ETV Bharat / state

ডিসেম্বরে ফেরা হল না বাড়ি, পাকিস্তানি হামলায় শহিদ তেহট্টের সুবোধ - BSF jawan martyred in Kashmir valeey

2 মাস আগেই বাড়ি ফিরেছিলেন সুবোধ । তারপর আবার নিজের কর্মস্থলে ফিরে যান । ডিসেম্বরে ফের বাড়ি ফেরার কথা ছিল তাঁর ।

BSF jawan martyred
BSF jawan martyred
author img

By

Published : Nov 14, 2020, 12:00 PM IST

Updated : Nov 14, 2020, 12:52 PM IST

তেহট্ট, 14 নভেম্বর : দীপাবলিতে অন্ধকার শহিদ জওয়ানের পরিবারে । মাত্র 24 বছরেই থেমে গেল জীবন যুদ্ধের চাকা । জম্মু ও কাশ্মীরে কর্মরত অবস্থায় পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হন নদিয়ার বাসিন্দা BSF জওয়ান সুবোধ ঘোষ । খবর পৌঁছাতেই গোটা এলাকায় শোকের ছায়া ।

নদিয়ার তেহট্ট থানার রঘুনাথপুরের বাসিন্দা সুবোধ ঘোষ । বাবা গৌরাঙ্গ ঘোষ চাষ করে কোনওরকমে সংসার চালাতেন । একটি বোনও রয়েছে তাঁর । চার বছর আগে ছেলে BSF-এ যোগ দেওয়ার পর তাঁদের সংসারের কিছুটা হাল ফেরে । বোনের বিয়ে হয়ে যাওয়ার পর এক বছর আগে নিজেও বিয়ে করেন সুবোধ । তিন মাসের একটি সন্তান রয়েছে তাঁর ।

পাকিস্তানি হামলায় শহিদ তেহট্টের সুবোধ

পরিবার সূত্রে খবর, 2 মাস আগেই বাড়ি ফিরেছিলেন সুবোধ । তারপর আবার নিজের কর্মস্থলে ফিরে যান । ডিসেম্বরে ফের বাড়ি ফেরার কথা ছিল তাঁর । কাশ্মীরের উরিতে কর্মরত ছিলেন । সেখানেই পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনে সুবোধ ঘোষ-সহ 5 জওয়ান শহিদ হন । গতকাল দুপুরে খবর দেওয়া হয় তাঁর পরিবারকে ।

শহিদ সুবোধ ঘোষ যে স্কুলে পড়াশোনা করতেন বর্তমানে সেই স্কুলেই তাঁর শ্রদ্ধা জানানোর প্রস্তুতি চলছে । সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের হাতে জওয়ানের দেহ তুলে দেওয়া হবে ।

তেহট্ট, 14 নভেম্বর : দীপাবলিতে অন্ধকার শহিদ জওয়ানের পরিবারে । মাত্র 24 বছরেই থেমে গেল জীবন যুদ্ধের চাকা । জম্মু ও কাশ্মীরে কর্মরত অবস্থায় পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হন নদিয়ার বাসিন্দা BSF জওয়ান সুবোধ ঘোষ । খবর পৌঁছাতেই গোটা এলাকায় শোকের ছায়া ।

নদিয়ার তেহট্ট থানার রঘুনাথপুরের বাসিন্দা সুবোধ ঘোষ । বাবা গৌরাঙ্গ ঘোষ চাষ করে কোনওরকমে সংসার চালাতেন । একটি বোনও রয়েছে তাঁর । চার বছর আগে ছেলে BSF-এ যোগ দেওয়ার পর তাঁদের সংসারের কিছুটা হাল ফেরে । বোনের বিয়ে হয়ে যাওয়ার পর এক বছর আগে নিজেও বিয়ে করেন সুবোধ । তিন মাসের একটি সন্তান রয়েছে তাঁর ।

পাকিস্তানি হামলায় শহিদ তেহট্টের সুবোধ

পরিবার সূত্রে খবর, 2 মাস আগেই বাড়ি ফিরেছিলেন সুবোধ । তারপর আবার নিজের কর্মস্থলে ফিরে যান । ডিসেম্বরে ফের বাড়ি ফেরার কথা ছিল তাঁর । কাশ্মীরের উরিতে কর্মরত ছিলেন । সেখানেই পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনে সুবোধ ঘোষ-সহ 5 জওয়ান শহিদ হন । গতকাল দুপুরে খবর দেওয়া হয় তাঁর পরিবারকে ।

শহিদ সুবোধ ঘোষ যে স্কুলে পড়াশোনা করতেন বর্তমানে সেই স্কুলেই তাঁর শ্রদ্ধা জানানোর প্রস্তুতি চলছে । সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের হাতে জওয়ানের দেহ তুলে দেওয়া হবে ।

Last Updated : Nov 14, 2020, 12:52 PM IST

For All Latest Updates

TAGGED:

Tehotto bsf
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.