ETV Bharat / state

BSF Attacked by Smugglers: ফের বাংলাদেশি দুষ্কৃতীদের হামলার মুখে বিএসএফ, পালটা গুলিতে নিহত অনুপ্রবেশকারী

নদিয়ার হাঁসখালি সীমান্ত এলাকায় বাংলাদেশি চোরাকারবারিরা বিএসএফের জওয়ানদের উপর হামলা করেছে বলে অভিযোগ ৷ আত্মরক্ষার্থে পালটা গুলি চালায় বিএসএফ ৷ নিহত এক চোরাকারবারি (Bangladeshi Smugglers Shot Dead) ৷

BSF Attacked by Smugglers
BSF Attacked by Smugglers
author img

By

Published : Feb 8, 2023, 6:44 PM IST

কলকাতা/কৃষ্ণনগর, 8 ফেব্রুয়ারি: ফের বিএসএফ (BSF) জওয়ানদের উপর হামলার অভিযোগ উঠল বাংলাদেশি চোরাকারবারিদের (Bangladeshi Smugglers) বিরুদ্ধে । চাপড়া থানা এলাকার পর এবার নদিয়া জেলার হাঁসখালি সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে । মঙ্গলবার রাতে যেখানে ঘটনাটি ঘটে, সেটি বিএসএফের কৃষ্ণনগর সেক্টরের পাখিউড়া বর্ডার আউট পোস্ট এলাকার মধ্যে অবস্থিত । বিএসএফ সূত্রের দাবি, কাঁটাতারের ওপার অর্থাৎ বাংলাদেশ সীমান্ত (Bangladesh Border) এলাকা থেকে 6-7 জন দুষ্কৃতী ভারতে প্রবেশের চেষ্টা করে । বাধা দেন কর্তব্যরত বিএসএফ কর্মীরা । তখন চোরাকারবারীরা ধারালো অস্ত্র দিয়ে জওয়ানদের ওপর হামলা চালায় (BSF Jawans Attacked by Bangladeshi Smugglers) । প্রতিরোধের সময় একজন চোরাকারবারী প্রথমে আহত হয় ৷ পরে মারা যায় ।

বিএসএফ সূত্রের বক্তব্য, মঙ্গলবার রাত প্রায় 9 টা 40 মিনিট নাগাদ কৃষ্ণনগর সেক্টরের অধীনে বর্ডার আউট পোস্ট পাখিউড়ায় 8 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা সীমান্ত এলাকায় ডিউটি করছিলেন । সেই সময় ঘন অন্ধকার এবং ঘন কলা বাগানের সুযোগ নিয়ে 6 থেকে 7 জন চোরাকারবারী বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করে । বাধা দেন কর্তব্যরত বিএসএফের জওয়ানরা । সঙ্গে সঙ্গে চোরাকারবারীরা ধারালো অস্ত্র দিয়ে জওয়ানদের ওপর হামলা চালায় ।

BSF Attacked by Smugglers
উদ্ধার হওয়া অস্ত্র

আত্মরক্ষায় বিএসএফ জওয়ানরা পাম্প অ্যাকশন বন্দুক দিয়ে গুলি করেন ৷ কিন্তু ঘন অন্ধকারের সুযোগ নিয়ে চোরাকারবারীরা বাংলাদেশের দিকে পালিয়ে যায় । পরে এলাকায় তল্লাশি চালিয়ে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে আন্তর্জাতিক সীমান্তের প্রায় 400 মিটার দূরে সরিষা খেতে একজন ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় । ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে ।

বিএসএফ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম আরিফুল মণ্ডল ওরফে আর্য ৷ সে বাংলাদেশের ঝিনাইদহ জেলার শামকুর এলাকার বাসিন্দা ৷ মৃতের বিরুদ্ধে এর আগেও সীমান্ত দিয়ে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গিয়েছিল । পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মৃতদেহ হাঁসখালী থানায় হস্তান্তর করা হয়েছে ।

বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন যে বিএসএফ জওয়ানরা সতর্কতা ও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন । সেই কারণে চোরাকারবারীরা প্রায়শই সীমান্তের বিচ্ছিন্ন পয়েন্টে দায়িত্ব পালনরত জওয়ানদের উপর দলবদ্ধভাবে মারাত্মক আক্রমণ করে ।

আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফের গুলিতে নিহত গরু পাচারকারী

কলকাতা/কৃষ্ণনগর, 8 ফেব্রুয়ারি: ফের বিএসএফ (BSF) জওয়ানদের উপর হামলার অভিযোগ উঠল বাংলাদেশি চোরাকারবারিদের (Bangladeshi Smugglers) বিরুদ্ধে । চাপড়া থানা এলাকার পর এবার নদিয়া জেলার হাঁসখালি সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে । মঙ্গলবার রাতে যেখানে ঘটনাটি ঘটে, সেটি বিএসএফের কৃষ্ণনগর সেক্টরের পাখিউড়া বর্ডার আউট পোস্ট এলাকার মধ্যে অবস্থিত । বিএসএফ সূত্রের দাবি, কাঁটাতারের ওপার অর্থাৎ বাংলাদেশ সীমান্ত (Bangladesh Border) এলাকা থেকে 6-7 জন দুষ্কৃতী ভারতে প্রবেশের চেষ্টা করে । বাধা দেন কর্তব্যরত বিএসএফ কর্মীরা । তখন চোরাকারবারীরা ধারালো অস্ত্র দিয়ে জওয়ানদের ওপর হামলা চালায় (BSF Jawans Attacked by Bangladeshi Smugglers) । প্রতিরোধের সময় একজন চোরাকারবারী প্রথমে আহত হয় ৷ পরে মারা যায় ।

বিএসএফ সূত্রের বক্তব্য, মঙ্গলবার রাত প্রায় 9 টা 40 মিনিট নাগাদ কৃষ্ণনগর সেক্টরের অধীনে বর্ডার আউট পোস্ট পাখিউড়ায় 8 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা সীমান্ত এলাকায় ডিউটি করছিলেন । সেই সময় ঘন অন্ধকার এবং ঘন কলা বাগানের সুযোগ নিয়ে 6 থেকে 7 জন চোরাকারবারী বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করে । বাধা দেন কর্তব্যরত বিএসএফের জওয়ানরা । সঙ্গে সঙ্গে চোরাকারবারীরা ধারালো অস্ত্র দিয়ে জওয়ানদের ওপর হামলা চালায় ।

BSF Attacked by Smugglers
উদ্ধার হওয়া অস্ত্র

আত্মরক্ষায় বিএসএফ জওয়ানরা পাম্প অ্যাকশন বন্দুক দিয়ে গুলি করেন ৷ কিন্তু ঘন অন্ধকারের সুযোগ নিয়ে চোরাকারবারীরা বাংলাদেশের দিকে পালিয়ে যায় । পরে এলাকায় তল্লাশি চালিয়ে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে আন্তর্জাতিক সীমান্তের প্রায় 400 মিটার দূরে সরিষা খেতে একজন ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় । ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে ।

বিএসএফ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম আরিফুল মণ্ডল ওরফে আর্য ৷ সে বাংলাদেশের ঝিনাইদহ জেলার শামকুর এলাকার বাসিন্দা ৷ মৃতের বিরুদ্ধে এর আগেও সীমান্ত দিয়ে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গিয়েছিল । পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মৃতদেহ হাঁসখালী থানায় হস্তান্তর করা হয়েছে ।

বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন যে বিএসএফ জওয়ানরা সতর্কতা ও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন । সেই কারণে চোরাকারবারীরা প্রায়শই সীমান্তের বিচ্ছিন্ন পয়েন্টে দায়িত্ব পালনরত জওয়ানদের উপর দলবদ্ধভাবে মারাত্মক আক্রমণ করে ।

আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফের গুলিতে নিহত গরু পাচারকারী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.