ীর স্ত্রীকেও মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ শুক্রবার রাত 8টা নাগাদ বাদকুল্লায় ভাদুরী এলাকার ঘটনা ৷ মৃতের নাম রাজা ভৌমিক ৷ ব্যাবসায়িক শত্রুতার কারণেই এই খুন বলে অনুমান পুলিশের ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷
পরিবার সূত্রে খবর, তিন জন দুষ্কৃতী হঠাৎই বাড়িতে ঢুকে পড়ে ৷ ওই ব্যবসায়ীর স্ত্রীকে চুলের মুঠি ধরে মারধর করে । এরপর বাড়ির দোতালায় থাকা রাজা ভৌমিকের সঙ্গে বচসা হয় তাদের। সেখানেই হাতাহাতির সময় দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী রাজা ভৌমিক। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরেন তিনি । গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসেন ৷ এরপর দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় ওই ব্যবসায়ীকে বাদকুল্লা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হামলার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ ব্যবসায়ীর দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ভাইয়ের বাড়িতে দুষ্কৃতী হামলার কথা জানতে পেরেই উপস্থিত হন নিহত ব্যবসায়ীর দিদি টিংকু ভদ্র। তিনি বলেন, " ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না ৷ ভাইয়ের স্ত্রী কাছে সমস্ত ঘটনা শুনি ৷ দোতলার উপরে উঠে আমার ভাইকে গুলি করে খুন করা হয়েছে ।" জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, "ঘটনা তদন্ত চলছে । তবে এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই ৷ সম্পূর্ণ ব্যক্তিগত এবং ব্যবসায়িক কারণেই হয়ত ওই ব্যবসায়ীর উপর হামলা হয়েছে। দোষীদের চিহ্নিত করতে জিজ্ঞাসবাদ চলেছে পরিবারের সদস্যদের ৷"
এদিকে ভর সন্ধ্যেই ব্যবসায়ীর বাড়িতে হামলা ও তাঁর স্ত্রীকে মারধরের খবর এলাকার নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাদকুল্লা এলাকায় । আতঙ্কে থমথেমে জনমানব পূর্ণ বাদকুল্লার ভাদুরী এলাকা ৷
আরও পড়ুন: