ETV Bharat / state

BSF Recovered Gold: পুকুর থেকে 2.57 কোটির সোনা উদ্ধার, বড় সাফল্য বিএসএফের - bsf

কল্যাণীর এক শুকিয়ে যাওয়া জলাশয় থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করল বিএসএফ (BSF) ৷ অনুসন্ধান চালিয়ে 40টি সোনার বিস্কুট খুঁজে পেয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ৷

ETV Bharat
উদ্ধার হওয়া সোনার বিস্কুট
author img

By

Published : Mar 7, 2023, 6:54 PM IST

বিএসএফের তল্লাশি

কলকাতা, 7 মার্চ: পুকুর থেকে উদ্ধার হল প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সোনা ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর সীমান্ত এলাকায় ৷ সোমবার এই সোনাগুলি উদ্ধার করে বিএসএফ ৷ জানা গিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই পুকুরে অনুসন্ধান চালিয়ে 40টি সোনার বিস্কুট খুঁজে পান সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা (Gold Recovered by BSF)৷

উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির আনুমানিক ওজন 4 কেজি 60 গ্রাম ৷ এর আনুমানিক বাজার দর 2.57 কোটি টাকা ৷ জানা গিয়েছে, কয়েক মাস আগে এক পাচারকারী ওই পুকুরের পাস দিয়ে নিয়ে কিছু পাচার করার চেষ্টা করেছিল ৷ তবে বিএসএফ জওয়ানদের দেখে পুকুরে ঝাঁপ দেন তিনি ৷ এরপর জওয়ানরা তাঁদের কোম্পানি কমান্ডারকে বিষয়টি জানান । সেই চোরাকারবারিকে জল থেকে টেনে বের করে তল্লাশি করা হলেও তার কাছ থেকে তখন কিছুই উদ্ধার করা যায়নি । এলাকাটি ঘিরে অভিযানও চালানো হয় ৷ কিন্তু কিছু উদ্ধার না-হওয়ায় ওই চোরাকারবারিকে ছেড়ে দেওয়া হয় ৷

পরে জানা যায়, ওই পাচারকারী ওই জলাশয়ের তলায় ওই সোনার বিস্কুটগুলি লুকিয়ে রেখেছিল ৷ জল শুকিয়ে যাওয়ার পর সোমবার ওই পুকুর তল্লাশি চালান হয় ৷ উল্লেখ্য, 2022 সালে সীমান্তরক্ষী বাহিনী 113 কেজির বেশি সোনা আটক করেছিল ৷ সোনা পাচারের জন্য দুষ্কৃতীরা বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে ৷ তবে জলাশয়ে এভাবে সোনা লুকিয়ে রাখার বিষয়টি নতুন ৷ মোটর সাইকেলের যন্ত্রাংশে লুকিয়ে রেখে, ট্রাকের কেবিন এবং সিট কভারের নীচে লুকিয়ে, কাঁটাতারের উপর দিয়ে ছুড়ে, জুতোর মধ্যে লুকিয়ে, মহিলা চাষীদের কাপড়ের মধ্যে লুকিয়ে পাচার করা হয়ে থাকে ৷ এছাড়াও স্কুল পড়ুয়াদের ব্যাগের মধ্যে লুকিয়ে, শরীরের ভিতরে লুকিয়ে বা মাছ বিক্রি করার বাহানায় সোনা পাচারের ঘটনার প্রমাণ পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন: জগদলপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার নাবালক-সহ পাঁচ, দু'জন পলাতক

তবে সোনা পাচারের এই নবতম প্রচেষ্টা জওয়ানরা ভেস্তে দেওয়ায় খুশি বিএসএফ কর্তারা ৷ বিএসএফ-এর তরফে সীমান্ত এলাকায় বসবাসকারীদের পাচার সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে ৷ এর জন্য 14419 নম্বরে ফোন করে বিএসএফ-কে খবরও দেওয়া যেতে পারে ৷ এছাড়াও দক্ষিণবঙ্গের সীমান্তের জন্য আরও একটি হোয়াটসঅ্যাপ নম্বরও আছে বিএসএফ-এর ৷ 9903472227 নম্বরে মেসেজ করেও পাচার সংক্রান্ত কোনও খবর থাকলে দেওয়া যেতে পারে ৷

বিএসএফের তল্লাশি

কলকাতা, 7 মার্চ: পুকুর থেকে উদ্ধার হল প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সোনা ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর সীমান্ত এলাকায় ৷ সোমবার এই সোনাগুলি উদ্ধার করে বিএসএফ ৷ জানা গিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই পুকুরে অনুসন্ধান চালিয়ে 40টি সোনার বিস্কুট খুঁজে পান সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা (Gold Recovered by BSF)৷

উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির আনুমানিক ওজন 4 কেজি 60 গ্রাম ৷ এর আনুমানিক বাজার দর 2.57 কোটি টাকা ৷ জানা গিয়েছে, কয়েক মাস আগে এক পাচারকারী ওই পুকুরের পাস দিয়ে নিয়ে কিছু পাচার করার চেষ্টা করেছিল ৷ তবে বিএসএফ জওয়ানদের দেখে পুকুরে ঝাঁপ দেন তিনি ৷ এরপর জওয়ানরা তাঁদের কোম্পানি কমান্ডারকে বিষয়টি জানান । সেই চোরাকারবারিকে জল থেকে টেনে বের করে তল্লাশি করা হলেও তার কাছ থেকে তখন কিছুই উদ্ধার করা যায়নি । এলাকাটি ঘিরে অভিযানও চালানো হয় ৷ কিন্তু কিছু উদ্ধার না-হওয়ায় ওই চোরাকারবারিকে ছেড়ে দেওয়া হয় ৷

পরে জানা যায়, ওই পাচারকারী ওই জলাশয়ের তলায় ওই সোনার বিস্কুটগুলি লুকিয়ে রেখেছিল ৷ জল শুকিয়ে যাওয়ার পর সোমবার ওই পুকুর তল্লাশি চালান হয় ৷ উল্লেখ্য, 2022 সালে সীমান্তরক্ষী বাহিনী 113 কেজির বেশি সোনা আটক করেছিল ৷ সোনা পাচারের জন্য দুষ্কৃতীরা বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে ৷ তবে জলাশয়ে এভাবে সোনা লুকিয়ে রাখার বিষয়টি নতুন ৷ মোটর সাইকেলের যন্ত্রাংশে লুকিয়ে রেখে, ট্রাকের কেবিন এবং সিট কভারের নীচে লুকিয়ে, কাঁটাতারের উপর দিয়ে ছুড়ে, জুতোর মধ্যে লুকিয়ে, মহিলা চাষীদের কাপড়ের মধ্যে লুকিয়ে পাচার করা হয়ে থাকে ৷ এছাড়াও স্কুল পড়ুয়াদের ব্যাগের মধ্যে লুকিয়ে, শরীরের ভিতরে লুকিয়ে বা মাছ বিক্রি করার বাহানায় সোনা পাচারের ঘটনার প্রমাণ পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন: জগদলপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার নাবালক-সহ পাঁচ, দু'জন পলাতক

তবে সোনা পাচারের এই নবতম প্রচেষ্টা জওয়ানরা ভেস্তে দেওয়ায় খুশি বিএসএফ কর্তারা ৷ বিএসএফ-এর তরফে সীমান্ত এলাকায় বসবাসকারীদের পাচার সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে ৷ এর জন্য 14419 নম্বরে ফোন করে বিএসএফ-কে খবরও দেওয়া যেতে পারে ৷ এছাড়াও দক্ষিণবঙ্গের সীমান্তের জন্য আরও একটি হোয়াটসঅ্যাপ নম্বরও আছে বিএসএফ-এর ৷ 9903472227 নম্বরে মেসেজ করেও পাচার সংক্রান্ত কোনও খবর থাকলে দেওয়া যেতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.