কৃষ্ণনগর, 13 মার্চ : কৃষ্ণনগরের করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস । নিয়ন্ত্রণ হারিয়ে রাস্থার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে বাসটি । ঘটনার জেরে গুরুতর জখম হলেন 11 যাত্রী । তাদের স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট থানার বেতাই এলাকার শিব মন্দিরের সামনে ।
একটি যাত্রীবোঝাই বাস করিমপুর থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল । তেহটটো থানার বেতাই-এর কাছে এসে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে বাসটি । এতেই গুরুতর আহত হন 11 জন যাত্রী ৷ বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে পথচারী ও স্থানীয় মানুষ ৷ তারা তড়িঘড়ি বাস যাত্রীদের উদ্ধারের কাজে হাত লাগায় । আহতদের একটি বেসরকারি হাসপাতাল ও তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
আরও পড়ুন : দুর্ঘটনার কবলে হরিয়ানার মন্ত্রীর গাড়ি
বাসযাত্রী ও স্থানীয়দের অভিযোগ, বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ৷ এরপরই রাস্তার ধারের গাছে ধাক্কা মারে । যদিও বাস চালকের দাবি, রাস্তা অতিরিক্ত খারাপ হওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে । পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে তেহট্ট থানার পুলিশ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।